![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি
স্বাধীনতা বিমুখ স্বাধীনতা
(মোহাঃ রাকিবুল ইসলাম
শিক্ষার্থী, আইন বিভাগ,ইবি)
ফিনিক্স জাতি বাঙালি এখন
ভুলতে বসেছে অতীত,
৫২, ৭১ ভুলে সবাই
করছে দেশদ্রোহী দের সাথে আতাত।
কিছু বললেই তেড়ে আসে জাতি
জাহির করে দেশপ্রেম,
হাতে-পায়ে ধরি চেতনা নিয়ে
দিস না কোনো ব্লেইম ।
দেশটা আমার রক্তে কেনা
লাল সবুজের পতাকা,
মিথ্যে প্রচার আর করিস না
খেয়ে কাঠালপাতা।
সুশীলের বেশে ভন্ডদের কাজ
শহীদ মিনারে পাদুকা,
নাগরিক সভার ম্যাতকারে কাদে
৭১ এ সব হারানো বালিকা।
ওরে অমানুষের দল তোদের দেখে
রফিক, সালাম গোপনে কাদে,
তোরা তো এখন বাংলিশ জাতি
বাংলা ছাড়াও চলে।
শত দুঃখ মনের মাঝে
হৃদয়ে রক্তক্ষরণ,
বাঙালি ভুলেছে ৫২, ৭১
আজ আর নেই তার কদর।
শহীদের রক্তে ভেজা মাটিতে হচ্ছে
রাজাকারের গায়েবানা জানাযা,
কখনও কি কেউ শুনেছেন মশাই!
মুক্তিযোদ্ধার জন্য হয়েছে গায়েবানা জানাযা?
চিৎকার করে কেদে কেদে বলি
৫২, ৭১'র শহীদেরা,
তোরা হয়েছিলি আবেগের বলি
দেয় নি দাম শকুনেরা।
©somewhere in net ltd.