নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অ আ ক খ

জীবনের এত গভীরে প্রবেশ করে কি লাভ, জীবনটা হউক হুমায়ুন আহমেদের সাহিত্যের মত !

দর্পন

বলার তেমন কিছুই নেই , একটা সাধারণ মানুষ www.fb.com/hokkota

দর্পন › বিস্তারিত পোস্টঃ

আমার পড়া সেরা দুইটি প্রবন্ধ

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৭

আমি যখন কিশোর থেকে যৌবনে উপনীত হয়েছি, সেই মধ্যবর্তী সময়ে পত্রিকার সীমান্তের খবর নিয়ে আমার ভিতরে কোন হীনমন্যতা গড়ে উঠেনি, কারণ আমি তখন পত্রিকায় দেখতাম সীমান্তে বিডিআর-বিএসএফের গোলোগুলির সংবাদ এবং পড়তাম বিএসএফর সকল অন্যায় আচরণের জবাব আমাদের বিডিআর বুলিটের মাধ্যমে প্রতিহত করতেছে ।





একটা জাতির জন্য আত্নবিশ্বাস অনেক বড় জিনিস আর সেটা তার প্রত্যেক নাগরিককে বহন করতে হয়, আর কোন কারণে যদি তারা কোন শক্তির আগ্রাসি তৎপরতায় হীনমন্যতায় ভোগে তাহলে তারা পিছিয়ে যায় । তারা আত্নসমর্পণ করতে বাধ্য হয়, তারা এক সময় সেই আগ্রাসী রাষ্ট্রের চোখে পৃথিবী দেখতে শুরু আর নিজের চোখকে অবিশ্বাস করতে শুরু করে ।



-আমার এই জীবনে পঠিত সেরা দুইটা প্রবন্ধ । যা আমাদের পাঠ্য পুস্তকে নেই ।





১। আত্নবিশ্বাস ও জাতীয় প্রতিষ্ঠা - লেখক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী (১৮৮০-১৯৩১)



২। জাতির উত্থান - ১৮৯৭ - ১৯৩৬ লেখক ডাঃ লুৎফর রহমান (১৮৯৭ - ১৯৩৬)



এই প্রবন্ধ গুলো পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত হলে ও কি হয়, এরা তো সবাই বিশুদ্ধ মুক্তবুদ্ধি চর্চাকারি এবং বাংলা সাহিত্যে যে সকল মুসলমান মুক্তবুদ্ধি চর্চার সূচনা করেছেন তারা তাদের অন্যতম দুইজন লেখক , এদের দুই জনকেই বিট্রিশ বিরোধী লেখনির জন্য দীর্ঘ মেয়াদে কারাবরণ করতে হয় ।



জাফর ইকবাল ও হুমায়ুন সাহিত্য এই জেনারেশনকে লুতলতে করে তুলে,জাফর ইকবাল রাজকারদের ঘৃণা করতে শিখিয়েছেন এইটা অনেক বড় একটি বিষয়, আমি ওনার রাজনৈতিক চুতিয়ামীর কথাকে আমলে না নেই একথা বললাম এছাড়া তাদের সাহিত্য ব্যক্তিগত আত্ন-সম্মানবোধও জাগিয়ে তোলে কিন্তু তা হতে জাতীয় বা উন্নত জাতি গঠনের কোন দিকনির্দেশনার স্পৃহা গড়ে ওঠে না ।





এই জাতির উথানের জন্য উপোরোক্ত দুইজন লেখকে, পরিচিত করে তোলা আবশ্যক ।



#জাতিরউথান



ইচ্ছাকরলে সংগ্রহ করে পড়তে পারেন



১। ডা. লুৎফর রহমান রচনাসমগ্র- http://www.rokomari.com/book/9054



২। ইসমাইল হোসেন সিরাজী রচনাবলী- http://www.rokomari.com/book/19027



কেউ আবার মনেকরিও না, রকমারির বিজ্ঞাপন দিতেছি :P



পূর্বে আমার এফ,বি আইডি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর অনুভুতি
পোস্ট স্টিকি হওয়ার উপযোগী
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.