![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-সামনের মাসে আমার বিয়ে।
=মানে?
-কথা তো বাংলাতেই বলেছি। না বুঝার কি আছে?
=ও হ্যাঁ! তাইতো। বাংলাতেই বলেছ।
-আমি পালিয়ে আসি তোমার কাছে?
=যে ছেলে এখনও নিজের খরচ নিজে চালাতে হিমশিম খায়,সে তোমাকে নিয়ে কিভাবে থাকবে?
-হুম।
নীরবতা ফোনের এপাশে ওপাশে। মস্তিষ্কের প্রতিটি নিউরন উঠে পড়ে লাগে চিন্তায়। একটা সমাধান পেতে।
-তোমার জন্য একটা গুড নিউজ আছে। এতোক্ষন মজা করছিলাম তোমার সাথে। তোমাকে একটু টেনশনে রেখেছিলাম।
-কই তুমি?
-রিপ্লাই দিচ্ছ না কেন?
-এই যে মিস্টার, কই আপনি? রিপ্লাই দেননা একটা।
-
-
-
-
পরদিন সকালে রাস্তায় একটি মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হয় উঁচু বিল্ডিং থেকে পড়ে থেঁতলে যায় মাথা।
পরিশেষে সমাধান, একটি ভালোবাসার অপমৃত্যু।
বালিকা, ভালোবাসা খুব স্পর্শকাতর। একে নিয়ে মজা করোনা।
©somewhere in net ltd.