![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছড়ার সাথে সঙ্গী হলাম
ওমর বিশ্বাস
আমরা দেখি স্বপ্ন অনেক
দু’চোখে ওই তারার মতো
তাই তো সবাই ছুটে চলি
সামনে আসে বাধা যতো।
রংতুলিতে ছবি আঁকি
নানা রঙের মেলায়
জীবনটাকে রাঙিয়ে তুলি
স্বপ্নরঙের খেলায়।
আমরা খুঁজি কেমনে আসে
আকাশ থেকে আলো
রাত্রি এলে প্রশ্ন মনে
ঢালল কে ওই কালো?
আমরা খুঁজি সাগর নদী
মেঘের বসতবাড়ি
হাজার ফুলের ঘ্রাণ ছড়ানো
ফুলবাগানের সারি।
আমিও তো ছড়ার সাথে
সঙ্গী হলাম চলার
সবার সাথে নাও ভাসালাম
একটা কিছু বলার।
ছড়িয়ে দিলাম ছড়ার সাথে
বড় হবার গদ্য
বইয়ের পাতায় জ্ঞানে ভরা
আমার খাতায় পদ্য।
২৩.১২.২০১৮
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৫০
ওমর বিশ্বাস বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর।