![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাক না কিছু গল্প "অসমাপ্ত" ... কিছু ভালোবাসা "অপ্রকাশিত"... যা "অপ্রকাশিত", যা "অপূর্ণ" ,তাই তো "বিশুদ্ধতম"... শিশুর বুকে চেপে ধরা মোড়ক না খোলা পুতুলের মতো ... থাকুক না কিছু গল্প......কিছু অনুভুতি......" অব্যক্ত "...
আমি তো কখনই খুব বেশি কিছু চাইনি , সবসময় একটা সাধারন জীবন চেয়েছি । আমার জীবনটা এত জটিল কেন??
কখনই বড় কোনও স্বপ্ন দেখিনি । আমার জীবনটাই এত জটিল কেন??
এত ভীরের মাঝেও আমি একা কেন ??? আমার জীবনটা এমন কেন!!!!
১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০২
উদাস যুবক বলেছেন: ভাই রে সবসময় হাঁসি । সবাই রে হাসাই । কিন্তু আমার মন খারাপ থাকলে কেউ বুঝেনা । আমি বোঝাতেও চাইনা ।
এরকম রসকষহীন পোস্ট এ ভাল লাগা দেয়ার জন্য ধন্যবাদ ।
হাসলাম আপনার সন্মানে ।
২| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১১
গাধা মানব বলেছেন:
১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৩
উদাস যুবক বলেছেন:
৩| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:১৩
চাঁদের অক্ষমতা বলেছেন: লাইফ টা এমনি কষ্ট নিয়ে ভেবে কি করবেন ??
১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৫
উদাস যুবক বলেছেন: সেটাই । জীবনদর্শনটাই পাল্টাবার চেষ্টা করছি । শুধু নিজের জন্য বাঁচব । কোনও আশা আকাঙ্খা রাখব না মনে ।
ধন্যবাদ।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ২:২৫
ভিয়েনাস বলেছেন: যেমন করে স্বপ্ন দেখা হয় তেমন করে কি সব পাওয়া যায় :?? জীবন তো এমনি । যাহা চাইবেন তাহা পাইবেন না ,যাহা পাইবেন তাহা চাইবেন না।
।
শুভ কামনা।
১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৮
উদাস যুবক বলেছেন: যাহা চাই তাহা পাইলেও যেমন করে চাই তেমন করে পাইনা ।
অর্থহীন জীবন ।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৮
বাউন্ডুলে # ২৬৪৫ বলেছেন: আপনার নি:সংগ জীবনে একজন সংগী আসুক অতি শীঘ্রই।ভালবাসায় ভরিয়ে দিক আপনার জীবন।আপনার অপূর্ন স্বপগুলো পূর্ন হোক।---------
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৯
উদাস যুবক বলেছেন: ভাই আমি আসলে নিঃসঙ্গ না । কিন্তু তাকে যেভাবে চাই, মাঝে মাঝে যেন ঠিক সেভাবে পাইনা । কিছু হিসেব মেলাতে পারিনা । তখন মনটা বড্ড খারাপ হয়ে যায় ।
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১১ রাত ১:৪৩
রিফাত হোসেন বলেছেন: আপনি জ্ঞানী মানুষ একটু হেল্পু করেন
Click This Link
৩০ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:৫৬
উদাস যুবক বলেছেন: আমি ভাই একদম সাধারন মানুষ । তবে এই ব্যাপারে একটু হেল্পাইতেও পারি । বাংলাদেশের প্রেক্ষাপটে এন্ড্রয়েড বেস্ট ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১:৫৩
sumon3d বলেছেন: ভাই,আপনের কষ্ট আমি বুঝছি।আপনের এই পোষ্টে কেউ কমেন্ট করব না।কারো ভালোও লাগবো না।তাই প্রথম ভালো লাগাটা আমিই দিলাম।কমেন্টও আমি করলাম।এখন আর মনডা খারাপ কইরা রাইখেন না।দুইপাডি দাত বের কইরা একডা হাসি দ্যান।