![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
শিউল বকুল কুড়োবো প্রভাতে
শিশির ভেজা ঘাসের ওপরে
হাতে হাত রেখে দু'পায়ে মাড়াবো।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষ
শীতের সকালে কুয়াশা দেখতে বেড়াবো
একই চাঁদরে পাশাপাশি হাটবো
খেজুর রস ও সকালের চিলতে রোদের খোঁজে।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
একদিন খুব বৃষ্টিতে ভিজবো
তোমার পায়ের নূপুরের সাথে
কাচের চুড়ির শব্দে মাতবো।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
কোনো এক শরতের প্রাতে
তোমাকে রাবীন্দ্রিক প্রেমিকা সাজিয়ে
ভ্রমণে যাবো কাশবনে।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
তোমাকে নিয়ে ফুসকা খেতে বেড়ুবো
টং এর দোকানে পা নাচিয়ে
চায়ের কাপে চুম্বন দেবো।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
নৌবিহারে পদ্ম ফোটা বিলে যাবো
তোমার দুহাত ভর্তি তুলে দেবো
একশ একটি নীল পদ্ম।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
নির্ঘুম জ্যোৎস্না রাত্রি কাটাবো
চাঁদের আলোয় তোমার দু'চোখে
আমার আমি কে দেখবো।
প্রিয় যদি বেঁচে যায় মহামারি শেষে
আমরা নিজেদের প্রতিক্ষণ ভালোবাসবো
একটি মানবিক পৃথিবীর জন্য
স্রষ্টার কাছে খুব করে চাইবো।
২| ০১ লা মে, ২০২০ সকাল ৭:৩৩
নজসু বলেছেন:
মহামারী শেষে ভয়াবহ দূর্ভিক্ষের মুখোমুখি হতে পারি আমাদের প্রিয়রা এবং আমরা।
কবিতা ভালো লেগেছে।
৩| ০১ লা মে, ২০২০ সকাল ৯:৪৭
আমার চিরকুট বলেছেন:
খুব ভালো লাগলো।
শুভ কামনা রইল।
৪| ০১ লা মে, ২০২০ দুপুর ১২:২৩
সাইন বোর্ড বলেছেন: সুন্দর আশাবাদ, পৃথিবী নিরোগ হোক, ভালবাসা ফিরে পাক তার চিরায়ত আবাস ।
৫| ০১ লা মে, ২০২০ দুপুর ১:৪৩
অনন্ত৪২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ♥
৬| ০১ লা মে, ২০২০ দুপুর ১:৪৪
অনন্ত৪২ বলেছেন: সত্যিই তাই, তবুও ভালো দিন ফিরে আসুক। ভালো থাকবেন ♥
৭| ০১ লা মে, ২০২০ দুপুর ১:৪৫
অনন্ত৪২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ♥
৮| ০১ লা মে, ২০২০ দুপুর ১:৪৬
অনন্ত৪২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইলো ♥
৯| ০১ লা মে, ২০২০ দুপুর ২:০৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০| ০১ লা মে, ২০২০ রাত ৮:১৬
অনন্ত৪২ বলেছেন: ওটাই ভয়ের কারণ ভাই :-( আল্লাহ সহায়।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০২০ রাত ৩:৪৮
নেওয়াজ আলি বলেছেন: প্রকৃতি মানুষের প্রতি সত্যিই দয়ালু। কিন্ত আমরা নির্দয় । তাই সুদেআসলে ফিরিয়ে দিচ্ছে তার অত্যাচার ।