![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সততই তুমি রোল মডেল
সোনার বাংলা আমার
তোমার বুকে ঘটে যা নিত্য
দেখে না পৃথিবী আর!
এমপি মন্ত্রী নেমে যায় ক্ষেতে
মাড়িয়ে ধানের সারা,
কাঁচা না পাকা,কে নেয় খবর
কৃষকের বক্ষে পাড়া!
তোমার সন্তান ত্রাণ দিবে বলে
দাবী করে আগে ঘুষ,
এত মানবিক কেমনে তুমি
সহিহ,পবিত্র নির্দোষ!
ঘরেতে আটকে করোনার তরে
ডেকে আনো অবলা মজুর।
ডাক্তার পায়না পিঁপিঁই কাজে
তুমি সেজে ঘরে হুজুর!
তোমার জমিনে রক্ষক পুলিশ
ভক্ষকের দলনেতা,
কসাইয়ের মত ক্লিনিক চালিয়ে
সেবকেরা মহাদেবতা।
আদালতের হুকুম পয়সায় বেচে
কলম চলে ক্ষমতায়,
জনগণ সব ক্ষমতার মালিক,
জনতাকেই দলে যায়।
এমন দেশটি কোথাও খুঁজে
পাবে না কেউ আর
গাল ভরা বুলিতে ফিটফাট
তার
ভিতরে অসীম আঁধার।
২| ৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৫৫
রাজীব নুর বলেছেন: বেশ কবিতা।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৬
নেওয়াজ আলি বলেছেন: সুন্দর ছবি। চমৎকার লিখনী।