নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

আমি বাঙালী, আমি মানুষ, আমি মুসলমান- একবার মরে, দুইবার না…

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪১

১০ জানুয়ারি, ১৯৭২। আমাদের স্বাধীনতাকে পূর্ণতা দিতে এদিন পাকিস্তানি কয়েদ থেকে দেশে ফিরলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনই টইটুম্বুর রেসকোর্সে তার বন্দীদশার বিবরণ দিতে গিয়ে শিরোনামের কথাগুলো বলেছিলেন। সম্ম্ভাব্য মৃত্যু নিয়ে তার সম্পূরক কথাগুলো ছিলো- আমি হাসতে হাসতে যাবো, আমার বাঙালী জাতিকে অপমান করে যাবো না, তোমাদের কাছে ক্ষমা চাইবো না, এবং যাবার সময় বলে যাবো- জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালী আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান।



পাকিস্তানী ঘাতকেরা সেবার পারেনি। পেরেছে আরো বছর চারেক পর। ১৫ আগস্ট এক নৃশংস হত্যাকান্ডের মধ্য দিয়ে আমরা হারিয়েছি আমাদের জাতির পিতাকে। দু'মেয়ে ছাড়া ওই নির্মম মৃত্যুযজ্ঞে তার সঙ্গী হয়েছিলো গোটা পরিবার। দীর্ঘ প্রশাসনিক কবচে খুনীরা সদম্ভে ঘুরে বেড়ালেও একসময় শেষ হয়েছে খেলা। ধরা পড়েছে অনেকেই, ফাসির দড়ির অপেক্ষায় সময় কাটছে তাদের। বাকিরা পাকিস্তানী পাসপোর্ট নিয়ে কেউ লিবিয়ায়, কানাডায় কিংবা পুনঃ নাগরিকত্বের স্বদেশে। হত্যা মামলার রায় নিয়ে নতুন কি আর বলবো। তার চেয়ে উদযাপন করি ঐতিহাসিক কিছু উপাত্ত দিয়ে। যেসব জারজ ও তাদের উত্তরসূরীরা তার মহানুভবতার সুযোগে বেচে গিয়ে এখন তাকেই গালি দেয়, তার নিন্দা করে তাদের জন্য একদলা থু থুর বেশী কিছু বেরোয় না আমার মুখ দিয়ে।



দেশে ফেরার ক'দিন পর ব্রিটিশ টিভি সাংবাদিক ডেভিড ফ্রস্ট বঙ্গবন্ধুর একটি সাক্ষাতকার নিয়েছিলেন, যা সম্প্রচারিত হয়েছিলো জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই। দূর্লভ এই সাক্ষাতকারটির ঐতিহাসিক মূল্যমান অনেক। এখানেই বঙ্গবন্ধু প্রথমবারের মতো মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা তিরিশ লাখ বলে উল্লেখ করেছিলেন। খুনে পাকিস্তানীদের গণহত্যার দায়ে অভিযুক্ত করে বিশ্ব নেতৃত্বকে আহ্বান জানিয়েছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের।







গাড়ীতে শুরু, গণভবনের লনে শেষ হওয়া এই সাক্ষাতকারে দূর্দান্ত কিছু কথা বলেছিলেন। পাকিস্তানীদের অভিশাপ, নিরন্কুশ ক্ষমতা দূর্নীতির জন্ম দেয় এমন একটি প্রশ্নের জবাব, যু্দ্ধাপরাধ, দেশ গড়া নিয়ে তার অভিমতের পাশাপাশি রাজনৈতিক জীবন, বাঙালীর প্রতি তার মমতার অসাধারণ এক প্রামান্য দলিল এটি। দৈর্ঘ্যের কারণে দু পর্বে ভাগ করেছি, ওজন কমাতে কনভার্ট করেছি ফ্লাশ ভিডিওতে। সঙ্গে আরো দুটো ফুটেজ। একটি বঙ্গবন্ধুর মৃত্যুর আগে শেষ জনসভায় দেওয়া ব্ক্তৃতার অংশবিশেষ। অন্যটি তার হত্যাকারীদের নেতৃত্বে থাকা কর্ণেল ফারুক ও রশীদের একটি সাক্ষাতকারের ফুটেজ। ১৯৭৬ সালের আগস্টে সাক্ষাতকারটি নিয়েছিলেন অ্যান্থনি মাসকারেনহাস। মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে সংঘটিত গণহত্যার সংবাদ বিশ্বকে জানান দেওয়া বিখ্যাত এই সাংবাদিককে দেওয়া এই সাক্ষাতকারে মুজিব হত্যায় জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদের ভূমিকা নিয়ে কয়েক ছত্র অমূল্য বয়ান রয়েছে খুনীদের তরফে।



ডেভিড ফ্রস্টকে দেওয়া বঙ্গবন্ধুর সাক্ষাতকার ১ম পর্ব :







ডেভিড ফ্রস্টকে দেওয়া বঙ্গবন্ধুর সাক্ষাতকার ২য় পর্ব :







বঙ্গবন্ধুর শেষ জনসভার ফুটেজ ও বক্তৃতার অংশ :







খুনী ফারুক-রশীদের সাক্ষাতকারের অংশবিশেষ :







পত্রিকার ক্লিপিংসের জন্য বিশেষ কৃতজ্ঞতা সুশান্ত দাসগুপ্ত



মন্তব্য ৭৪ টি রেটিং +৪১/-১১

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৬

ফিউশন ফাইভ বলেছেন: বিচার তো হয়ে গেছে। যতো দ্রুত রায় কার্যকর করা গেলেই ল্যাটা চুকে যায়। কিন্তু, বিশ্বাস করবেন কিনা জানি না, আওয়ামী লীগ এবং আপনার দুজনেরই থলে থেকে একটি দুর্দান্ত ইস্যু হারিয়ে গেল। |-)

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫২

অমি রহমান পিয়াল বলেছেন: ঠিকাছে বিশ্বাস করলাম আফা

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৮

অমি রহমান পিয়াল বলেছেন: সামনে আরেকটা ইস্যু হাতছাড়া হওয়ার সম্ভাবনা নিয়া আমি কাতর। যুদ্ধাপরাধীদের বিচার। আমি জানি সেইটার রায়েও আপনার (এই নিক মালিকের, বাকিরা না) এইরকম কলিজা পোড়া গন্ধ ছুটবে

২| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৪৯

নীতিশ বৈরাগী বলেছেন: বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসী চাই। রায় কার্যকর হোক ।

জয় বাংলা !

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০০

অমি রহমান পিয়াল বলেছেন: জয় বাংলা

৩| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫

কে এম তানভীর আহম্মেদ বলেছেন: ঐতিহাসিক এই দলিলগুলো শেয়ার'এর জন্য অনেক ধন্যবাদ।

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০৫

অমি রহমান পিয়াল বলেছেন: না দেখলে আসলে বুঝবেন না এগুলোর মূল্য

৪| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৫

শান্তির দেবদূত বলেছেন: যতটুকু শুনছি রায় ঘোষণার ৩ সপ্তাহ থেকে ৪ সপ্তাহের মধ্যে ফাঁসী কার্যকর করার নিয়ম.......আমার দাবী ২২ তম দিনেই সবগুলিরে ঝুলানো হোক....

পশুগুলো একমুহূর্ত বেশি বাঁচলে একমুহূর্ত আমার বুকে রক্তক্ষরন বেশি হবে......

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১০

অমি রহমান পিয়াল বলেছেন: ইনশাল্লাহ

৫| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৯

নীতিশ বৈরাগী বলেছেন: ২ জন বেজন্মা মাইনাস দিসে।

ফারূক-রশিদ সাক্ষাতকারে যা কইসে সেইটা নিয়া বিএনপির ভাইরা কী কন?

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৩

অমি রহমান পিয়াল বলেছেন: বেজন্মার সংখ্যা এর চেয়ে অনেকগুণ বেশী।

৬| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০০

সুদীপ্ত শর্মা বলেছেন: @ ফিউশন ফাইভ বলেছেন: বিশ্বাস করবেন কিনা জানি না, আওয়ামী লীগ এবং আপনার দুজনেরই থলে থেকে একটি দুর্দান্ত ইস্যু হারিয়ে গেল।

এটা কেমন কথা?

রায় দ্রুত কার্যকর হোক।
ধন্যবাদ...

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৩

অমি রহমান পিয়াল বলেছেন: আফামনি যখন বলছেন, তখন বিশ্বাস করছি

৭| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:০০

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: অ্যান্থনী মাসকারেনহাসের একটা বই আমার কাছে আছে। পড়তে হবে। ভালোই হল ভিডিওগুলি পাওয়াতে। অনেক ধন্যবাদ ভাইয়া।

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৫

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

৮| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:১৮

মনির হাসান বলেছেন: পিয়াল ভাই ... স্বপ্ন/প্রত্যাশা হুহু করে বেড়ে যাচ্ছে । যদিও ঘর পোড়া গরু ... তারপরও আশাবাদী ।


ভিডিও গুলোর জন্য ধন্যবাদ ।
আর পোস্টের শেষ লাইনটা কেমন জানি ধরতে পারলামনা "১৯৭৬ সালের আগস্টে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে সংঘটিত গণহত্যার সংবাদ বিশ্বকে জানান দেওয়া বিখ্যাত সাংবাদিক অ্যান্থনী মাসকারেনহাসের নেওয়া এই সাক্ষাতকারে মুজিব হত্যায় জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমেদের ভূমিকা নিয়ে কয়েক ছত্র অমূল্য বয়ান রয়েছে খুনীদের তরফে। ...

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৮

অমি রহমান পিয়াল বলেছেন: আরে তাইতো! থ্যাংকস, ঠিক করে দিছি

৯| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৩

মারূফ মনিরুজ্জামান বলেছেন: ভিডিওগুলার জন্য অনেক ধন্যবাদ-


শিক্ষার খরচ নিয়ে যে কথাগুলো বলেছেন সেইটার কারণে হীনমন্নতা চলে আসে- ব্যক্তিস্বার্থের উপরে ওঠার মত মনোবলও নাই- ক্ষমতাও নাই-

ফারুক রশিদের এই সাক্ষাৎকারটা প্রথম শুনে আমি অনেকক্ষণ হতবাক হয়ে বসে ছিলাম- এইটা সত্য হওয়ার সম্ভবনা কতটুকু কে জানে- নিজের সাথে উদ্ধতন অফিসারকে জড়ানোর জন্যও বলতে পারে-

তবে একটা কথা আমার মনে হয়- বঙ্গবন্ধুর আসলে বেঁচে গেছেন আমাদের মত গরুর পাল চরানোর হাত থেকে- আমারে দুইটাকা দিলে দেশ বেচে দিতে পারি- নিজের দেশকে সারা দুনিয়ার সামনে গালাগালি করতে আমার বাধে না- ধর্মের নামে অধর্ম করতে শান্তি নস্ট করতে আমার বিবেক বাধা দেয় না- আইন করে বিচার বন্ধ রাখলেও চুপ করে থাকি-

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: ভালোই বলছেন

১০| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৫

মনজুরুল হক বলেছেন:

"লেখক বলেছেন: ঠিকাছে বিশ্বাস করলাম আফা
২১ শে নভেম্বর, ২০০৯ রাত ২:৫৮

লেখক বলেছেন: সামনে আরেকটা ইস্যু হাতছাড়া হওয়ার সম্ভাবনা নিয়া আমি কাতর। যুদ্ধাপরাধীদের বিচার। আমি জানি সেইটার রায়েও আপনার (এই নিক মালিকের, বাকিরা না) এইরকম কলিজা পোড়া গন্ধ ছুটবে"
-------------------------------------

সেই যে গত শীতে ঠোঁট ফাঁটছিল তা মনে ছিল না এখন হাসতে গিয়া আবার.............!

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৪৯

অমি রহমান পিয়াল বলেছেন: আমি টের পাইলাম আপনার মন্তব্য পইড়া

১১| ২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫১

মামুন বিদ্রোহী বলেছেন: প্রিয়...

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ৩:৫৪

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ

১২| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:০৭

জোবাইর বলেছেন: দুর্লভ ভিডিও ক্লিপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। তথ্যসমৃদ্ধ পোস্ট, প্রিয়তে রাখলাম।

২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৫

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ

১৩| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:১৪

মইন বলেছেন: শেষের ভিডিওটা দেখলাম। যা বুঝা গেলো, জিয়ার অবস্থান ছিলো মাঝামাঝি অবস্থায়, সাহায্যও করবে না আবার বাধাও দিবেনা। আবার মুশতাককে যখন বলা হলো, তখনও হত্যার কথা বলা হয় নি। অর্থাৎ তারা দুজনের একজনেও ষড়যন্ত্রের কথা জানতেন, কিন্তু হত্যার ষড়যন্ত্রের কথা না।

তখন আমেরিকা-ভারত কি সাবধান করে দেয়নি বঙ্গবন্ধুকে? কথা যখন এত চালাচালি হচ্ছিল, তাহলেতো গোয়েন্দা বাহিনীর লোকেরা জানার কথা, অন্তত সশস্ত্র বাহিনীর লোকদের। তাদের মাঝে কি বঙ্গবন্ধুর শুভাকাঙ্খী ছিল না? এই আক্রমনটি কিন্তু কোন ক্ষোভের হঠাৎ বহিপ্রকাশ ছিল না, ছিল একটি সাজানো গুছানো এবং অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পরিকল্পনার ফলাফল মাত্র। জিয়ার সাথে কথা হয় মার্চে, ঘটনা ঘটে তার ছয় মাস পর। এই যে ছয়মাস বা তারও বেশি সময়ে তৈরিকৃত পরিকল্পনাগুলোর কিছুনা কিছু অবশ্যই গোয়েন্দাদের নজরে এসেছে এবং তা অবশ্যই সেনাপ্রধান জেনেছেন। সেনাপ্রধান আজ এই সময়ে যা বলছেন, তা শুধুই সময়ের সাথে তাল মিলিয়ে চলা, যেমনটি তিনি করেছেন আগষ্ট ও ওই সময়টাতে। একজন সেনাপ্রধান যদি জিনিসটা মেনে নিতে পারেন, তবে জিয়ার ভুমিকা এখানে কোনভাবেই বিব্রতকর নয়।

ধরলাম তিনি এতবড় একটি ষড়যন্ত্র আঁচ করতে পারেননি। তবে আমি সেটা মনে করবো, তার মতো এক গর্ধবকে সেনাপ্রধান যে বানিয়েছে ভুলটা তার। তাকে এবার পুরস্কৃতও করা হয়েছে বলা চলে।

ক্ষমতা ছাড়া নেতৃত্বে বঙ্গবন্ধু ছিলেন অসাধারণ এবং এক্ষেত্রে তার মত নেতা এদেশে কবে জন্মাবে সেটাও দেখতে হবে। কিন্তু অসাধারণের নেতৃত্বে যখন ক্ষমতা চলে আসলো, তার ভালো মানুষের সুযোগ গ্রহন করলো, তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন এবং কাছে চাটুকারেরা। ক্ষমতায় এসে তিনি তার অসাধারণত্ব দেখাতে না পাড়ায় এবং তার চারপাশের বিস্তত্বজনদের তান্ডবলীলায় তৎকালীন দেশবাসি বলা যায় অতিষ্ঠ হয়ে উঠেছিল। শোনা কথা, গতকাল রায় ঘোষনার দিনে যেমন মানুষ রাস্তায় এসে আনন্দ করেছে, তেমনি নাকি আগষ্টের ওই দিনটিতেও মানুষজন রাস্তায় আনন্দ মিছিল করেছিলো। আজকে আমরা জিয়ার ছেলেদের ঘুষের কথা বলে হাসি, আবার ভুলে যাই, বঙ্গবন্ধুর ছেলেদের ব্যাংক ডাকাতি বা দেশের দুর্ভিক্ষের মধ্যেও সোনার মুকুট পরা।


যতযাই বলি, এই নৃশংস হত্যাকান্ডের বিচারের রায়ে আমিও খুশি। নিজের দলের লোকদের হাতে নিজের পরিবারের মৃত্যু কল্পনায়ও আনা যায়না।


এবং সর্বশেষ, যুদ্ধাপরাধী ইস্যুটা সত্যিই কেমন যেন বেশি চেপা তেতো লেবুর মত হয়ে গেছে। দোয়া করি, এই সরকারের আমলেই যেন এটিরও বিচার শেষ হয়। প্রতিটি খুনেরই শাস্তি হওযা উচিত।

ও, যদি কোন ভূল তথ্য দিয়ে থাকি, আমাকে সহৃদয়ে ক্ষমা করবেন এবং সঠিক তথ্যটি তথ্যসূত্র সহ দিলে সত্যিই আমি বা নতুন পড়ুয়ারা উপকৃত হবেন।

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৭

অমি রহমান পিয়াল বলেছেন: নাকি দিয়া কথা বলা বিপজ্জনক। এক কোরআন হাদিসের তফসীর ছাড়া আর কোনো শোনা কথায় কান দেওয়া উচিত না, বিশেষ কইরা যেসব বয়ানে নাকি শব্দটা যোগ করা হয়। এতে আপনি যার কথা শুইনা বিশ্বাস করলেন এবং সেটাই ওহী ধইরা আরো মানুষরে প্রভাবিত করার চেষ্টা করলেন উভয়েই গিবতের দায়ে দুষ্ট, নাউজুবিল্লাহ, উহা একটি কবিরা গুনাহ

১৪| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৪:৩৫

দি ফিউরিয়াস ওয়ান বলেছেন: আওয়ামী লীগ দ্রুত আরেকখান ইস্যু হারাক, এই কামনায়।

২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৫

অমি রহমান পিয়াল বলেছেন: :)

১৫| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:০২

লুথা বলেছেন: তেল মারতে মারতে তো দেশের তেলের বন্যা হয়ে যাবে... এইরকম চামচাদের জন্যই শেখ মুজিব এর ওই দশা হইছিলো

২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৬

অমি রহমান পিয়াল বলেছেন: আরে না, বন্যা হইবার সুযোগ নাই্, এই তেল একটি বিশেষ প্রজাতির একটি বিশেষ জায়গায় মাখানো হবে

১৬| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:১৩

হাসান শহীদ ফেরদৌস বলেছেন: ইস্যু হারিয়ে যাওয়ায় মার চাইতে মাসির দরদ বেশী দেখা যাচ্ছে।

@লুথাঃ ভালোই তো, সেই তেলে মাছ ভেজে খাবেন।

একটি ইস্যুবিহীন বাংলাদেশের স্বপ্নে প্লাস।

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৮

অমি রহমান পিয়াল বলেছেন: :)

১৭| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৬

সবাক বলেছেন:
গুরুত্বপূর্ণ বিষয়ে নক করলেন। নেট স্লো থাকায় ভিডিও প্লে হচ্ছে না। ডাউনলোডের চেষ্টা করছি। তবে আপনার কালেকশন জটিল। থ্যাংস ফর দ্যাটস।

বঙ্গবন্ধুর হত্যা মামলার রায় ঘোষনার পর কিছু অভিমান (এতো দেরি হলো কেনো? ইত্যাদি) উঁকি দিলেও বুকের উপর থেকে দেনার ভার কমে যাবার পর সব ভুলেছি। এই বরঙ ভালো- এ বিচার না দেখলে আরো কষ্ট হতো। তারচে' বরং অভিমান ভুলি।

এবার অপেক্ষা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। তবে সেটার জন্য যদি আরো ২/১ সেশন অপেক্ষা করতে হয়, সেটা হবে দু:খজনক। নতুন প্রজন্ম সেটাকে কিভাবে নেবে!

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩১

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ। বঙ্গবন্ধু হত্যায় ফায়দা লুটেরাদের সংখ্যা অগনিত হলেও এই ইস্যুতে তাদের সরাসরি পক্ষপাতে যাবে না বিএনপি-জামাত। যুদ্ধাপরাধীদের বিচারের সময় তারা কোনো ছলই বাদ রাখবে না। তবে বিচার হবে। ডিসেম্বরে ঘোষণা এবং জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা।

১৮| ২১ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪১

রাফা বলেছেন: বাংলার রক্তে ভেজা মাটি যে লাশটি বুকে ধারণ করে প্রতি মুহুর্তে প্রতিক্ষা করেছে কখন এই হত্যাকান্ডের বিচার হবে ; তার একটি অধ্যায়ের অবসান ঘটলো যুগান্তকারি রায়টি বহাল থাকায়।

এখন প্রতিক্ষা অন্তরালের কুশিলবদের চিহ্নিত করে তাদের বিচারের মাধ্যমে এর যবনিকাপাত।ও বাংলার মাটি থেকে হত্যার হোলিখেলার রাজনিতীর চির অবসান।

ধন্যবাদ তথ্যসমৃদ্ধ সময়পোযুগি পোষ্টের জন্য।

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩২

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

১৯| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:০৮

কোন একজন বলেছেন: অসাধারণ পোস্ট। প্রিয়তে...

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ এবঙ কৃতজ্ঞতা

২০| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:২১

আলী আরাফাত শান্ত বলেছেন: +++++
প্রিয়তে!

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫

অমি রহমান পিয়াল বলেছেন: থ্যাঙ্কস

২১| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৯

রোহান বলেছেন: বস আপনের পোষ্ট দেইখা কয়টা কথা বলি... ভাবছিলাম ইসটিকি পোষ্টে কমু তারপর আবার ভাবছিলাম ধুত শালা এইসব বইলা কি লাভ..

Click This Link আইজকা এই পোষ্টে ফ্যাসিবাদের জুজুর ভয় ব্লগারদের দেখানো হচ্ছে দেইখা ভাবলাম বলা দরকার...

সামুতে মুজিবরে নিয়া বিচার সফল হইছে এমন পোষ্ট ইসটিকি হইছে.... মুজিবের জন্য সামুর এই দরদ দেখে কয়দিন আগের কথা মনে পড়ে গেলো... চয়নকান্তির করা একটা প্রচন্ড সফল পোষ্টের কথা মনে পড়ে যেখানে বঙ্গবন্ধুর হত্যা কেনো জায়েজ আছিলো সেটা নিয়া অনেক উল্লাস চলতাছিলো দুই দিন ধরে... আমি আর রোবোট ভাই ই বোধহয় কিছুক্ষন প্রতিরোধ চালায় গেছিলো, আমারে ব্লক কইরা আবার মুখ বন্ধ কইরা দিলো... উপরের লেখকই সেইখানে কইলো রাসেল হইলো মুজিবের বীজ, মুজিবের বীজ রাইখা পরে দেশের সর্বনাস হইতো, সো সমূলে উৎপাটন কইরা মার্ডারার রা (উনাদের চোখে বিপ্লবী মহা নায়ক) দেশের মারাত্মক উপকার করছে... কতবড় জঘন্য কথা ভেবে দেখেছেন... ফিডব্যাকরে জিগান কি করছে? কিছুই করে নাই বরং চয়ন কান্তি -- ব্লক করে কি মুখ বাঁধা যায় এই পোষ্টটা ফ্লাডিং এর অপরাধে প্রথম পাতা দিয়া সরায় দেয়... অবশ্য পরে ঐটাই সরেছে, তবে বেশ কিছু অসুস্থ লোকের কুরুচিপূর্ণ উল্লাসে পর... সামুর এই আরেকটা চেহারা দেখতে পেরে ভালোই লাগছে... হা হা শুয়োর আর সুন্দরের কি অপুর্ব সহাবস্থান....

বিচারের পরে মজা লাগলো দুটা পোষ্ট দেখে... এরা সরাসরি বলতে পারে না বিচার পছন্দ হয় নাই, কইলে পাবলিকের লাথি খাবে... এখন ঘুরায় পেচায় বলা শুরু করলো খালি একটা বিচার করলে হবে না ৭২ থিকা ৭৫ সব বিচার করতে হবে... হাহা কি বিনোদন, আরেকজন তো চিটাগাংএর আরেক মার্ডারের কথা তুলে আনলেন প্যারালালি... আফসোস কেউ ৭১ এর কথা টানলেন না আবার ৮১ পর্যন্ত কিংবা ৮১ এর কথা টানলেন না... চিটাগাং এর এইট মার্ডারের কথাও টানলেন না... এখন ফ্যাসিবাদের কথা শোনা যাচ্ছে, একটা ইস্যু চলে গেলো সেটাও শোনা যাচ্ছে...

ব্যাপারস না... গোলাম নিজামীর গলায় ফাঁষির দঁড়ি ঝুললেই তবে শান্তি...

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮

অমি রহমান পিয়াল বলেছেন: কি বলুম কন, কিইবা বলার আছে। চয়ন কান্তি চীফের নিক। জামাত শিবিরের পোলাপাইন কিন্তু ভয়ানক ছদ্মবেশী। দেখবেন হিন্দু নাম নিবো, মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত নাম নিবো, কিন্তু কাম করবো উল্টা। মোনাফেক যে অবেচতনেও মোনাফেক থাকে, তার উজ্জ্বল দৃষ্টান্ত এরা। আবার দেখবেন সবকয়টার বাপই মুক্তিযোদ্ধা বইলা দাবি করে তারা।

২২| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩১

অচন্দ্রচেতন বলেছেন: এই যুদ্ধপরাধীদের বিচার ইশ্যুটাও হাতছাড়া হইয়া যাক। লেটস কিপ আওয়ার ফিঙ্গারস ক্রসড।

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪০

অমি রহমান পিয়াল বলেছেন: সেটাই

২৩| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪১

রোহান বলেছেন: হে হে ভালো বলছেন... তয় রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের লোকজনরে এই কামে হাস্যকর ভাবে জড়াইতে দেইখা খারাপ লাগছে... কোয়ালিটি অফ সার্ভিসের মারাত্মক অধ:পতন... বিশ্ব অর্থনৈতিক মন্দার হাওয়া সামুর পালেও লেগেছে বুঝা যাইতাছে...

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২২

অমি রহমান পিয়াল বলেছেন: =p~ =p~ =p~

২৪| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৭

তাজা কলম বলেছেন:
প্রিয়তে রাখলাম তথ্যমূলক লেখা। +




প্রয়াত গায়ক দলছুট খ্যাত সঞ্জীব চৌধুরীরর উপর একটি লেখা:

Click This Link

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৪

অমি রহমান পিয়াল বলেছেন: হ্যা পড়েছি, মন্তব্য করা হয়নি। একসঙ্গে চাকুরি করেছি, প্রচুর আড্ডা, প্রচুর গান, প্রচুর পানের স্মৃতি সঞ্জীবদাকে ঘিরে

২৫| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:১১

আল্লাহ রাখা বলেছেন: রাত পোহাবার আরো অনেক বাকি, আসল কুত্তা গুলাতো এখনও ধরা ছোয়ার বাইরে।
তবে খুশি হইছি--- যেগুলা আছে ও গুলার ফাসি দ্রুত কার্যকর হোক।

@ফিউশন ফাইভ --- তোমরা ভাল করেই মনে হয় জানো--- কেন পিতা হত্যার বিচার এত বিলম্বিত।আর আশা করি ভাল করেই তোমরা উপলব্ধি করতে পারছো... যুদ্ধাপরাধীদের বিচারে কি অবস্থাটা হবে, বিএনপি তো এটাকে মনে করবে বেগম জিয়ার কাপড় খোলার সামিল হিসেবে,খালেদা জিয়া তো যুদ্ধাপরাধীদের বিচারের শুরুতে কি করে তা ভেবে আমি খুবই চিন্তিত--- নিজের ইজ্জত হারানোর দোহাই দিয়ে দেশ অস্থির যে করবে না তা কি আর বলতে।আওয়ামী লীগ কখনোই চাবে না বিচার বিলম্বিত করতে--- কেন না--- এদের বীজ অনেক ভাবে জাতিকে ভুল পথে নিয়ে যাচ্চে,আর ফল স্বরূপ জন্ম নিচ্ছে ফিউশন ফাইভ,ত্রিভুজদের মত কিছু বেবুঝ,বেঈমান(সবাককের কাছ থেকে নেয়া) ব্লগার।এটা আওয়ামী ইস্যু না কখনোই .... জাতি হিসেবে আমাদের সবারই এক ইস্যু এটা,আমি মর্মাহত( যদিও হওয়া উচিত না, ফিফা'র কাছে এটাই প্রাপ্য) তোমারদের তোমার ইস্যু ভাবনা নিয়ে -- আর এটা হলেই তো আমাদের জন্য সুখকর হত -- যদি বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচারে সহযোগিতার হাত বাড়িয়ে দিত।

এত কথা বলে আসলে কি লাভ বল ফিফাঃ এটা ইস্যু হারাবার বিষয় কি না,এসব প্রশ্ন হাস্যকর।

তোমাদের মত লোকদের বিষয়েই মনে হয় কুরআনে উল্লেখ আছে --- তাদের কলবে সিল মহর লাগিয়ে দেয়া হয়েছে,যতই বুঝানো হোক তারা বুঝবে না।


সবাকঃ নো চিন্তা বিচার হবেই হবেই -- পার পাবেনা একটাও যুদ্ধাপরাধী।

২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:২৬

অমি রহমান পিয়াল বলেছেন: সব ফিফা একরকম না মিয়া, এই একটা জামাতে ইসলামীর মু্ক্তিযোদ্ধা ব্রাঞ্চের সদস্য কেমনে জানি ঢুইকা পড়ছে। বাকিরা না পারতাছে গিলতে না পারতাছে ফেলতে, তার উপর আফা, লাথি দিয়া খেদানোর উপায়ও নাই। তাছাড়া গোপনীয়তার ব্যাপার আছে

২৬| ২১ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৮

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
১৯ তারিখেই আপনার কাছ থেকে একটা তথ্যবহুল পোষ্ট আশা করেছিলাম। কিছু বিজ্ঞ ব্লগার অবশ্য দিয়েছেন, এ ছাড়া সারাদিনই দেখলাম এক ব্যান আর আনব্যান নিয়ে চীৎকার। ভিডিওগুলো অবশ্য প্লে হচ্ছেনা ভরদুপুরে যখন নেট একটু ফ্রি থাকবে তখন আশা করি চলবে। পোস্টে প্লাস।

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৭

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ, একবার ভেবেছিলাম লিখবো কিছু, কিন্তু লেখা এলো না।

২১ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৫

অমি রহমান পিয়াল বলেছেন: আচ্ছা আপনি তো বললেন না ঢাকা কলেজে কোন সেকশানে ছিলেন

২৭| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০০

অরণ্যচারী বলেছেন: বাঙালি সব ইস্যুমুক্ত হোক।

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:২৫

অমি রহমান পিয়াল বলেছেন: এই প্রার্থনাটা লাগুক

২৮| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:০৫

অজানা আমি বলেছেন: দুর্লভ ভিডিও ক্লিপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। +

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকেও

২৯| ২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১৭

অমাবশ্যার চাঁদ বলেছেন: স্যালুট কমরেড। পোস্ট সরাসরি প্রিয়তে +++

২১ শে নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৪

অমি রহমান পিয়াল বলেছেন: স্যালুট

৩০| ২২ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৮

ইশতিয়াক অাহমেদ বলেছেন: বস পুরোনো স্যালুট আবারো...

শেয়ারের জন্য থ্যাংকস...

২২ শে নভেম্বর, ২০০৯ রাত ২:১৮

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আবারও

৩১| ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫

অনির্বান বলেছেন: আপনারে স্যালুট জানাইতে লগিন করলাম। এই রকম একটা পোষ্ট এর পর এটা আপনার প্রাপ্প। ভিডিও গুলার জন্য অনেক অনেক ধণ্যবাদ..
+++

২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

অমি রহমান পিয়াল বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

৩২| ২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৫

সুবিদ্ বলেছেন: ক্লিপিংসগুলো এক করায় বাড়তি ধন্যবাদ

২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৩

অমি রহমান পিয়াল বলেছেন: আপনাকেও

৩৩| ২৪ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৫

রুচি বলেছেন: ধন্যবাদ পাবার মত লেখা

২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ আপনাকে

৩৪| ২৫ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৪

তাজকিরা বলেছেন: অসাধারণ সংগ্রহ। অনেক দিন থেকে এই interview টা দেখতে চাচ্ছিলাম। প্রিয়তে রাখলাম। বার-বার দেখব বলে।

৩৫| ০৫ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৭

জয় সরকার বলেছেন: প্রিয়তে রেখে দিলাম...............অসম্ভব সুন্দর পোস্ট!

০৭ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৩৮

অমি রহমান পিয়াল বলেছেন: অনেক ধন্যবাদ

৩৬| ১০ ই মার্চ, ২০১০ দুপুর ১২:৫৪

আজনবী বলেছেন: প্রিয়তে রাখলাম।

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:১৯

অমি রহমান পিয়াল বলেছেন: ধন্যবাদ

৩৭| ০২ রা মে, ২০১০ বিকাল ৫:৩৮

মিনহাজ উদ্দিন বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতা হিসেবে ১০০ ভাগ সফল.. কিন্তু শাষক হিসেবে ১০ ভাগ সফল.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.