![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ পশ্চিমে হারিয়ে যাওয়া সূর্য দেখে, কেউবা পূর্বে উঠা সূর্যের স্নিগ্ধতা দেখে...কিন্তু দিগন্তের খেলা বুঝে কয় জনা
তোমার আমার ভালোবাসা ঐ বাবুই পাখির খড়কুটা দিয়ে বানানো নীড়ের চেয়ে দুর্বল
ও ঘরে খড়কুটা এসে জোড়া লেগেছে ভালোবাসা দিয়ে, এ ঘরে ইটের গাঁথুনি হয়েছে জলা সিমেন্টের আপ্রাণ আকড়ে ধরে রাখার আকুতি দিয়ে,
ও ঘর রোদে পুড়ে আর এ ঘরে তোমার এ.সি না হলে চলে না,
ও ঘরে বাতাসে দুলে, আর এ ঘরে বাতাস এসে তুমি দুয়ার দাও ঐ খড়কুটা যাতে তোমার আঙ্গিনায় ময়লা না করে,
ও ঘরে মুখে মুখে তারা খাবার খায় আর এ ঘরে মুখে মুখে বাধে ঝগড়া,
ও ঘরে ভালোবাসা প্রকাশে নেই শব্দের ফুলঝুড়ি আর এ ঘরের ঝুড়িতে থাকে ফুল শুধু থাকে না ভালোবাসার সেই দু’জনা,
ও ঘরে থাকে ঈদের আমেজ আর এ ঘরে ঈদ এলেই দেখাও আমায় ঘাটতি,
বুঝলে সখা; তোমার আমার ভালোবাসা ঐ বাবুই পাখির খড়কুটা দিয়ে বানানো নীড়ের চেয়েও দুর্বল।।
২| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫
চাঁদগাজী বলেছেন:
"তোমার আমার ভালোবাসা ঐ বাবুই পাখির খড়কুটা দিয়ে বানানো নীড়ের চেয়ে দুর্বল "
-বাবুইরা যদি ব্লগে আসে, আপনার অবস্হা খারাপ; বাবুইর বাসা মহা শক্ত, সাইক্লোনে কিছু হয় না; এবং প্রমও শক্ত; আপনার অবস্হা ভালো নমে হচ্ছে না
৩| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:১৬
আহমেদ জী এস বলেছেন: ওমর৬৫ ,
.... নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।".... ( রজনীকান্ত সেন )
সহব্লগার "চাঁদগাজী"র মন্তব্যের এইটুকু চমৎকার -----বাবুইর বাসা মহা শক্ত, সাইক্লোনে কিছু হয় না; এবং প্রেমও শক্ত ;
৪| ০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৪৬
মৌমুমু বলেছেন: সুন্দর লিখেছেন।
তবে চাঁদগাজী ভাইয়ার সাথে একমত।
বাবুই পাখি জানতে পারলে আপনার খবর আছে।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০
শাকিল১২৩৪ বলেছেন: চমতকার হয়েছে