![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এইখানে দুটো জিনিস নিয়ে কথা বলব
১. গ্রামীন ফোনের একটা অ্যাড দেখানো হচ্ছে ২.৫ টাকায় আনলিমিটেড ইন্টারনেট। পরে জানা গেল যে ২.৫ টাকায় ৩ MB ইন্টারনেট এবং দেখানো হচ্ছে ইউটিউব ব্যবহার করতেছে।কি আজব দেশ। আমাদের এখন ক্যাবল ইন্টারনেট দরকার। যেটা হবে সীমাহীন, ইন্টারনেট কে যদি উত্পাদনশীল খাতে ব্যবহার করতে চাই ইন্টারনেট এর দাম এত হলে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে না। শুধু মুখে ডিজিটাল বলে যাব বাস্তবে এর প্রতিফলন খুবই সামান্য হবে।
২. কিছুদিন ধরে দেখি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি নির্বাচন নিয়ে অনেক প্রচারণা চলতেছে। অতীতে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কার্যক্রম প্রত্যাশা পূরণে ততটা সফল হয়নি। আশা করি নির্বাচনের পর নতুন কমিটি আমাদের দেশের তথ্য প্রযুক্তির উন্নয়নে অবদান রাখবে। শুধু নির্বাচন করে কাজ শেষ করে পেললে হবে না।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৩
লাইট ভাই বলেছেন: Broadband wired connection with wireless router, perfect solution. GP/BL or qubee/cat এর পা... লাথি।
এলাকার ছেলেদেরও কিছু ইনকাম হবে।
তবে রাস্তায় ব্যবহারের জন্য অল্প পয়সার নেট কিনে রাখলে পারেন।