| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনন্ত৪২
পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি
দেশটি পোড়ায় শকুনেরা
হচ্ছে মানুষ গ্রিল
গুলগানের ঐ অমানুষদের
কাপে না কেন দিল?
পুড়ছে গাড়ি, পুড়ছে আদম
স্কুল ফেরত বালক
রাজনীতি আজ করছে যারা
তারা কি সব বরাহ্ শাবক?
লাশের উপর লাশ চলেছে
ঘুমায় তাদের বিবেক,
লাভের ঘরে যোগ করে সব
পোড়ায় যাত্রী আর চালক।
বার্ন ইউনিট যাচ্ছে ভরে
দুঃখীর আর্তনাদে, মানবতা হচ্ছে বিনাশ
লঞ্চে, বাসে, ট্রাকে
সৃষ্টিধরও যাচ্ছে ভুলে দিতে তাদের পানিশ।
জাগো বিবেক, জাগো দেশ
রক্ষা করো মা কে,
কার জন্য পুড়ছো তুমি
চাইবে হিসেব কবে??????
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৭
অনন্ত৪২ বলেছেন: ধন্যবাদ ভাইয়া :-)
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লাগলো কবিতা পড়ে।