![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইবা যাহা চাইয়া লও
করবো নাকো মানা,
বাজেট হইবো ভরপুর
এক পাই ও কম না!
হাজার ফালা,লাখ ফালা
কোটি নিয়া আলাপ
পিছে আবার "পাশ" করি নাই
করো না এমন প্রলাপ!
আমার দিল পুরাই সাদা
নাই যে কোনো কাদা
দেশের জন্যই জীবন আমার
দেশই যে সর্বদা।
বাজেটে তে কমতি হলে
আওয়াজ তুলে জানা
বাজেট নিয়ে ছিনিমিনি
আমি মানবো না।
নিউইয়র্ক দেয়,প্যারিস দেয়
আমিও তাদের লগে,
বলছি সব মন্ত্রীদের
বাজেট সবার আগে।
এরপরও যদি খাইনা,পাইনা !
"ওই বিরোধীর কারসাজি।"
উন্নয়নে কত কি দিলাম !
অকৃতজ্ঞ সব পাজি।
ঘরে ঢোক,ঘরে যা
বলছি তোদের মা,
তাহাজ্জুদে বসছি আমি
কিচ্ছু হবে না।
বলছি কিচ্ছু হবে না।
২| ২৩ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০২০ রাত ২:৪১
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লিখেছেন, এমন করে ক’জনে ভাবতে পারে! আপনার ভাবনা গুলো কে স্যালুট জানাই। ভালো থাকুন সুস্থ থাকুন