নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো মানিক হাত পেতেছে চাঁদ ধরিতে চায় বামন কি আর হাত বাড়ালেই চাঁদের ধরা পায়

ওমর৬৫

কেউ পশ্চিমে হারিয়ে যাওয়া সূর্য দেখে, কেউবা পূর্বে উঠা সূর্যের স্নিগ্ধতা দেখে...কিন্তু দিগন্তের খেলা বুঝে কয় জনা

ওমর৬৫ › বিস্তারিত পোস্টঃ

নদের নগরী ঢাকা

২৬ শে জুলাই, ২০১৭ রাত ১০:৫৮

একদেশের দুই রাজা ছিলেন। দু’জন মিলে তো একদেশ চালানো যায় না তাই তাঁরা বুদ্ধি করে দেশকে দু’ভাগ করলেন। নামকরণে তাঁরা পাণ্ডিত্যের পরিচয় দিতে পিছপা হন নি। একভাগের নাম দিলেন DNCC (দেশের নর্দমা কাঁদায় ক্লিষ্ট) অন্যভাগের নাম পরলো DSCC (দেশের সুরতহাল করবে-কোন ক্যাবলাকান্ত)। এইদিকে দেশবাসী N দিয়ে উত্তরভাগ আর S দিয়ে দক্ষিণভাগ হয়েছে ভেবে বেজায় খুশি। নিজ পিতার চেয়েও নগর-পিতায় ছিল লাগামহীন বিশ্বাসের রশি।

ক্ষমতা নেওয়ার দু’দিন বাদে পরলো ভীষণ মুশকিলে
মশা নাকি হানা দিয়েছে জলাবদ্ধতার জঞ্জালে,
রাজা দু’জন ভীষন চালাক, ভিশনেও তাঁরা পালোয়ান-
বললেন ওগুলা জেহাদি মশা, মোস্লেম ধর্ম আড়ালে;
জন্মবিরতি নেয় না ওরা, দোষ কেন দি তাগোরে?
নগরবাসীও তাল মেলালো, বাজলো বাঁশির সুর
মশা না মেরে খুঁজতে ওদের ছিটিয়েছিল ছিল গুড়-
গুড়ে কি আসে মশা? বাধে সুখের ঘর?
মশা হলেও মানুষ থেকে এরা ঢের সচেতন ।।

চি’গুনিয়ার হামলা ঠেকাতে মামলা দিবে যখন
ওমনি তখন বৃষ্টি এলো, নদেয় এলো বান;
শিবের গীত গাওয়ার আগেই, জলা পানির কলতান-
ডুবলো শহর, ভাসলো বাড়ি, নেমেছিল সাম্পান
সাঁতরে পেরুয় দেশবাসী, উপচে পরে প্রাণ ।।

নগরপিতা সামনে এলেন, দিলেন আশীর্বাদ
মশাগুলোকে ডুবিয়ে মারবেন এই ছিল নাকি তাঁর সাধ !!

বি.দ্রঃ উপরের লেখাটি নিছক কল্পনা। এর সাথে জীবিত কিংবা মৃত কারো কোন মিল খুঁজে পাওয়া গেলে তা কাকতাল মাত্র

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৭ রাত ১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: নগরপিতাদের পূর্বের বক্তব্যদের সাথে সামঞ্জস্য থাকায় লাইক।।

২| ২৭ শে জুলাই, ২০১৭ সকাল ৯:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সাধই বটে!...

প্রহসনের মাঝেই যাপিত জীবন-তায় নিশ্চুপ
কেউ কিছু বললেই হয়ে যায় গুপসুপ
তাই নেই চিৎকার
কবরের নিরবতা!
জ্ঞানীগণ দেখেশুনে
বলেন-এ ঝড়ের বারতা!!!

৩| ২৭ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৭

ঢাকাবাসী বলেছেন: দেশের আর সব নেতারা যেরকম বলেন নগরবাবারা সেরকমটাই তো বলসেন, দুষের কি আছে? মানে সবাই মিছা কতা কয় ওনরারাও কন এই আর কি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.