![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন.
সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।
৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
মাহতাব সমুদ্র বলেছেন: আর আই পি
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
েশখসাদী বলেছেন: সবারই শেষ ঠিকানায় যেতে হবে .....কিন্তু আমাদের সেটা মনে থাকে না ।
স্রষ্টা ব্যতীত সকল সৃষ্টির জন্যই এই নিয়ম । তবে মানুষ আবার জেগে ওঠবে হাশরের ময়দানে ।
৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
ভালো থাকবেন ইমন ভাই, আল্লাহ আপনার আত্মাকে শান্তি দিন......
৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬
জিয়া হক বলেছেন: শান্তিতে ঘুমাক
৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
ভুদাই আমি বলেছেন: তার আত্ত্বার শান্তি কামনা করি।।
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭
bikalbela বলেছেন: তার আত্ত্বার শান্তি কামনা করি
৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
আমি হীরা বলেছেন: ইমন ভাইয়ের লাশের ছবি দেখার পর পরই যে ব্রাইড গ্রুমের এ্যাডটা পাঠক-ব্লগারদের দেখানো হইতেছে, সেই এ্যাডটারে আপত্তিকর হিসাবে রিপোর্ট করলাম।
১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। বিদায় প্রিয় ইমন জুবায়ের ভাই!
১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮
শার্ক বলেছেন: may Allah forgive him ameen.
১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
দুর্বার বলেছেন: চির শান্তিতে নিদ্রিত হউন এই প্রত্যাশাই করছি মাত্র।
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
চেয়ারম্যান০০৭ বলেছেন: ছবিগুলো দেখে মনটা আরো বেশী খারাপ হয়ে গেলো।যেখানেই থাকুন ভালো থাকুন প্রিয় ইমন ভাই।
১৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
জাহিদ হাসান বলেছেন: চিরনিদ্রায় আমাদের প্রিয় ইমন ইমন জুবায়ের ভাই । ব্লগে রেজিষ্টেশনের আগে ভাইয়ার পোষ্টগুলো পড়তাম । রেজিষ্টেশনের পর নানা ব্যাস্ততায় উনার লেখা আর পড়া হয়নি । আর কোনদিনই তিনি পোষ্ট দিবেন না ।
১৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
টিপু বলেছেন: তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
তারান্নুম বলেছেন: আমি খুব কম ব্লগারের নাম জানি,আপনার নামটাই ছিলো সবচেয়ে পরিচিত আমার কাছে..আল্লাহর কাছে আপনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
১৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
শের শায়রী বলেছেন: ভাল থাকুন ইমন ভাই। অতীতে যেমন অনুসরন করছি ভবিষ্যতে ও তাই করব
১৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
joos বলেছেন: চামেলীবাগ মসজিদে প্রতিদিন জুম্মার নামাজ পড়তে গিয়ে এই খাটিয়াটা দেখতাম। ভাবতাম কত জনের শেষ যাত্রার বাহন হয়েছে এই খাটিয়া। কিন্তু ইমন ভাইকে যে এই খাটিয়ায় করে শেষ যাত্রা শুরু করতে হবে ঘুণাক্ষরেও কল্পনা করিনি কখনো।
পোস্টটা না দিলেও পারতেন। কি দরকার ছিল ছবিগুলো দেওয়ার? ইমন ভাইকে এভাবে নিথর হয়ে পড়ে থাকার দৃশ্য তো দেখতে চাইনি আমরা কখনো। আপনার পোস্টটা প্রকাশিত হওয়ার পর থেকে কয়েকবার সামু'তে ঢুকেও বের হয়ে গেছি এই পোস্টটা দেখার সাহস করে উঠতে পারিনি বলে। কিন্তু ওনাকে শেষবার দেখার ইচ্ছাটারই জয় হল শেষে। এখন আবার মনে হচ্ছে না দেখলেই ভাল হত।
ইমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল একবারই, কমেন্ট চালাচালিও খুব বেশি একটা হয়নি। কিন্তু মনের ভিতর ওনার যে জায়গাটা দখল করেছিলেন তিনি তা আর কখনো কেউ পূরণ করতে পারবে না বাংলা ব্লগোস্ফিয়ারের আর কেউ।
সময় কাটানোর মত কিছু না পেলে আনমনে সামু'র URL এর শেষে benqt60 লিখে ঢুকে পড়তাম ওনার ব্লগে পুরনো পোস্টগুলো পড়ার জন্য কিংবা নতুন কোন লেখা চোখ এড়িয়ে গেছে কিনা দেখার জন্য।
কিন্তু হায়, এই গুণী মানুষটা আমাদের জন্য আর কিছু লিখবে না।
১৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
রমিত বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
দেরীতে সংবাদ পাওয়ায় জানাজা দাফন কোনটাতেই শরীক হতে পারলাম না।
উনার জন্য রইল অপার ভালোবাসা।
২০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩
রাতের বাংলা বলেছেন: অপূর্...... ভাই আপনি খুব কাছ থেকে না দেখেও শেশবার দেখেছেন, আমি হতোভাগা কাছে মানুষ হয়েও শেশ দেখা হলনা.... আপনার ছবি কিছুটা হলেও দুঃখ কমিয়েছে
২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?
তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।
২২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২২
অর্ণব আর্ক বলেছেন: বিদায় প্রিয় ইমন জুবায়ের ভাই!
২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: শান্তিতে থাকুন প্রিয়, শ্রদ্ধেয় ইমন ভাই।
২৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
রুদ্র জাহেদ বলেছেন: শ্রদ্ধা...
২৫| ১১ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩৯
ইসিয়াক বলেছেন: আমি শ্রদ্ধেয় ইমন জুবায়ের লেখা পড়েছি ।
তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আপনাদের দুজনকে অশেষ শ্রদ্ধা ।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: তার বিদেহি আত্মায় শুধুই অনন্ত শ্রদ্ধা