![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি
মেয়ে দেখ আকাশে অনেক মেঘ জমেছে
হুট খোলা রিক্সায় যাবি?
না - যদি ভিজিয়ে দাও
ধ্যাত ভেজাবো কেন?
তোর শাড়ির ভাজে যদি বিদ্যুত চমকায়
আমি কিন্তু খুব ভয় পাবো!
তোমার গুটানো হাতের শার্টে
ধরে নিবিড় হয়ে বসে থাকবো।
বুকে যদি দুরু দুরু শব্দ হয়
আমি পৃথিবীর সুন্দর সুর শুনবো
পারফিউমের সৌরভ, ভেজা ঠোট
স্পর্শ করে যদি?
না বলে আসা বৃষ্টিতে
ভিজে একাকার হয়ে যাবো আমরা,
আর খুঁজে নেবো পৃথিবীর সবটুকু
না বলে পাওয়া সুখ।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৯
অনন্ত৪২ বলেছেন: ধন্যবাদ, ভালোবাসা রইলো
২| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
私 বলেছেন: অনেক সুন্দর কবিতা।