নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারণ মানুষের সাধারণ ভাবনাগুলোই একটু অন্যভাবে ভাবতে ভালোবাসি।

আমি ফিরোজ

একজন অতি সাধারণ মানুষ

আমি ফিরোজ › বিস্তারিত পোস্টঃ

মানুষ চলচ্চিত্র বানায়, চলচ্চিত্র মানুষ বানায় না।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৩:৪৩

চলচ্চিত্র কখনো মানুষকে বদলায় না। কারন মানুষ চলচ্চিত্র বানায়, চলচ্চিত্র মানুষ বানায় না। তাহলে আত্মহত্যা বিরোধী মেসেজ নিয়ে নির্মিত ছবি ছিচোরের নায়ক সুশান্ত আত্মহত্যা করতেন না। যে চলচ্চিত্র এর মূল চরত্রের দৃষ্টভঙ্গি বদলায় না সেটা দর্শকদের কতটা সচেতন করবে সেই প্রশ্ন রাখাই যায়।

অনেকেই বলেন নাটক সমাজের দর্পন। এটাও ঠিক না। নাট্যকারের দৃষ্টিতে সমাজ যেমন তিনি নাটকে তেমন করেই তুলে ধরেন। দর্শকও সেখান থেকে নিজের পছন্দের বিনোদনটুকু নিয়ে নেন। তাইতো বেড সিন এলে কেউ ফরোয়ার্ড করেন কেউ রিওয়াইন্ড করে বারবার দেখেন। অতএব ওয়েব সিরিজ দেখে সমাজ গোল্লায় যাবে আর বড় ছেলে দেখলে সবাই দ্বায়িত্ববান হবে ভাবলে ভুল করবো আমরা। চলচ্চিত্র নির্মাণকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দেশেও অহরহ ধর্ষন হয়। আবার পর্ণগ্রাফি বৈধ এমন দেশ বিশ্বে সবচেয়ে কম ধর্ষণপ্রবন দেশের তালিকার উপরের দিকেই আছে।

আসলে সমাজ নিয়ন্ত্রণে দরকার কঠোর আইনের শাসন। সেটাতেই মননিবেশ করা ভালো, চলচ্চিত্র নিয়ন্ত্রণে নয়। কারন দেশের নির্মাতাদের থামালেও মুক্ত আকাশে উড়ে আসা গায়তোন্ডেরা ঠিকই ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। নেটফ্লিক্স বছরে ২০০ কোটি টাকা কি দেখিয়ে নিয়ে যাচ্ছে ভেবেছেন কখনো? এগুলো বন্ধ করার বিষয়ে মুখ খুলুন আগে।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৩

মোহাম্মদ গোফরান বলেছেন: যারা একটু আবেগী তাদের উপর চলচ্চিত্র প্রভাব ফেলে।

২৫ শে জুন, ২০২০ দুপুর ১:০১

আমি ফিরোজ বলেছেন: আপনার মতামতকে সম্মান জানাচ্ছি। ব্যক্তি পর্যায়ে কিছু প্রভাব ফেললেও মোটা দাগে হয়তো তেমন কাজ করেনা।

২| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: নাটক সিনেমা দিয়ে তো আর জীবন চলে না। এগুলো মানুষের বিনোদনের জন্য। মানুষের বিনোদনের দরকার আছে।

২৫ শে জুন, ২০২০ দুপুর ১:০৯

আমি ফিরোজ বলেছেন: সেটাই বিনদোনকে এত সিরিয়াস নেয়ার কিছু নাই।

৩| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৩১

অনল চৌধুরী বলেছেন: Click This Link

৪| ২৪ শে জুন, ২০২০ রাত ৮:৪০

Alamin12 বলেছেন: ইসলাম এগুলা সমরথন করে না

৫| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:২০

পদ্মপুকুর বলেছেন: লেখার বক্তব্য পরিস্কার ও শক্তিশালী। যদিও আমি আপনার মতর বিপক্ষে অবস্থান করছি।

২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৯

আমি ফিরোজ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ। দ্বিমত পোষণেই জ্ঞানের বিকাশ লাভ হয়। ভুল থাকলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।

৬| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৪:১৩

ডি মুন বলেছেন: নেটফ্লিক্স বছরে ২০০ কোটি টাকা নিয়ে যাচ্ছে - কথা সত্য। কিন্তু তারা যা দেখিয়ে নিয়ে যাচ্ছে, তা দেখা জরুরী বৈ কি। দর্শক নিজের রুচি অনুযায়ী মুভি বা সিরিজ পছন্দ করে। এখন আপনি কি দেখবেন সেটা আপনার স্বাধীনতা।

বাংলাদেশে যে মানের নাটক ও চলচ্চিত্র এখন তৈরি হয়, সে সম্বন্ধে আপনার কি মত? আপনার কি মনে হয় দেশে ভালো কন্টেন্ট তৈরি হলে মানুষ নেটফ্লিক্সকে এতো টাকা দিত? শুধুমাত্র বছরে দুইটা ভালো ছবি দিয়ে কোনো ইন্ডাস্ট্রি চলতে পারে না।

আমি নেটফ্লিক্স ব্যবহার করছি মার্চ থেকে। অর্থাৎ, করোনাকালীন ছুটি শুরু হওয়ার সময় থেকে। এর মধ্যে অনেক অনন্য মুভি, টিভি সিরিজ, ডকুমেন্টারি দেখেছি - যেগুলো নেটফ্লিক্স না থাকলে দেখা সম্ভব হতো না। স্প্যানিশ, ইংলিশ কিছু ওয়েব সিরিজে দেখলাম গল্প বলার ধরণ কতটা দুর্দান্ত হতে পারে। মুভি মেকিং, স্ক্রিন-প্লে, আর অভিনয়কে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে এমন মুভি/সিরিজের উদাহরণ ভরি ভরি নেটফ্লিক্সে। সেখানে আমরা কি প্রডিউস করছি??? আঁতেল ইয়ো ইয়ো নাটক আর সিনেমা দেখে দর্শক পয়সা দেবে - এমনটা আশা করা বোকামি।

চলচ্চিত্র কখনো মানুষ বদলায় না - কথাটাও ঠিক না। চলচ্চিত্র মানুষের মনোজগতে পরিবর্তন (পজিটিভ/নেগেটিভ) আনতে পারে। শুধুমাত্র সুশান্ত'র কেস দিয়ে জেনেরালাইজড একটা ডিসিশনে আসা সম্ভব নয়।

ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.