![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ অনেক দিন আগে সৈয়দপুর বিমানবন্দরে অপেক্ষা করছি ঢাকা ফিরবো বলে।পাশের আসনে এক বৃদ্ধ ধপাস করে বসলেন। পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। আমি গান শুনছিলাম। উনার ঠোঁটের নড়াচড়া দেখে বুঝলাম আমাকে কিছু বলছেন। কান থেকে হেডফোন সরিয়ে উনার কথা শোনার চেষ্টা করলাম। প্রথমটুকু শুনিনি বুঝতে পেরে উনি আবার শুরু থেকেই বললেন। জানতে চাইলেন যে বিমানে ভাত খেতে দেবে কিনা। আমি বললাম, চাচা এটা সল্প দুরত্বের ফ্লাইটতো এখানে শুধু বিস্কুট জাতীয় কিছু একটা দেবে। আপনি কি ঢাকা যাবেন? জিজ্ঞেস করতেই উত্তর দিলেন, "না বাবা। আমার ছেলে ঢাকায় যাবে। বিমানের টিকেটের টাকা দিতে চাইনি বলে দুপুরে ভাত খায়নি।" বললাম, এখন তো বিমানেই যাচ্ছে তো ভাত খায়নি কেন? চাচা বললেন, "এখন খাইতে গেলে নাকি বিমান মিস করবে। তাই না খেয়েই চলে আসলো।
আমি দুর থেকে ছেলেটিকে দেখলাম। লম্বা হ্যাংলাপাতলা একটি ছেলে। কাউন্টারে দাঁড়িয়ে কথা বলছিল। চাচাকে জিজ্ঞেস করে জানতে পারলাম ছেলেটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। পড়ার বিষয় জেনে একটু অবাক হলাম যে এই সাবজেক্টও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হয়? স্থানীয় সরকারি কিংবা রংপুর কারমাইকেল কলেজইতো ভাল ছিল। আজকাল এমন অনেক ছেলেপেলে দেখি স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পড়া যায় এমন সব সাবজেক্ট পড়তে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা টিউশন ফি গুনছে। মাস কয়েক আগে আমাদের এলাকার এক ছেলে পরিবারের অবস্থা ভাল নয় একটা চাকরি লাগবে এই অনুরোধে ফোন করেছিল। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স করেছে জেনে অবাকই হলাম। একাধারে বলছে পারিবারিক অবস্থা ভাল নয় অন্যদিকে বাংলা পড়তে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। অথচ আমাদের টাংগাইলের সা'দত বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের দুইজন শিক্ষককে চিনি যারা খুব উচ্চমানের। অন্তত ওই ছেলে যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে সেখানে ওই মানের বাংলার শিক্ষক একজনও নেই। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াটা কি ফ্যাশন হয়ে গেল? বাবার সামর্থ্য আর নিজের ভবিষ্যত না ভেবে কোন রকম একটি বিষয় নিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াটাই বোধহয় আজকাল কারো কারো কাছে আভিজাত্য। পছন্দের বিষয় আর সেশন জটের ভয়ে যারা পড়ছে তাদের কথা আলাদা। তবে প্রথম সাড়ির ১৪/১৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলোর অবস্থা খুব একটা আশাব্যঞ্জক নয়। ভাল শিক্ষকতো দুরের কথা পর্যাপ্ত ক্লাসরুমই নেই।
যাই হোক কৌতুহলবশে মুরুব্বিকে জিজ্ঞেস করলাম, আপনার বুঝি বেশ টাকাপয়সা আছে? উনি বললেন না বাবা। আমার বড় ছেলে কুয়েতে থাকে। সেই ওর পড়ার খরচ আর আমাদের সংসার চালায়। বললাম কুয়েতে কি করেন উনি। চাচা বললেন, আমাদের এলাকার একজনের দোকানে কাজ করে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে চাচার কাছ থেকে বিদায় নিয়ে ডিপার্চার গেটের দিকে এগুলাম। মনে মনে সেই কুয়েতপ্রবাসী ভাইটির জন্য কষ্টই হচ্ছিল। ঘর্মাক্ত বাবা কিংবা বড় ভাইয়ের কষ্ট না বুঝে বিলাসীতা করা এই অনুজের জন্য শংকা হচ্ছিল, এই বিমান যাত্রা কতদিন চলবে এই ভেবে। লেখাপড়াটা নাহয় কোন ছোটখাটো কলেজেই হত কিন্তু বিবেকটা বড় হলে সমস্যা কোথায় ছিল?
২| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: দুই বার কপি হয়েছে। সংশোধন করে দিয়েন। গুরুত্বপূর্ণ একটা সামাজিক সমস্যা নিয়ে আলাপ করেছেন। আমার কাছে এটাকে সামাজিক সমস্যা বলেই মনে হচ্ছে। কারণ এই ছেলের মত আমাদের সমাজে এরকম ঘটনা আরও ঘটছে ও সংক্রমিত হচ্ছে। ধন্যবাদ।
৩| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:১৯
বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতক্ষণ পিতা মারা না যায়, অথবা নিজে পিতা না হয় অনেক ছেলেই বুঝতে পারে না পিতার ত্যাগ...
৪| ২৫ শে জুন, ২০২০ সকাল ১১:২৭
মোঃ খুরশীদ আলম বলেছেন: সময়মতো বিবেক জাগ্রত হলে আমাদেরকে আজকে এই দুর্বিসহ দুনীয়াটা দেখতে হতো না।
৫| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৩২
পদ্মপুকুর বলেছেন: সমাজের সবাই যখন বুঝে না বুঝে উর্ব্ধগতিতে ছুটতে থাকে তখন অন্যরাও সেদিকে ছুটতে চাইবে, এটাই স্বাভাবিক। এই ইদুর দৌঁড়ে বিবেকের কোনো যায়গা নেই, সে শিক্ষা দেয় না এখনকার সমাজব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা। সুন্দর লেখা, তবে দুবার এসেছে। নিচের অংশ মুছে দিন।
৬| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১২:৫৭
আমি ফিরোজ বলেছেন: দুইবার কপি সংক্রান্ত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। কষ্ট করে পড়েছেন এবং কমেন্ট করেছেন বলে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।
৭| ২৫ শে জুন, ২০২০ দুপুর ১:৩৩
শেরজা তপন বলেছেন: সহমত- তার কুয়েত প্রবাসী ছেলেটার জন্য আমারও কষ্ট লাগছে। যৌবনটা অকাতরে বিলিয়ে কয়েক বছর হাড়ভাঙা খাটুনী শেষে দেশে ফিরে দেখবে কিছুই নেই! আর এই মানসিকতার ছোট ভাই তাকে যে দেখবে তেমন মনে হয় না
৮| ২৫ শে জুন, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: মধ্যপ্রাচ্যের প্রবাসীরা পরিবারের জন্য অনেক কষ্ট করেন।
৯| ২৫ শে জুন, ২০২০ বিকাল ৩:২২
নেওয়াজ আলি বলেছেন: চরম বাস্তবতার যথার্থ প্রকাশ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০২০ সকাল ১১:০৬
বিষন্ন পথিক বলেছেন: লেখাটি দুইবার এসেছে