নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

©All Rights Reserved

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

বিবর্তনবাদী

আপাততঃ আমি একজন কনফিউজড মানুষ। জীবনে বিবর্তনের অপেক্ষায় আছি, দেখি বিবর্তনের পরে কিসে পরিনত হই...

বিবর্তনবাদী › বিস্তারিত পোস্টঃ

~নিশীথ রাতের বাদল ধারা~

২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪১





জীবন একটা ছকের মাঝে আটকে গেছে। একটা বদ্ধ জগতে আমি আটকে আছি। ছকটা চাইলেও ভাঙ্গতে পারছি না। দায়িত্বের তালা ঝুলছে সব দরজাতে। মনটাও কেমন জানি না ছোট্ট জগতে আটকে গেছে। খোলামনে আর কথা বলতে পারি না, না পারি লিখতে। দুঃখ লাগে তখন যখন দেখি কেউ আমার চাওয়াটা বোঝে না। দোষতো আমারই কারন দুঃখ গুলো যে লুকিয়ে রাখি। সারাদিন মুখে হাসি, আচরণে মিথ্যা উচ্ছাস নিয়ে ঘুরে বেড়াই। সবাই জানে আমি আছি মহা আনন্দে। অনেকে ইর্ষাও করে, আমার আনন্দ দেখে। দুই একজন মানুষ আছে যাদের সামনে ঐ নাটক গুলো করি না। তবে, আজকাল আর তাদের সাথেও মন খারাপের কথা গুলো বলতে মন চায় না মানুষের সহ্যের তো সীমা আছে, তাই না? অনেক দিন আগেই জীবনের আনন্দ গুলো হারিয়ে ফেলেছি, মন আর ভাল করতে পারলাম না। আমাকে কেউ সদা ডিপ্রেসড এক ছেলে হিসেবে সহানুভূতি দেখাক অথবা প্রিয় মানুষগুলো বিরক্ত হয়ে দূরে চলে যাক তা আমি চাই না। মানুষ মানুষের কাছে আসে আনন্দ নিতে। দুঃখ নিয়েতো আর কেউ ব্যবসা করে না।





যাইহোক, সুখ দুঃখের কাহিনীই জীবন। ও নিয়ে আর কথা না বাড়াই। আজ একটা গান শুনছিলাম, শেয়ার করলাম। চাইলে শুনতে পারেন।



আমার নিশীথ রাতের বাদল ধারা

এসো হে গোপনে

আমার স্বপ্নলোকে দিশাহারা।



ওগো অন্ধকারে অন্তরধন

দাও ঢেকে মোর পরান মন

আমি চাইনে তপন চাইনে তারা।



যখন সবাই মগ্ন ঘুমের ঘোরে

নিয়ো গো আমার ঘুম নিয়োগো হরণ করে



একলা ঘরে চুপে চুপে

এস কেবল সুরে ডুবে।



দিও গো দিও গো

আমার চোখের জলে দিও সাড়া।



আমার নিশীথ রাতের বাদল ধারা

এসো হে গোপনে

আমার স্বপ্নলোকে দিশাহারা।






~নিশীথ রাতের বাদল ধারা~

মন্তব্য ২৭ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৪৬

সব্যসাচী বলেছেন:
এইগানটা আমিও মাঝেমধ্যে শুনি।

শাহানা যেটা গেয়েছে সেটা আমার খুব ভালো লাগে।

২| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫১

""শ্রাবণী"" বলেছেন: কথাগুলো একদম সত্যি। আমি নিজেও চক্রজালের মায়ায় আটকা পড়া। আর ভালো লাগেনা। ইচ্ছা করে হারিয়ে যাই।

গানটার জন্য বিশেষ ধন্যবাদ। গানটা অনেকদিন ধরে শুনি শুনি করেও শোনা হচ্ছিলো না।

৩| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫০

নিবেদীতা বলেছেন: অনেক দিন কোন পোস্ট লিখতে পারছিনা, সত্যি কথা যেটা লিখতেই পারছিনা, আজ আপনার পোস্ট পড়ে মনে হল আমার কথাগুলোই বললেন। কি আর বলব, এর মধ্যেই ভাল থাকতে হাবে, ভাল থাকুন সবসময়।

২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৫

বিবর্তনবাদী বলেছেন: অনেক দিন পরে নিজের মনের কিছু লেখা লিখলাম। সাথে সাথে আপনার মন্তব্য পেয়ে খুব ভাল লাগল।

ভাল থাকুন সবসময়।

৪| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৪

খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: জটিল গান, এডি কির লাইগা দেন মিয়া বাই??
এডি ভুলার লাগি বলগে আহি মজা লইটে, আর আমনে মিয়া???
জীবন থাইকা পলায়া আসি এইখানে মাগার জীবন দেহি পিছু ছারে না।
কেমতে কি??

২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৭

বিবর্তনবাদী বলেছেন: হাচা কথা বলার জন্য খারাপ লোককে ধন্যবাদ। ভাই এবারের জন্য ক্ষমা করে দিন।

৫| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:০৭

খারাপ লোক মাগার হাচা কতা কই বলেছেন: অখে, ক্ষমা দেয়া হইল।
শেষবারের মত কিনতুক..

৬| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৩

সলিল বলেছেন: লেখক বলেছেন----- "সারাদিন মুখে হাসি, আচরণে মিথ্যা উচ্ছাস নিয়ে ঘুরে বেড়াই। সবাই জানে আমি আছি মহা আনন্দে। অনেকে ইর্ষাও করে, আমার আনন্দ দেখে। দুই একজন মানুষ আছে যাদের সামনে ঐ নাটক গুলো করি না। তবে, আজকাল আর তাদের সাথেও মন খারাপের কথা গুলো বলতে মন চায় না মানুষের সহ্যের তো সীমা আছে, তাই না? অনেক দিন আগেই জীবনের আনন্দ গুলো হারিয়ে ফেলেছি, মন আর ভাল করতে পারলাম না। আমাকে কেউ সদা ডিপ্রেসড এক ছেলে হিসেবে সহানুভূতি দেখাক অথবা প্রিয় মানুষগুলো বিরক্ত হয়ে দূরে চলে যাক তা আমি চাই না। মানুষ মানুষের কাছে আসে আনন্দ নিতে। দুঃখ নিয়েতো আর কেউ ব্যবসা করে না।"


ভাই.........অসাধারণ লিখছেন, আমি তো পুরা টাসকি......বহুদিন থেকে এই কথাগুলা বলতে চাইছিলাম কিনা......

আর হ্যাঁ......গানটা আমার খুবি প্রিয়......মন্ত্রমুগ্ধের মত শুনি

২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৫

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ।

৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৭

বিষাক্ত মানুষ বলেছেন: চমৎকার লাগলো । মনের কথাগুলো লিখেছেন । আর গানটার ব্যাপারে বলার কিছু নাই । অসাধারন

৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৯

নাজিম উদদীন বলেছেন: দুখঃবিলাস। মাঝে মাঝে এরকম অনুভূতি সবারই আসে। এগুলোকে বেশি পাত্তা দিতে নেই। কোন কিছুতে ব্যস্ত হয়ে পড়েন।

সকালে ঘর থেকে বেরিয়ে একটা ম্যারাথন দৌড় মারেন , দেখবেন মন খারাপ ভাব চলে গেছে, ফিরে এসে একটা ঝাক্কাস পোস্ট মারেন।

৯| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৯

তারার হাসি বলেছেন: মনের কথাগুলি আপনি বলে দিলেন...

অনেক অনেক ভাল একটা গান ।

১০| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:২৪

একরামুল হক শামীম বলেছেন:
দারুন একটা গান।

অফটপিক ঃ যখনই আপনাকে ফোন করা হয় তখনই আপনার একটা না একটা সমস্যা থাকে। রহস্য কি ভাইজান?

২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২২

বিবর্তনবাদী বলেছেন: আরে ভাইজান ফোন তো করছেন এই যাবৎ দুইবার। একবার চশমা ভাঙ্গছিল :(। আমি এক্কেরে কানা মানুষ, চশমা ছাড়া দুনিয়া দেখতে পারি না। আর দ্বিতীয় বারে আছিলাম গাজীপুর ভাষা ইন্সটিটিউটে কেমনে আইতাম। বাট, উভয়বার ফোন পাইয়া বহুত খুশি হইছিলাম। সত্যি বললাম।


অফটপিক: নেক্সট বারেও যদি এমুন কিছু হয় তয় পিলিজ মনে কিছু নিয়েন না। ;(

১১| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩৯

সুলতানা শিরীন সাজি বলেছেন: খুব সুন্দর একটা গান...........।

এত মন খারাপ করে থেকো না।
মন ভালো করার মত কাজ করো.........
নিজের সমস্যাগুলোকে আমরা সবাই বড় ভাবি,অথচ কত দুঃখ নিয়ে মানুষ জীবন কাটায়।
লিখতে থাকো....।পড়ো।বেড়াও।
গান শোনো।শুভেচ্ছা অনেক............

২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৪

বিবর্তনবাদী বলেছেন: ধন্যবাদ আপা। মন ভাল করার মত কাজ করতে চেষ্টা করছি, কিন্তু কেন জানি না পরিবেশটা তা হতে দিচ্ছে না।

১২| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৯

নাজিরুল হক বলেছেন: ভাল লাগলো।

১৩| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫০

হনলুলু বলেছেন: লেখাডা খুবই ভাল্লাগছে
পেলাচ

১৪| ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০২

প্রীটি সোনিয়া বলেছেন: ভালো লাগলো ভাইয়া ++++++

গানটা আগেও শুনেছি....আবারও শুনলাম, খুব ভাল লাগে গানটা।
ভালো থাকবেন।

১৫| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৪:২০

রাশেদ বলেছেন: হায়! আমি পুস্টামু এই গানটা ভাবছিলাম। :)

২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৫

বিবর্তনবাদী বলেছেন: হে হে আমি ফাসট হইছি।:)

১৬| ২৭ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:৫৮

শফিউল আলম ইমন বলেছেন: সবার মন খারাপ:(
কোথায় গেলে সুখ পাবো???
রবীন্দ্রনাথের গান যখন দিয়েছিস তার কথাই বলি 'মনেরে আজ কহো যে ভালো মন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে'।
ভালো থাকিস।

২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৮

বিবর্তনবাদী বলেছেন: আচ্ছা এই রবীন্দ্রনাথের এই লাইনটা কি কোন কবিতা হতে নাকি গানের। আগে শুনেছি বলে মনে হচ্ছে, কিন্তু মনে করতে পারছি না।

যদি গান হয় তবে আমাকে লিংক দিতে চেষ্টা করিস।

ভাল থাকিসরে বন্ধু।

১৭| ২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২২

আলী আরাফাত শান্ত বলেছেন: এই গানটা আমার খুব পছন্দের শাহানার কন্ঠে।+

১৮| ২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:২৩

নিশীথ রাতের বাদলধারা বলেছেন: বান্দা হাজির..........:)

২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৮:৩১

বিবর্তনবাদী বলেছেন: আপনের জন্যই অপেক্ষায় ছিলাম। এলেন তাহলে। ধন্যবাদ।

১৯| ২৭ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:০৮

কোলাহল বলেছেন: মন বড় দামী জিনিষ।

যেভাবেই হোক আনন্দময় রাখতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.