![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ স্বপ্ন দেখে,জীবনকে গড়ে তোলতে চায় নিজের মতন করে।ঠিক এমন কিছু স্বপ্ন নিয়েই শুরু করছিলাম জীবনটা।কিন্ত ওই যে স্বপ্ন আর সাধ্যের মধ্যে যে ফারাক তা কমাতে পারি নি।বন্ধু-বৎসল আমি এখনো নিজের মনের মতো বন্ধু পাই নি।আবেগকে দমাতে পারি না, তাই কারো স্বার্থপরতা আমার কাছে অসহ্য লাগে!!তাই যখনি অনেক কষ্ট পাই,নিয়ে বসি নিজের লিখার খাতাটা।মনের সবটুকু দুঃখ উজার করে দেই তাতে।খুব মন খারাপ হলে কখনোই কাওকে পাই না,তাই হাটতে থাকি একা একা প্রিয় হলের ব্যালকনিতে।নিজের দেশ এর জন্য কিছু করার স্পৃহা আছে সবসময়।অলস সময়গুলো কাটে গান শুনে অথবা সিনেমা দেখে।আর জীবনের লক্ষ্য ,
...ভারত সাহায্য না করলে দেশ স্বাধীন হত কিনা এই প্রশ্নে ফেসবুক সমাজ বিভাজিত। এক দল মনে করে, সাহায্য না করলেও ২ বছর লাগলেও দেশ স্বাধীন হত, অর্থাৎ তারা স্বীকার করে নিচ্ছেন যে ভারত সাহায্য করেছিল। আরেক দলের মতামত, দেশের ৮৫% মুক্তিসেনাদের দখলে আসার পর ভারতীয় সেনা আসা এটা কোন সাহায্যই না..
এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি-
১. ভারত অস্ত্র বা ট্রেইনিং ব্যাবস্থা না করলে আকাশ থেকে অস্ত্র এবং গেরিলা যুদ্ধের সহজ পাঠ এর বই নেমে চলে আসত। অথবা পাকিস্তান আর্মি নিজেরাই আমাদের অস্ত্র আর ট্রেনিং দিয়ে প্রস্তুত করত।(এটা প্রথম মতানুসারে)
দ্বিতী...য় মতানুসারে, অস্ত্র এবং ট্রেনিং দেয়াটা কোন সাহায্যই না।
২. ১ কোটি শরনার্থীর জন্য ইয়াহিয়া খান কাংগালী ভোগের ব্যাবস্থা করতেন যাতে দুর্ভিক্ষ না লাগে।
অথবা, ঐ ১কোটি শরনার্থীর অন্ন সংস্থান করা ভারতের মহান কর্তব্য ছিল, কিংবা ঐ ১ কোটি মানুষ ৯ মাস না খেয়ে বিশ্ব রেকর্ড করেছে।
৩. বাংলাদেশ সরকার বংগভবনে থেকে কাজ করত।
কিংবা, প্রবাসী সরকার ভারতে থেকে কাজ করেনি, ফেসবুকে কোশ্চেন এন্সার খেলছে।
৪. আন্তর্জাতিক সমর্থন ওহি নাজিলের মত আমাদের কাছে প্রেরন হত, ইন্দিরা গান্ধী শুধু শুধুই ছুটা ছুটি করছেন।
৫. বংগবন্ধুকে ওরা লাল গালিচা সম্বর্ধনা দিয়ে হাতে পায়ে মাফ চেয়ে ফেরত দিয়ে যেত।
ইস, এরা যে কেন ৪০ বছর আগে জন্ম নেয় নাই, তাইলে একা একাই দেশটা স্বাধীন হয়ে যেত। এবং একমাত্র দেশ হিসেবে গর্ব করতে পারত একা স্বাধীন হবার। ব্রিটেনের এর সাহায্য ছাড়া বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ড, কেউই স্বাধীন হয় নাই। ভিয়েতনামের স্বাধীনতায় চীন ব্যাপক সাহায্য দেয়। আর প্রতিবেশীর কার্যকর সাহায্যের অভাবে স্বাধীন হতে পারছে না ফিলিস্তিন। এই সবের মাঝে একা বাংলাদেশই বলতে পারত, " আমরা একা একা স্বাধীন হয়েছি "
কি মিস টাই না হয়ে গেল এই সব ক্ষণজন্মারা ৪০ বছর আগে জন্ম না নেয়ায় !!!
মন্তব্য ঃ
১) চ্রম চপেটাঘাত দাদা
আমি ঐটার কোনো উত্তরই দেইনি। এইটা কিভাবে একটা প্রশ্ন হতে পারে? প্রশ্নটার ধরণ অনেকটা এইরকম?
* আপনার কি মনে হয়, আপনার বাবা কিছু না করলেও কি আপনার জন্ম হতো?
...
- হতো, তবে ২ বছর পরে হলেও হতো !
হা হা হা !
২) ইসব প্রশ্নের উত্তরদাতারা কিছু থাকে যারা কিছু না বুঝেই নিজেদের জেদ মেটায় আর কিছু থাকে যারা আসলে জীবনেও সত্য কোনটা সেটা জানে না বা জানলেও শিক্ষা পায়নি সত্যকে সত্য বলে মেনে নেয়ার । আমি নিজে এই প্রশ্নটা দেখেছি কিন্তু কিছুই বলি নি । তোমার লিখায়... জানতে পারলাম আরো কিছু তথ্য । আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা নন্দলাল এর মতো চরিত্রের । ঘরে বসে দূনিয়া বদলে দিতে পারি কিন্তু সত্যিকার কর্মক্ষেত্রে আমরা নিজেদের গা বাঁচিয়ে চলতে ভালোবাসি । আর এইসব প্রশ্নের উত্তর হওয়া উচিত "মাগুর মাছ"
৩) যারা দাবী করতেছে সাহায্য না করলেও ২ বছরে হইলেও স্বাধীনতা আসতই, তারা না হয় বুঝলাম গাড়ল...যারা দাবী করছে ৮৫ শতাংশ মুক্তিসেনার দখলে আসার পর সেনা পাঠানো কোন সাহায্যই না, সেগুলারে মিউজিয়ামে রাখা উচিৎ, মানুষ টিকেট কেটে দেখতে যাবে।
btw, fb q&a doesnt worth reply, almost none.
৪) Humm, tar mane sob India e korese. Amader kosto kore muktijuddho na korleo hoto ... India e desh shadhin kore dito ... ora jokhon eto tuku korese, eituk er kenoi ba korto na.
৫) ধরি ভারত দু বেলা খাওয়াইতো শরনার্থীদের। ধরি এক টাকার ভয়াবহ কোনো পচা গলা খাবারই দিতো, ধরি, সবচেয়ে খারাপ ব্যাপার গুলোই ধরি ! তবুও তো, প্রতি দিন শরনার্থীদের পিছে খরচ ছিলো ২ কোটি টাকা ! এই টাকা কি পাকিস্তানের ভুট্ট সাহেব লুঙ্গীর গিঠুতে করে নিয়ে আসতো ?
৬) Inida er amader sarthe amader help korese na nijeder sarthe? okarone oder pa chatar mane ki. sartho sara kono deshe er ek desh ke help kore na. buja uchit. muktijuddher soimoy naki jara eto sahajjo korese, tader theke kana korio ekhon pawa jay na keno?
৭) তা যা বলেছিস রে ভাই... ওরা যেহেতু স্বার্থের জন্য স্বাধীনতায় সাহায্য করেছে, তাই ওটা সাহায্যই না। একেবারে অকাট্য যুক্তি।
৭) ভারত এর সাহায্য না পেলে স্বাধীনতা আসতে অনেক বেশি কষ্ট হত, কিন্তু ভারত না থাকলে বাংলাদেশ স্বাধীন হত না এইটা ভাবা একজন বাংলাদেশি হিসাবে মনে হয় আমাদের উচিৎ না।......
আর ভারত স্বাধীন বাংলাদেশ উপহার দেয়ার জন্য এত কিছু করসে তা আমাকে মাইরা ফেললেও আমি বিশ্বাস করি না.........দুই বর্ডার ঘেঁষে দুইটা পাকিস্তান থাকাটা ভারতের জন্য কখনই স্বস্তির বেপার ছিলোনা।
৮)
সেটাই বাংলাদেশি হিসেবে আমাদের আসলেই মনে করা উচিৎ না যে ভারত ছাড়া আমরা স্বাধীন হতে পারতাম না...তবেই না আমরা একমাত্র জাতি হতে পারতাম, যারা একা স্বাধীন হল। দাদারা ষড়যন্ত্রে করে সেই গৌরব ছিনায় নিয়ে গেল, তাই না ???
৯) Thanks bondhu . Ora help korese eita ami mani, kintu amader jonno na, nijeder jonno. Dukker bapar holo, BD tei kisu lok ase , jara BSF manush hotta korle bole, ora simanter kase gelo keno? Accha, Indian BSF jokhon etoi strict, tokhon 71 e b...order khule diyesilo keno? Being a human, I don't like to be used. Ami only tokhoni mone korte pari India Bangladesh ke help koresilo , jokhon India Bangladesh ke thik tototukui sar dibe, joto tuku sar ekhon Bangladeshi dey. Otherwise, I will think it was just an attempt to divide a powerful nation to weak that nation and grab the market of the new nation. The new nation would be born soon or later for cultural difference, domination, language difference and its brave people. So, its was profitable to invest after the division.
১০ ) আমারে একটূ সময় পাইলে বুঝায় দিস তো, উত্তর আয়ারল্যান্ড, কাতালান, প্যালেস্টাইন, এরা কেন স্বাধীনতা পাচ্ছে না??
১১) Palestine e ra to nijerai bivokto hamas er Fatah niye? ekta bivokto jati kivabe desh shadhin korbe? Bangali jati ki 71 e bivokto silo? Bongobondhu ki janten juddho hole India agay asbe? Naki bangalir upor sasosh kore judder dak diyesilen? B...angali ki Indiar er help er ashay opekkha koresilo, naki nijer sahosh niye juddho start koresilo? Konta? Palestime ki Iran, Seria theke sahajjo pai na? Tarpor o pare na keno? USA to Bangladesh er against ei silo 71 e.
১২) Allah totokhon porjonto kono jatir vaggo poriborton koren na jotokhon porjonto tara nijera chesta na kore.
১৩) অনেক জ্ঞান পাইলাম বন্ধু। তুমিও এক ক্ষনজন্মা।
১৪) Nahe bondhu ... ami to ekhono ottonto vodro o marjito vabe criticize o korte sikhlam na ..... Best wishes for you!
১৫ ) e emon ek jati jar shamne kono itihash nai, ekhane hasina koileo itihash, nijami koileo itihash, shudhu shudhu boila facebook er 'trp' baraye ki lav bol.... khov gula nijeder moddhei rakhi... juktibadi shomaj bohudur....
১৬) আজকে সিয়েরা লিওন তাদের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিয়েছে। কারণ, তাদের স্বাধীনতায় বাংলাদেশ আর্মির ব্যাপক অবদান। তখন আমরা গর্ব করি যে, দেখো আমাদের কতো অবদান। আমাদের স্বীকৃতি তো দিতেই হতো। অথচ, আমাদের নিজেদের কৃতজ্ঞতা স্বীকারে অসুবিধা। জাতিগতভাবে আমরা অকৃতজ্ঞ। নতুন কিছু না। (বোল্ড অক্ষরে নতুন যা তা দেয়া হলো )
আমার কিছু কথা :::::::::::::::::::
এখানে লিখা কথাগুলি আমার ফেসবুকের কোন এক বন্ধুর স্ট্যাটাস এবং সেখানকার মন্তব্যগুলো । এই লিখা বা মন্তব্য নিয়ে আমি জানি অনেকের দ্বিমত থাকতে পারে । আমার প্রশ্ন আমরা নিজেদের কেন একজন বাংলাদেশি হিসেবে তুলে না ধরে ভারতপ্রেমী বা পাকিস্থানপ্রেমী হিসেবে গড়ে তুলব ?? আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা হয় ভারতকে ভালোবাসি বা পাকিস্থানকে ভালোবাসি । কিন্তু কেনো ?? নিজেদের দেশকে সবচেয়ে ভালোবেসে আমরা কেনো আগাতে পারি না । অন্যদের স্বার্থ বা যেকোন কারণেই হোক আমরা যদি কোন দেশ থেকে সাহায্য পেয়ে থাকি তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ । কিন্তু তাই বলে তাদের গোলাম হওয়া বা তাদেরকে ঘৃণা করা কোনটাই আমাদের উচিত হবে না ।
আপনারা আপনাদের কোন মন্তব্য থাকলে দিতে পারেন কিন্তু দয়া করে কাউকে ব্যক্তিগত আক্রমন করে কিছু বলবেন না বা কোন অশ্লীল মন্তব্য করবেন না ।
২১ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৫৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনার কথাগুলো অবশ্যই যুক্তিসংগত । কিন্তু সত্যিকার অর্থে আমি বলতে চাইছি আমরা কেনো ভারত বা পাকিস্থানকে নিয়ে এতো মাতামাতি করবো ??? আমরা আমাদের দেশের বর্তমান ভালো কিছুর সাথে যুক্ত থাকবো । সীমান্তে একের পর এক হত্যা আমাদের কষ্ট দেয় , ভারতের বানিজ্যনীতি আমাদের ধ্বংস করে , তাদের আগ্রাসন আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে যায় । তারা অবশ্যই নিজেদের স্বার্থের জন্য সব করেছে এবং এখন আমাদের সাথে খুব খারাপ কাজ করছে । আপনার কথার সাথে সহমত
২| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৪৪
নষ্ট ছেলে বলেছেন:
ভারতের সাহায্য না পেলে কি আমরা স্বাধীনতা পেতাম? কি মনে করেন?
অবশ্যই পেতাম!! ৯ মাসে না হয়ে ২ বছর লাগতো, কিন্তু ঠিকই পেতাম! (১৫৫৯ ভোট)
দেশের ৮৫% মুক্তিসেনারদের দখলে যাওয়ার পর ভারতীও আর্মির আসাকে সাহায্য বলেন? (৭৩৬ ভোট)
নাহ! ভারতের সাহায্য অতুলনীয়! তাদের ছাড়া স্বাধীনতা পাওয়া সম্ভব হত না! (১৬২ ভোট)
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: এই পরিসংখ্যানের গুরুত্ব কতটুকু ??? আমি জানি না তবে সত্যি আমাদের জানা দরকার আমরা কিভাবে ব্যাপারটা দেখি ।
৩| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:০৪
এইতোআমি০০৭ বলেছেন: ভাবুন দেখুন যে ৭ টা চুক্তির বিনিময়ে মিসেস গান্ধী এদেশের মুক্তিযুদ্ধে মিত্র বাহিনী হিসেবে সৈন্য দিয়েছিল=নমুনা +বন্ধুত্ব
আমাদের ভুলে গেলে চলবে না যে ৭ টা চুক্তির বিনিময়ে মিসেস গান্ধী এদেশের মুক্তি যুদ্ধে মিত্র বাহিনী হিসেবে সৈন্য দিয়েছিলেন- দেখুন এবং পরবর্তী চুক্তির জন্য ভাবুন কত উপকার না তারা করে ছিল ???
ভারত আমাদের সাথে কোন পজিটিভ চুক্তি করতে পারে না। তাদেরকে আমরা বিশ্বাস করি না ...। কারণ দেখুন যে ৭ টা চুক্তির বিনিময়ে মিসেস গান্ধী এদেশের মুক্তি যুদ্ধে মিত্র বাহিনী হিসেবে সৈন্য দিয়েছিলেন- .........
১। ভারতীয় সমরবিদদের তত্ত্বাবধানে বাংলাদেশে আধা সামরিক বাহিনী গঠন করা হইবে। গুরুত্বের দিক হইতে এবং অস্ত্রশস্ত্রে ও সংখ্যায় এই বাহিনী বাংলাদেশের মূল সামরিক বাহিনী হইতে বড় ও তাৎপর্যপূর্ণ হইবে। (পরবর্তীকালে এই চুক্তির আলোকে রক্ষী বাহিনী গড়া হয়)........।
২। ভারত হইতে সমরোপকরণ অস্ত্রশস্ত্র ক্রয় করিতে হইবে এবং ভারতীয় সমরবিদদের পরামর্শানুযায়ী তাহা করিতে হইবে........।
৩। ভারতীয় পরামর্শেই বাংলাদেশের বহিঃবাণিজ্য কর্মসূচী নির্ধারণ করিতে হইবে....।
৪। বাংলাদেশের বাৎসরিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারতীয় পরিকল্পনার সহিত সামঞ্জস্যপূর্ণ হইতে হইবে.....।
৫। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতীয় পররাষ্ট্রনীতির অনুরূপ হইতে হইবে.......।
৬। ভারত-বাংলাদেশ চুক্তিগুলি ভারতীয় সম্মতি ব্যতীত বাতিল করা যাইবে না.....।
৭।ডিসেম্বর পাক-ভারত যুদ্ধের পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ভারত যে কোন সময় যে কান সংখ্যায় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করিতে পারিবএ.........।
স্বাধীনতার পরে শেখ মুজিবকে যখন ইন্দিরা গান্ধী এই চুক্তিগুলো তার সামনে তুলে ধরলেন, তখন তিনি তা মানেন নাই ......।। উল্টো তিনি ও আই সি সম্মেলনে ভাষন দেন- " আমাকে কেউ ভয় দেখাবেন না, আমারা বাংলাদেশ কারো দয়ার দান না, আমার দেশের মানুষ বুকের রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে, তা অন্য কারো গোলামী করার জন্য নয়। এ দেশ পৃথিবীর ২য় বৃহত্তম মুসলিম দেশ, এ পরিচয়েই বাচবে।"
এর পর শেখ মুজিব খুন হলেন। বোদ্ধারা বলেন ঐ গোলামী চুক্তি (মুজিব নগর সরকার স্বাক্ষরিত) সুতরাং সরকারকে উপরের বেদবাক্যগুলো স্মরণ করিয়ে বলতে চাই, ভারতকে বিশ্বাস করা কঠিন । যা করবেন, মেধা , মগজ খাটিয়ে করবেন। নয়তো বিপাকে পড়বে .........।।
বহুল আলোচিত ২৫ বছর মেয়াদী ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তিটি নিম্নরুপ,
(i) The contracting parties solemnly declare that there shall be lasting peace and friendship between the two countries and each side shall respect the independence, sovereignty and territorial integrity of the other and refrain from interfering in the internal affairs of the other side;
(ii) The contracting parties condemn colonialism and racialism of all forms, and reaffirm their determination to strive for their final and complete elimination;
(iii) The contracting parties reaffirm their faith in the policy of non-alignment and peaceful co-existence as important factors for easing tension in the world, maintaining international peace and security and strengthening national sovereignty and independence;
(iv) The contracting parties shall maintain regular contacts and exchange views with each other on major international problems affecting the interest of both the states;
(v) The contracting parties shall continue to strengthen and widen their mutually advantageous and all round cooperation in the economic, scientific and technical fields, and shall develop mutual cooperation in the fields of trade, transport and communication on the basis of the principles of equality and mutual benefit;
(vi) The contracting parties agree to make joint studies and take joint action in the field of flood control, river basin development and development of hydro-electric power and irrigation;
(vii) Both the parties shall promote relations in the field of arts, literature, education, culture, sports and health;
(viii) In accordance with the ties of friendship existing between the two countries, each of the contracting parties solemnly declare that it shall not enter into or participate in any military alliance directed against the other party. Each of the parties shall refrain from any aggression against the other party and shall not allow the use of its territory for committing any act that may cause military damage to or continue to threat to the security of the other contracting parties;
(ix) Each of the contracting parties shall refrain from giving any assistance to any third party taking part in an armed conflict against the other party. In case if either party is attacked or threatened to attack, the contracting parties shall immediately enter into mutual consultations in order to take necessary measures to eliminate the threat and thus ensure the peace and security of their countries;
(x) Each of the parties solemnly declare that it shall not undertake any commitment, secret or open, towards one or more states which may be incompatible with the present treaty;
(xi) The present treaty is signed for a term of twenty-five years, and shall be renewed by mutual agreement;
(xii) Any differences interpreting any Article of the treaty shall be settled on a bilateral basis by peaceful means in a spirit of mutual respect and understanding.
Source:
*বাংলাদেশঃ মারাত্বক অপপ্রচারণা, ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের শিকার, পৃষ্ঠা ১২৪-১২৬ লেখক এম টি হোসেন, আল হিলাল পাবলিশর্স, কেন্ট, যুক্তরাজ্য।
*দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা, পৃষ্ঠা-৩২৫, লেখকঃ মুহাম্মদ নূরুল কাদির, সাবেক ভ্রাম্যমান কূটনৈতিক প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-মুজিবনগর
*অলি আহাদ রচিত “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫”, বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লি: প্রকাশিত, চতুর্থ সংস্করণ ফেব্রুয়ারী ২০০৪, পৃষ্ঠা-৪৩৩,৪৩৪
* Click This Link
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: অনেকগুলো নতুন তথ্য জানলাম আপনার কাছে । অনেক অনেক ধন্যবাদ সবার সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য । সত্যটা সবাই জানুক আমরা সবাই সেটাই চাই তবে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না এটাও ঠিক ।
৪| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:০৭
কলাবাগান১ বলেছেন: বংগবন্ধুকে ওরা লাল গালিচা সম্বর্ধনা দিয়ে হাতে পায়ে মাফ চেয়ে ফেরত দিয়ে যেত।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: অনেকের কথায় টাই মনে হয় । আপনার কি মতামত ????
৫| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৪
ইহতিশাম আহমদ বলেছেন: নষ্ট ছেলে যে হিসাবটা দিয়েছেন তা কোথা থেকে পাওয়া উল্ল্যেখ করলে ভাল হত।
আর আমিও মনে করি ভারত বা পাকিস্থানকে নিয়ে মাথা না ঘামিয়ে বাংলাদেশের জন্যে বর্তমানে যা যা করা দরকার আমাদের তাই করা উচিৎ।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:২০
অনবদ্য অনিন্দ্য বলেছেন: সেটা ফেসবুক থেকেই পাওয়া ।
আপনার শেষের কথাগুলো আমার মনের কথা । নিজেদের নিয়ে আমরা একটু ভেবে দেখি না সত্যি দেশের জন্য কিছু করতে পারি কিনা ??? এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকলেই আমরা ভালো থাকবো ।
৬| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৮
এইতোআমি০০৭ বলেছেন:
*16-e Dec. General Osmani jokhon Shylet theke Dhaka jaben, Pakistaner attosomorponer por , tokhon Indian army tar Helicopter-e guli kore. Jate tini Dhaka jete na paren. Tai aj amra chobite dekhi Mitro-bahinir prodhan & Pakistan surrender-e signature korche.
* ndia amader sahajjo korte ase 3 December. Amar prosno holo 3 Decembor-er moddhe BD-er 85% area sotrumukto. Amake janate parben kon kon area tokhon sotrumukto? And India-ke sathe niye amader koyta area sotrumukto hoyeche?
* Pakistan-er নৌবাহিনী ke BD-er muktijoddhara kobe dhonsho kore? aita akta important point, karon BD nodi-matrik desh. BD-er muktijoddha-ra jodi 3 Decembor-er age Paki-নৌবাহিনী dhonsho kore, tar mane tokhon amader sahdhinota obboshomvabi.
* East & West Pakistan-er moddhe durrotto hajar mile. Ai hajar mile Pakistanira Plane diye India-er upor diye ase. Tokhon India jodi Paki-kutta gula-re aste na dito taile Paki-ra amader akromon-i korte parto na.
* 1972 te Paki-der fele jaoya adhunik Arms gula India-te 200 bogi train kore niye jaoya hoy.
* Jahir Rayhan-ke Indian agent-ra hotta kore.
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমার কিছু প্রশ্ন থাকলো আপনার কাছে ঃঃ
আপনার আগের মন্তব্যে করা কথাগুলো যুক্তিসংগত এবং সেখানে যা যা বলেছেন তা প্রমাণিত । এখানে আপনি বলেছেন যে তারা আমাদের কোন সাহায্য করেনি ???
যুদ্ধের সময় অস্র কে দিয়েছিল এদেশকে ???
কোটি কোটি শরনার্থীকে কে আশ্রয় দেয় ??
আকাশ পথ তারা ভারতীয়টা ব্যভার করেছিল কেনো ?? বা করেনি নাকি তাঁর প্রমান কি ??
পাকিস্থান কেনো ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে আত্ম-সমর্পন করলো ?? কারণ তারা জানত এদেশের মুক্তিযোদ্ধারা কখনোই তাদের এখান থেকে জীবন্ত যেতে দিত না । এটা আমি হলেও যেতে দিতাম না ।
যুদ্ধের সময় গেরিলা প্রশিক্ষণ কোন দেশ দেয় ??
এদেশের সৃকীতির জন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান অনেক চেষ্টা করে ???
আমি স্বীকার করে নিচ্ছি যে তারা তাদের স্বার্থের জন্য এদেশকে ব্যভার করেছে কিন্তু এটাও সত্য যে তারা আমাদের একটু হলেও সাহায্য করেছিল । এদেশের অবস্থা তখন মোটেও এমইন ছিল না যে আমরা ইচ্ছে হলেই ঝাপিয়ে পড়তাম পাকিস্থানের বিপক্ষে ।
আমাদের সাহস ছিল কিন্তু আমাদের সাহসকে শক্তিতে রুপান্তর করেছে তারাই । এটা সত্য । এটা আমি মানি । হতে পারে তারা এখন এদেশের সবচেয়ে বড় শত্রু । আমিও টাই ভাবি এখন । কিন্তু আমার দেশের যখন সাহায্য দরকার হয়েছে তখন তারাই পাশে ছিল ।
আমেরিকার মতো একটা দেশ আমাদের বিপক্ষে থেকেও আমাদের সাথে পারেনি । কারণ সেখানে যে কূটনৈতিক বিষয়গুলো ছিল তা কিন্তু অনেকটাই সমাধান করে দিয়েছে তারা ।
অনেক কথা বলে ফেললাম । আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন
৭| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:২০
নষ্ট ছেলে বলেছেন: @ইহতিশাম আহমদ,
ফেসবুক থেকে।
এই লিংকে গিয়ে ভোটিং অপশন গুলোর উপর মাউস কার্সর রাখলেই ভোটার সংখ্যা দেখাবে।
৮| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:২৮
এইতোআমি০০৭ বলেছেন: আপনি যদি মনে করেন বাংলাদেশের ৩০ লক্ষ্য শহীদের রক্ত মূল্যহীন তবে আপনি দয়া করে ইন্ডিয়া চলে যান
২১ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৫৯
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমি নিজে ইন্ডিয়া দেখতে পারি না । নিজের দেশের প্রতি ভালোবাসা আছে সবসময় । আমি কেনো চলে যাবো সেই দেশে । আমি সবার সাথে ব্যাপারটা আলোচনা করার জন্য লিখাটা এখানে দিলাম এবং এটা আমার লিখা নয় । এখানে অন্তত ১০ জনের মন্তব্য আছে । অবশ্যই শহীদের রক্তের দাম আছে
৯| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৩৬
রিমন ঢাকা বলেছেন: পাকিস্তানি আর্মির ৯০,০০০ উপর অস্র গুলা কারা নিছে,এই উত্তর টা কেও দিবেন।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: এটা অবশ্যই ইন্ডিয়া নিয়েছে । এটা তো সবাই জানে ।
১০| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৪৯
রানার ব্লগ বলেছেন: Bhai baddho hoya lekhlam, muktijuddher moto ekti mohan juddho k apnara tene hicre koi namiyachen bujte parsen? alochonar bhab dekhe mone hossa kichu lok mukti juddho hoisa bolai shikar kore na, abar kichu lok otirikto india premi hoya jassa, jai hok ami ai tuku bolbo mukti juddher somoy ja hoya chilo ta chilo somoyer dabi,r smoyer dabir kase onno kono jukti kaj kore na, k ki korselo ta na bhebe amader moddhe je ekhono rajakar al bodor der jaroj ra ghure berassa tader k hotta korar kono plan thakle bolen ami ek paye khara, ai dehs er mati te ar kono rajakar al bodor er chaya dekte chai na.
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনার সাথে একমত । অনেকেই এমন কথা বলে থাকেন যে মনে হয় এদেশের স্বাধীন হওয়াটা একটা উপহার । এটা এতো সহজ কোন বিষয় না । এইসব প্রশ্নের উত্তর যারা দেয় তাদের মধ্যে অনেকেই নিজেদের গা বাঁচিয়ে চলে । দেখা যাক , যুদ্ধাপরাধীদের বিচারের সময় কয়জন আন্দোলনে সক্রিয় থাকেন ?? দেখা যাবে অনেকেই ফেসবুকে লাইক দিয়ে অনেক কিছুই করে ফেলেছেন । আমাদের সমস্যাটা এটাই । আমরা মুক্তিযুদ্ধের চেতনাকেও মানতে রাজি না । আমরা যা ভাবি বা ক্ষোভে যা বলি সেটাই ঠিক
১১| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৫৫
ম্যাভেরিক বলেছেন: @অনবদ্য অনিন্দ্য, আপনার কী মতামত?
২১ শে আগস্ট, ২০১১ সকাল ৯:০২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমার কিছু কথা :::::::::::::::::::
এখানে লিখা কথাগুলি আমার ফেসবুকের কোন এক বন্ধুর স্ট্যাটাস এবং সেখানকার মন্তব্যগুলো । এই লিখা বা মন্তব্য নিয়ে আমি জানি অনেকের দ্বিমত থাকতে পারে । আমার প্রশ্ন আমরা নিজেদের কেন একজন বাংলাদেশি হিসেবে তুলে না ধরে ভারতপ্রেমী বা পাকিস্থানপ্রেমী হিসেবে গড়ে তুলব ?? আমার কাছে মাঝে মাঝে মনে হয় আমরা হয় ভারতকে ভালোবাসি বা পাকিস্থানকে ভালোবাসি । কিন্তু কেনো ?? নিজেদের দেশকে সবচেয়ে ভালোবেসে আমরা কেনো আগাতে পারি না । অন্যদের স্বার্থ বা যেকোন কারণেই হোক আমরা যদি কোন দেশ থেকে সাহায্য পেয়ে থাকি তাহলে আমরা তাদের কাছে কৃতজ্ঞ । কিন্তু তাই বলে তাদের গোলাম হওয়া বা তাদেরকে ঘৃণা করা কোনটাই আমাদের উচিত হবে না ।
১২| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৬:০০
স্বাধীকার বলেছেন:
এইতোআমি০০৭ বলেছেন: আপনি যদি মনে করেন বাংলাদেশের ৩০ লক্ষ্য শহীদের রক্ত মূল্যহীন তবে আপনি দয়া করে ইন্ডিয়া চলে যান
২১ শে আগস্ট, ২০১১ সকাল ৯:০১
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমি নিজে ইন্ডিয়া দেখতে পারি না । নিজের দেশের প্রতি ভালোবাসা আছে সবসময় । আমি কেনো চলে যাবো সেই দেশে । আমি সবার সাথে ব্যাপারটা আলোচনা করার জন্য লিখাটা এখানে দিলাম এবং এটা আমার লিখা নয় । এখানে অন্তত ১০ জনের মন্তব্য আছে । অবশ্যই শহীদের রক্তের দাম আছে
১৩| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৬:০২
স্বাধীকার বলেছেন:
এইতোআমি০০৭ বলেছেন: আপনি যদি মনে করেন বাংলাদেশের ৩০ লক্ষ্য শহীদের রক্ত মূল্যহীন তবে আপনি দয়া করে ইন্ডিয়া চলে যান
১৪| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৬:১৯
দিগন্ত বলেছেন: বাংলাদেশের সাথে ভারতের ভাল সম্পর্ক খালি ১৯৭১ সালের। আর খারাপ সম্পর্ক এর আগের ও পরের। সুতরাং সম্পর্ক খারাপ তো থাকবেই। তবে সম্পর্ক খারাপ হলে ঘটনা বদলে যায় না। তাই ভারত বাংলাদেশকে ১৯৭১ সালে সাহায্য করেছিল এটা সত্যি। সেটা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে বা দুর্গতদের সাহায্য করে - যেভাবেই বলেন। সেটা অস্বীকার করার প্রশ্ন থেকেও বোঝা যায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ কেন। উপমহাদেশের রাজনীতিতে জিন্নাহই সত্য - দুই ধর্মের লোকে দুই দেশ - এর ওপর কথা নাই। কালকে ভারত ইসলামী দেশ হয়ে গেলে বা বাংলাদেশ হিন্দু দেশ হয়ে গেলে রাতারাতি সম্পর্ক খারাপ থেকে ভাল হয়ে যাবে।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমারও টাই মনে হয় । সব কিছুতেই সাম্প্রদায়িকতা প্রবেশ না করালে আমাদের ভালো লাগে না । আপনার বলা কথাগুলো আমার নিজের ভাবনার সাথে অনেক মিলে গেলো । এমন কি খেলার সময়ও আমাদের মাঝে ধর্মীয় গোঁড়ামি প্রকট হয়ে ধ্রা পড়ে । ধর্ম আর রাজনীতির চিপায় আমরা শেষ হয়ে যাবো মনে হচ্ছে ।
ধন্যবাদ আপনাকে
১৫| ২১ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৫৪
ম্যাভেরিক বলেছেন: @দিগন্ত, ভারতের সাথে বাংলাদেশের বর্তমান খারাপ সম্পর্কে ধর্মের জুজু টেনে লাভ নেই। সবাই জানে সম্পর্কটি কেন খারাপ: সীমান্তে বর্বরতা, আন্তর্জাতিক নদীগুলোতে অসভ্যের মতো এক তরফা বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুকরণ ও বন্যায় ভাসিয়ে দেয়া, চোরাচালানী ও ড্রাগস দিয়ে বাংলাদেশের বাজার নষ্ট করা, ভারতীয় প্রায় সকল পত্রপত্রিকায় বাংলাদেশকে অত্যন্ত বাজে ভাবে উপস্থাপন করা...
আর ভারতে যে উগ্র হিন্দু রাজনৈতিক জাতীয়তাবাদের যে উত্থান ও প্রভাব, তার সাথে বাংলাদেশে ধর্মীয় দলগুলোর রাজনৈতিক অবস্থান বিবেচনা করলেই বুঝবেন, কেন ধর্মের দোহাই দিয়ে বাংলাদেশকে ভারত তার নিজের কাতারে নিয়ে আসতে চায়।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৫
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনার কথাগুলো কেমন যেন ধর্ম বিদ্বেষী মনে হচ্ছে । ধর্মকে টেনে আনলে বিতর্ক বাড়বেই । নিচের দিগন্ত ভাইয়ার মন্তব্যের সাথে আমি একমত পোষন করছি
১৬| ২১ শে আগস্ট, ২০১১ সকাল ৭:১৮
দিগন্ত বলেছেন: ম্যাভেরিক ভাই, ধর্মের সমস্যা দু-পাশেই। একপাশে নয়। ১৯৭১ সালে দুপাশেই প্রয়োজন ছিল। বাংলাদেশের দরকার ছিল পাকিস্তান থেকে ছাড়া পাওয়া, ভারতের দরকার ছিল দুর্বল প্রতিবেশী। হাতে হাত মিলেছে, সমস্যা মিটেছে। ১৯৭১ পেরিয়ে যেতেই যেমন ছিল তেমন। সম্পর্ক কোনোকালেই ভাল ছিল না, আপাতত আগামী শত বছরেও ভাল থাকার সম্ভাবনা নেই।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৭
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আপনার কথাগুলোর সাথে আবারও সহমত প্রকাশ করছি । এক হাতে তালি বাজে না এটা সত্য কথা ।
আর কারো স্বার্থ ছাড়া কেউ কখনো এগিয়ে আসে না । এটাই বাস্তবতা
১৭| ২১ শে আগস্ট, ২০১১ সকাল ১১:০১
জসিম উদ্দীন বলেছেন: আহমেদ মিশুক ভাইয়ার সাথে আমি একমত..............
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৮
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমিও একমত
১৮| ২১ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:৩০
শুকতারাা বলেছেন: যেখানেই দাদা সেখানেই ভাদা।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৯
অনবদ্য অনিন্দ্য বলেছেন: জানি না আপনি কাকে বুঝাতে চাইছেন । তবে ব্যক্তিগতভাবে কাউকে দয়া করে কাউকে আক্রমণ করবেন না ।
১৯| ২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৫৭
আহমেদমিশুক বলেছেন: @দিগন্ত ধর্মের দোহাই দিয়ে লাভ নাই।ভারতের যে কোন ধর্মের মানুষের (তা সে যে ধর্কামের-ই হক না কেন) কাছে আমরা বাংলাদেশিরা (তা সে যে ধর্কামের-ই হক না কেন) হলাম বাঙ্গাল।তারা মনে করে তাদের সংস্কৃতি অত্যন্ত উন্নত এবং বাংলাদেশেরটা নিম্নমানের।
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: জ্বি , এটা জাতিগত সমস্যাও হতে পারে । কিন্তু অনেকেই ব্যাপারগুলো কিন্তু ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখে এটাও কিন্তু অস্বীকার করা যায় না । ধর্ম আর সংস্কৃতি দুটাই কিন্তু সম্পর্কিত । আমাদের সংস্কৃতি তাদের চেয়ে হাজার গুণ ভালো যেই কারণে তারা আমাদের কোন জিনিস সেদেশে প্রচার করে না । তাদের ধারণকে পাত্তা দেয়ার সময় আমাদের নাই
২০| ২১ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:০২
আহমেদমিশুক বলেছেন: দূঃখিত ১৯ নঅং কমেনট-এ ধর্কামের পরিবর্তে ধর্মের হবে।
২১| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫০
chin২ বলেছেন: আগে নিজের দেশ বাচান
২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমারও সেটাই ইচ্ছা । আগে নিজের দেশ তারপরে অন্য কিছু নিয়ে চিন্তা ।
২২| ২১ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫৯
কালমেঘ বলেছেন: chin২ বলেছেন: আগে নিজের দেশ বাচান
২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৮
অনবদ্য অনিন্দ্য বলেছেন: সহমত । সবার তাই করা উচিত
২৩| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৭
কর্ন বলেছেন: Source:
*বাংলাদেশঃ মারাত্বক অপপ্রচারণা, ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের শিকার, পৃষ্ঠা ১২৪-১২৬ লেখক এম টি হোসেন, আল হিলাল পাবলিশর্স, কেন্ট, যুক্তরাজ্য।
*দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা, পৃষ্ঠা-৩২৫, লেখকঃ মুহাম্মদ নূরুল কাদির, সাবেক ভ্রাম্যমান কূটনৈতিক প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-মুজিবনগর
*অলি আহাদ রচিত “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫”, বাংলাদেশ কোঅপারেটিভ বুক সোসাইটি লি: প্রকাশিত, চতুর্থ সংস্করণ ফেব্রুয়ারী ২০০৪, পৃষ্ঠা-৪৩৩,৪৩৪
২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:২২
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমি এখানে সহমত প্রকাশ করছি যদিও আমি এখনো দেখি নি ।
২৪| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:২২
কর্ন বলেছেন: এইতোআমি০০৭ আপনি পাকিস্তান যান
২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৫
অনবদ্য অনিন্দ্য বলেছেন: যার যার মন্তব্য তারা বলুক সমস্যা নাই কিন্তু আমি দেখতে চাচ্ছি আসলে আমরা সবাই কে কিভাবে ব্যাপারটাকে দেখি । উনাকে দয়া করে কিছু বলবেন না ।
২৫| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৩
কর্ন বলেছেন: এইতোআমি০০৭ আপনি পাকিস্তান যান
২৬| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:২৯
কর্ন বলেছেন:
ভাই ঐডা পুরা ছাগু
ঐটা প্রপাগান্ডা ছরায়তেছে
১ ,পাকিস্তানি অস্ত্র আসসে সমুদ্র দিয়া .
২, পাকিস্তান বায়ু পথে শ্রীলংকা কে ব্যবহার করে
৩. ওসমানী সম্পর্কে ব্য্ক্তবি ভুয়া
সাত চুক্তির ব্যপারে শুধু তার মত ছাগুরা জানে
২২ শে আগস্ট, ২০১১ রাত ১:০৬
অনবদ্য অনিন্দ্য বলেছেন: আমি টাই তো বললাম প্রমাণ চাই । আমি জানি না উনি এগুলো কি প্রমাণ করেছেন নাকি ?? আমি এমন কিছু এখনো পাই নি । অবশ্য আমার জানার পরিধি অনেক ছোট । আপনার পয়েন্টগুলো যুক্তিসংগত । প্রমাণ আছে এমন যেকোন জিনিস আমি বিশ্বাস করি
২৭| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১২:৩৩
কর্ন বলেছেন: ঐটা একটা পাকিস্তানি কুত্তা যে কয় জহির রায়হান রে ইন্ডিয়ান এজেন্ট হত্তা করে
২২ শে আগস্ট, ২০১১ রাত ১:১০
অনবদ্য অনিন্দ্য বলেছেন: জহির রাইহানকে তারাই মেরেছে যারা ভয় পেত যে উনি বেঁচে থাকলে তাদের গোপন তথ্য ফাস হতে পারে । সেটা ইন্ডিয়ান কেও নাকি তাঁর প্রমাণ নাই তবে এর সাথে রাজাকারদের সম্পর্ক আছে । যদি টাই সত্যি হয় তাহলে ইন্ডিয়ান রাজাকার আছে নাকি আমি তা জানি না
২৮| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১:৩৬
মোঃ উরমান বলেছেন: । সীমান্তে একের পর এক হত্যা আমাদের কষ্ট দেয় , ভারতের বানিজ্যনীতি আমাদের ধ্বংস করে , তাদের আগ্রাসন আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে যায় । তারা অবশ্যই নিজেদের স্বার্থের জন্য সব করেছে এবং এখন আমাদের সাথে খুব খারাপ কাজ করছে । আপনার কথার সাথে সহমত
২২ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪৪
অনবদ্য অনিন্দ্য বলেছেন: সহমত
২৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৫৫
নাহিয়ান গালিব বলেছেন: এত কিসু বুঝিনা কিনতু একটা জিনিস বুঝেছি যে মালুরা না থাকলে বাংলাদেশ অনেক ভাল থাকত। লেখক ছাড়া কেউ কমেন্ট করবেন না। শালা ফোন ধর না কেন।
১১ ই অক্টোবর, ২০১১ রাত ২:৩৩
অনবদ্য অনিন্দ্য বলেছেন: ধন্যবাদ হারামজাদা
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১১ ভোর ৪:২৭
আহমেদমিশুক বলেছেন: কেউ যদি অস্বীকার করে তবে এটা পুরোপুরি ক্ষোভের বহিঃপ্রকাশ।ক্ষোভের কারণগুলো আমাদের সবার-এ জানা আছে।মূলত স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় আচার আচরণ যে আমাদের প্রতি কতটা বিরুপ এটা সবার-ই জানা।এই ক্ষোভের বহিঃপ্রকাশকে অকৃতজ্ঞতা বলা সমীচিন নয়।কেউ যদি কোন মেয়েকে ধর্ষনকারিদের হাত থেকে বাচায় কিন্তু পরবর্তিতে সে নিজেই মেয়েটিকে ধর্ষণ করতে উদ্যত হয় তাহলে কি আমরা সেই মানুষকে ঘৃণা করব না?????ভারত আমাদের সাহায্য করেছিল কিন্তু তার বদলে তারা পদে পদে আমাদের শোষণে ব্যস্ত।তাই আজকের দিনে অবদান অস্বীকার করা অকৃতজ্ঞতা বা কৃতঘ্নতা নয়,এটা ক্ষোভের বহিঃপ্রকাশ,দূর্বলের প্রতিবাদের ভাষা
কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কি বিনা কারণে সত্য অস্বীকার করছি নাকি তাদের আচরণ আমাদেরকে অস্বীকার করতে বাধ্য করছে।যখন সাহায্য করার পর ক্ষতি করার পরিমাণ আনুপাতিক হারে বাড়ে তখন পূর্বের সাহায্য-ও বোঝা মনে হয়।এটা আমার ব্যাক্তিগত মত