নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অ্যাডভোকেট মোঃ রাকিবুল ইসলাম (রুবেল)। মনের আনন্দে লিখি, সেগুলির কিছু কিছু প্রকাশ করি।

অনন্ত৪২

পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি

অনন্ত৪২ › বিস্তারিত পোস্টঃ

আমি সংলাপ/সমঝোতা চাই না

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪০



আমাকে যদি গ্যারান্টি দিয়ে বলা হয় ভবিষ্যতে আর একটা মানুষ মরবে না

কেউ এক টাকাও দুর্নীতি করবে না

খুনোখুনি, গুম হবে না

স্থায়ী একটা গণতান্ত্রিক পন্থা চালু হবে

বিরোধীদল সংসদে যাবে

সরকারকে প্রতিটি কাজে সহায়তা করবে

কেউ মুক্তিযুদ্ধ কে পণ্য বানাবে না

কেউ ধর্মকে পুজি করবে না

আমার মৌলিক অধিকার সুনিশ্চিত হবে

মানবাধিকার ভূলুণ্ঠিত হবে না

দেশের সম্পদ নিয়ে স্বার্থবিরেধী চুক্তি করবে না


সমাজের সর্বস্তরে সুশাসন থাকবে

ঘুষ, দুর্নীতি, দলীয় নিয়োগ হবে না


ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হবে


সরকার জনগণের কাছে জবাবদিহিতা করবে


হরতাল, অবরোধ হবে না আর

৫ বছর পর নির্বাচন নিয়ে কোনো রকম তাল বাহানা হবে না




যদি সবগুলির নিশ্চয়তা দিতে পারো তবে সংলাপের পক্ষে আমি। তাছাড়া সংলাপ এসব নাটক আমি সমর্থন করি না। আজ সংলাপ হবে কারো গদি রক্ষা বা কারোর গদিতে যাবার জন্য। দুদিন পর আজকের এই সংকট আবারো আসবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি।

১৯৭১ থেকে '৭৫ বঙ্গবন্ধুকে হত্যা তারপর থেকে সামরিক জান্তারা ছিড়ে খেয়েছে। '৯১ এ যে গণতন্ত্র এসেছিল তা ২০০৬ এ আবারো সামরিক জান্তা দখল করলো। ৯৬,২০১৪ দু'দলের একই চরিত্র জোর করে ক্ষমতায় থাকার। এভাবে আর কত?




মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২২

মিতাহামিদা০০৭ বলেছেন: আপনার লেখায় কয়েকটি বড় বড় দিকের উল্লেখ নেই দেখে মনে হচ্ছে কোন দলের পক্ষে বলছেন না তো ? যদি তা না হয় তো সংশোধন করছি -

যদি আর একটিও বন্দুক যুদ্ধের নামে খুন করা না হয় ,
যদি পুলিশের গুলিতে একটিও প্রাণ না ঝড়ে ,
যদি বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছেন , তারা গদি না ছাড়েন ,
যদি ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ না হয় ......
যদি জনগনের ম্যান্ডেট ছাড়া এই সরকার বাতিল না হয় ...।।
ইত্যাদি আরো দেশ বিরোধী কাজ বন্ধ করতেই সংলাপের বিকল্প আর কিছু নেই ,
সুতরাং সংলাপই একমাত্র সমাধান দেশের এই দুর্যোগে !

না হয় তো সেনাবাহিনীর ভাইরা আসুন , দেশ রক্ষা করুন !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪২

অনন্ত৪২ বলেছেন: আমি কাউকে সাপোর্ট দিচ্ছি না আপনার উল্লেখিত ঘটনাগুলির পাশে কেন বর্তমান সহিংসতা তুলে ধরলেন না? মানুষ পুড়ছে সেসব কি দেখেন না? বার্ন ইউনিটে কোন জায়গা অবশিষ্ট নেই চোখে পড়ে না?

পরীক্ষা আটকে আছে, বিশ্ববিদ্যালয়ের ৩০ লক্ষ শিক্ষার্থী হতাশায়, দিন মজুরের ঘরে খাবার নেই, পুরো দেশ কার্যত অচল চোখে দেখেন না?


সংলাপ হলে ভবিষ্যতে আর হবে না এমন নিশ্চয়তা যদি দুই দল দিতে পারে তবেই সংলাপ চাই। লাশের উপর দাড়িয়ে পাচ বছর পর পর এ নাটক আর কত কাল চলছে?



না আমরাই চলতে দেবো আর অসহায়ের মতো বলবো এবারের মতো তো হলো আবার দেখা যাবে।



৪৪ বছরে কেন একটা নির্দিষ্ট নির্বাচন ব্যবস্থা গড়ে ওঠে নি?

কেন বিনা ভোটে নির্বাচনের বিধান উনারাই রেখে দিয়েছিলেন? প্রতিটি সংসদে বিনা ভোটে নির্বাচিত কেউ না কেউ সবসময় ছিল? কেন ছিল? এ সুযোগ কেন রেখে দিয়েছিল পলিসি মেকাররা?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

নিলু বলেছেন: ধামাচাপার সংলাপের প্রয়োজন আছে বলে মনে হয় , তাই আজকের সংঘাত চলতে থাক , তাতে শেষ ফল আসবে এবং একটি মেরুতে দেশ আসবে বলে মনে হয় , তখনই শান্তির পথ আসতে পারে , লিখে যান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:০৮

অনন্ত৪২ বলেছেন: ধন্যবাদ #নিলু আপনাকে।




স্থায়ী একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.