![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কনকনে ঠাণ্ডা বাতাস হয়ে তোমাকে ছুঁয়ে যাব,
অথবা খুব শীতের ভোরে তোমার ধূমায়িত চায়ের কাপ হব,
অথবা কুয়াশা মাখা জানালায় তোমার হাতের আঁকিবুঁকি হব,
অথবা আকাশী শাল পরে রোদ পোহাতে যাওয়া তোমার শরীরে মিষ্টি রোদ হয়ে ছুঁয়ে যাব,
অথবা কুয়াশায় ভেজা ঘাস হব, তুমি হেটে যাবে ঘাসে,আমি ছুঁয়ে যাব তোমাকে,
অথবা? অথবা ছাড়াই বালিকা ভালবেসো আমায়।
আমি শিহরিত হই তোমার ভালবাসায়।
©somewhere in net ltd.