নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অ্যাডভোকেট মোঃ রাকিবুল ইসলাম (রুবেল)। মনের আনন্দে লিখি, সেগুলির কিছু কিছু প্রকাশ করি।

অনন্ত৪২

পাগলের প্রলাপ লিখে প্রকাশ করি

অনন্ত৪২ › বিস্তারিত পোস্টঃ

ইবিয়ানের গল্প

০১ লা মে, ২০২০ দুপুর ১:২৭


প্রতিদিনের মতো আজও সকালে ক্লাস ছিল রাইসার। মোটা ফ্রেমের চশমা পরা মেয়েটা পড়াশোনা ছাড়া কিছুই বোঝে না, সারাদিন ক্লাস, পরীক্ষা, লাইব্রেরির বইয়ের স্তুপে নিজেকে লুকিয়ে রাখে। রাফি সম্পূর্ণ বিপরীত পড়াশোনায় তার মন নেই। আজও ঘুম থেকে উঠতে না পারায় সকালেে ক্লাস মিস করেছে। ঘুমিয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষার শেষ ২ ঘন্টায় পরীক্ষায় হলে পৌছানো ছেলেটা সে। রুনু খুব ব্যস্ত সকালে ক্লাস থাকলে ভোরে উঠে সাজতে বসে যায়। সাজতে বসলে বাসের সিডিউলের কথা মনে থাকে না তার। লাইন বাসে ক্যাম্পাসে পৌছে কোনো রকম ক্লাসটা শেষ হলেই ক্যাফেটারিয়ায় বন্ধুদের আড্ডার প্রিয় মুখ রুনু। সে ছাড়া আর কেউ আড্ডা জমাতে পারে না। রুনুর আজ মন খুব ভালো বন্ধুদের নিয়ে টিএসসিসির সিড়িতে বসে সমস্বরে গান ধরেছে 'চলো জীবনের আহ্বানে সামনে এগিয়ে যায়'।

দ্বীপ সরকার দলীয় ছাত্র রাজনীতি করে। শ্লোগান মাস্টার দ্বীপ যখন শ্লোগান ধরে পুরো ক্যাম্পাস কেপে ওঠে। ভরাট কণ্ঠে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিলে আজ ঝাঁঝালো বক্তব্য দিচ্ছে। মাহি বাম সংগঠনের নেতা বরাবরের মতো মৃত্যুঞ্জয়ী মুজিবে প্লাকার্ড ঝুলিয়ে অনশনে বসেছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে।

মুন ভালো ফুটবল খেলে আজও সেন্ট্রাল ফুটবল মাঠে প্র্যাকটিজ করছে। গতবার আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে তার পায়েই আমাদের জয় টা এসেছিল। জিমনেশিয়ামের ইনডোরে মেয়েদের ব্যাডমিন্টনে শেখ হাসিনা হল জয় লাভ করায় মেয়েরা গলা ছেড়ে মিছিল করছে। আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেট নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছে রানা।

অডিটোরিয়ামে আজ শিক্ষার্থীদের জন্য একটি আর্ন্তজাতিক সেমিনারের আয়োজন হয়েছে। মাহিন, রুমা, বৃষ্টি আজ সেমিনার নিয়ে খুব ব্যস্ত।সেমিনারে মাননীয় ভিসি স্যার প্রধান অতিথি হিসেবে আজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বরাবরের মতো চমৎকার বক্তব্য রাখছেন। প্রো-ভিসি স্যার ভরাট কণ্ঠে আজও সেমিনারের কালচারালে গান গেয়ে শুনিয়েছে। ট্রেজারার স্যার বরাবরের মতো জীবনমুখী বক্তব্য দিয়ে সচেতন করছে সবাইকে।

রায়িদ ও রুম্পা ক্যাম্পাসের সেরা কাপল। ক্লাস ফাকি দিয়ে প্রেম করাটা ওদের নেশা। মফিজ লেক, পেয়ারাতলাতে বসে আজও ওরা ফ্যামিলি প্লানিং এ খুব ব্যস্ত। ক্যাম্পাসের উদীয়মান কবি মুহিন আজ বাংলা মঞ্চে একক কবিতা পাঠের আয়োজন করেছে। সবাই মুগ্ধ হয়ে কবিতা শুনছে। চারু আজ আর বিরাট বড় বোর্ড আর তুলি নিয়ে মফিজ লেকে ছবি আঁকতে বসে নি। মেয়েটির অনেক গুণ শুধু ছবি আঁকতে পারে এমন নয় সে ভালো ছবিও উঠাতে পারে। ভিসি রোডে আজ চারু ফটো ব্লগ করার জন্য তনু ও মিশুকে শাড়ি ও পাঞ্জাবী পরিয়ে শত ঢং এর ছবি তোলায় ভীষণ ব্যস্ত।

এবার স্টাডি ট্যুর কোথায় করবে দেশে না ভারতে তাই নিয়ে তুমুল তর্কে জড়িয়ে পড়েছে নিশাত ও তমাল। দুজনেই খুব এক্সাইটেড এবারের শেষ ট্যুর। শিক্ষাজীবনের শেষ ট্যুর নিয়ে হাজারও প্লান তাদের।

করোনা কাল শেষ হয়েছে শ্রী হীন ক্যাম্পাস আবারও নতুন রূপে ফিরেছে। মেইন গেটে কৃষ্ণচূড়া ফুটেছে, ডায়েনায় সোনালু ক্যাম্পাসের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। প্রশাসন, বিভাগ সবখানে সবাই ভীষণ ব্যস্ত। অতিরিক্ত ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, র্যাগ ডে পালনেরও ব্যস্ততা বেড়েছে অনেক। ঝাল চত্বর, ক্যাফেটেরিয়ার আড্ডা যেন আর শেষ হতে চাচ্ছে না। রায়িদ ও রুম্পার দীর্ঘ জমানো কথাগুলি আজ আর শেষ হতে চাই না। হাতে হাত রেখে মফিজ লেকের মাচায় বসে গল্প করতে করতে কখন সে সূর্যটা ডুবতে বসেছে কারোই ই খেয়াল নেই। রাইসা বন্ধকালীন পড়াশোনা কভার করতে লাইব্রেরিতে বসে সন্ধ্যা হয়ে গেছে বুঝতে পারে নি । রুনুর আড্ডা থামে না বাস মিস করেছে সবগুলি রাতের বাসে বাসায় ফিরবে। মহামারি শেষে ফিরে আসুক এমন দিন। সবাই প্রাণ ভরে বাঁচুক, নিঃশ্বাস নিক ১৭৫ একরের নির্মল বাতাসে।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২০ দুপুর ১:৩১

নেওয়াজ আলি বলেছেন: দারুন হয়েছে।

২| ০১ লা মে, ২০২০ দুপুর ১:৪৮

অনন্ত৪২ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ♥

৩| ০১ লা মে, ২০২০ দুপুর ২:২১

রাজীব নুর বলেছেন: শিক্ষা ট্যরে আর কতটুকু জানা যায়? জীবনের ট্যুর থেকে আসল শিক্ষা পাওয়া যাবে।

৪| ০১ লা মে, ২০২০ বিকাল ৪:৪২

অনন্ত৪২ বলেছেন: সুন্দর বলেছেন তারপরও সুন্দর কিছু স্মৃতির জন্য খারাপ না ব্যাপারটা। ভালো থাকবেন ♥

৫| ০১ লা মে, ২০২০ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.