![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘলা আকাশ, বৃষ্টিহীন বাতাস, জোছনাভরা রাত, আরো কত কি?
অসীম জ্ঞান জবর কেটে উল্লাস কর, অত:পর ঘুমাও
মুচকি হেসে হেরে যাও, জয়ী হয়ে গর্ব করো
এটা ওটা মিলিয়ে ধার্মিক হও
৪২৮১ মাইল হেটে দীক্ষা নাও!
মাথায় হাত বুলিয়ে তায়াম্মুম কর
বার্নিশ করা ঘড়ির চাবি খুজো
হকের সাথে বকবক করে নিজেকে নিরীক্ষা করে নাও
পাঞ্জেরী হও, মাদল বাজাও
সবাই জয়ী হওয়ার যুদ্ধে সেনাপতি হও!
দিয়ে ফকির হওয়ার চেষ্টা কর
মৃত্যুকে উপভোগ করতে বই পড়
লেজ বাকা ও নখ বড় হওয়াকে অন্যায় ভাবো
ক্ষমতাকে মেঘ বানিয়ে বর্ষন কর
কড়া স্বাদের চা’য়ে চুমুক দাও
সবকিছু বাদ দিয়ে, ভালোবাসো!
উৎসর্গে: নিগার কালফা, হকের প্রিয়তমা
৯ই মার্চ ২০১৭
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৪
ওমর মোহাম্মদ ফারুক বলেছেন:
২| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯
ধ্রুবক আলো বলেছেন: সব কিছু বাদ দিয়ে ভালোবাসো, দারুন
বেশ ভালো লাগলো ++
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৫
ওমর মোহাম্মদ ফারুক বলেছেন: সব কিছু বাদ দিয়ে ভালোবাসো!
৩| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সব কিছু বাদ দিয়ে ভালবাসো হ্যা শুধু ভালবাসতে শিখো
সুন্দর হয়েছে। +
০৯ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:১৬
ওমর মোহাম্মদ ফারুক বলেছেন: সার্টিফাইড করার জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১৭
হাতুড়ে লেখক বলেছেন: ভাল।