![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা ধার্মিক আর অধার্মিক বলে জাহির করে সমাজে শান্তি আনতে চাও, চাও ন্যায় বিচার, চাও সমতা। কেন বারবার ভুলে যাও অবাস্তবতার মাজে বাস্তব সমাধান কেবলই কাল্পনিক।
সামনে ঈদ ও দূর্গা আসছে।একবার কি ভেবেছ অন্ত সমতার প্রয়াসে ওদের জন্য একটু ভালবাসা দরকার ! ঈদের পর ফেসবুক অন করলেই দেখা যাবে ঈদের বাহারি পোশাকের জমজমাট ছবির মেলা বাহ্ কি চমত্কার !
তোমরাই বাড়িয়ে দিয়েছ ওদের বুকের জ্বালা,
জানো ওরা আজম্ম দুঃখী, ওদের পল্লিতেনা ইশ্বরের আনাগোনা নেহাতই কম, ওরা মাঝে মাঝে ভালো কিছু পরতে ও খেতে চায়, আর তুমি কিনা সার্থপরের মতো একার চাহিদা পুরনের প্রয়াসে ব্যস্ত থাক। আর চিত্কার করে বল আমি সমাজের একতা আর মুক্তি চাই,
কি অদ্ভুদ তোমরা তাইনা ?
-----------------------অনি
©somewhere in net ltd.