![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ-আত্মা-বিশ্বাস এ তিনটি মিলিয়ে হয় ধর্ম।কোন অন্ধত্বের নাম ধর্ম নয়।শ্রষ্ঠার নির্দেশিত বিশ্বাস আত্মার মাঝে পরিস্ফুটন করে যে চেতনবোধের সৃষ্টি হয় তাহাই ধর্ম ।ধর্মের আবরনই পরিশুদ্ধতা।শোধিত আত্মা কখনো প্রতারিত হয় না, ভন্ডামী করে না এবং ধর্মান্ধ হয় না ।
ছোটবেলা একটা গল্প শুনতাম,যখন কায়দা পরতে সকালে মৌলানা সাহেবের কাছে যেতাম। এক ছেলে নাকি প্রবল বিশ্বাস নিয়ে 'বিসমিল্লাহ' বলে বিষ খেয়ে ফেলেছিল। তার বিশ্বাস ছিল 'বিসমিল্লাহ' বলে বিষ খেলে কিছু হবে না, এবং আল্লাহর কী কেরামতি! তার কিছুই হল না। যদিও আজকাল তেমন শুনা যায়না ।এ গল্প গুলো কোথা থেকে পাওয়া কেউ জানে কিনা ।মৌলানা সাহেব খুব সুর দিয়ে এই গল্পটা আমাদের শোনাতেন, এবং অন্ধ বিশ্বাসের শক্তি এবং মাহাত্ম বর্ণনা করতেন। আর আমরা সকলে মন দিয়ে শুনতাম।আর ভাবতাম, একদিন আমরাই এমন অন্ধবিশ্বাসী হতে পারবো, চোখ কান এবং মগজ বন্ধ করে বিশ্বাস করতে পারবো, সেদিন আমরাও প্রকৃত ধার্মিক হতে পারবো। এ আজব গল্প গুলো চলছে প্রত্যেক ধর্ম গুলোতে।বোকা আর অন্ধ বানানোর এক নিমর্ণ প্রয়াস।
©somewhere in net ltd.