![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিহিংসা মানুষে মানুষে এমন ব্যাবধান সৃষ্টি করছে যা পৃথিবীর সাধারন মানুষের জন্য সিঠিক ধর্ম শিক্ষা বড় দুস্কর।কারণ অধর্ম শিক্ষায় শিক্ষিত বেশির ভাগ শিক্ষকরা তাদের নেতা। সে সব শিক্ষক গুলো সাধারন মানুষের ধর্মের প্রতি দুর্বলতাকে প্রধান ঢাল হিসেবে ব্যাবহার করছে।তাদের ধর্ম হচ্ছে আজ সময়া্আনুপাতিক হারে ঘটে যাওয়া গলার কাটা।কি করবে ভেবে না পওয়ার এক অস্হির অনুভূতি।ব্যাকুল মন থেকে প্রশ্ন জাগে রক্ত চাই না ধর্র্ম চাই?অর্ধমের দিক্ষা দিয়ে প্রতিহিংসা যুদ্ধে নামাচ্ছে আমার গায়ের শ্যামল সোনার ছেলেদের।আর শহরের শিক্ষকরা চেয়ারে বসে তামাসা দেখে বিশ্ব ফাটায়।
অনি
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৩৭
অনি অন্তিলা বলেছেন: লিখেছি মানুষের তরে,
নিজের অন্ত ব্যাথা।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ৮:১৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন: এই চিরকুট কার কাছে লিখলেন ঝাতি ঝান্তে চায়। লিখার আছে লিখবেন। কি বোর্ডের কাছে আবেদন লিখুন।