![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে জাতী তার স্তম্ভ স্বাধীনতাকে ভুলে যায়। ঐ সমাজের আকাশে মুক্ত ডানা মেলা স্বপ্নিল পাখি গুলো কিছু না করতে পারার অপরাধে নিজেরাই বন্দিত্ব বরন করে নেয়। সমাজ, সভ্যতায় অপরাধীর সাজা বিধান সম্মত। শাসকের শাসন ও শোষণ ধারয় এ অপরাধ বিধান লঙ্ঘন করুক বা না। নিজেকে বন্দি করে ভাবনার বিষাক্ত এক কাল্পনিক একলা জগতে আন্ত সাজার প্রয়াসে ।আর মনের আকুলতা ব্যাকুলতা প্রকাশের দহন যন্ত্রণা সহ্য করতে না পেরে ঠাই নেয় অবাস্তব জগতে। হারিয়ে যায় বাস্তব জগত থেকে। চাহিদার যন্ত্রণায় লেগে যায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে।
আর সমাজ!
বহন করে এক ক্লান্তির বোঝা। আসে ক্রান্তিকাল। মানুষের অস্তিত্বকে ঢেকে রাখে অনিশ্চিতের কালো কাল ছায়া। দুঃস্বপ্নের হায়েনারা কুরে খায় মায়ের তাজা রক্ত। সাধারণ মানুষ গুলো অশ্রু সিক্ত চোখে নির্বাক দাড়িয়ে থাকে স্বপ্ন-পাখি গুলোর অপেক্ষায়। যারা দেখাবে পথ, আপন শুদ্ধ ধর্ম অন্তকোণে রেখে , দেশ আর কর্ম যোগে মহীয়ান কোন নতুন দিক নির্দেশনা।
যেমন টা হয়েছিল ৭১ রে ধর্ম আর দেশ ছিল দুই মেরূতে।তার পরিপ্রেক্ষিতেই এসেছিল মুক্তি।আবারও আসবে মুক্তি মল্লিকা বনে গাথিলে ৭১র এর ভক্তি।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬
অনি অন্তিলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৪
রাশেদ অনি বলেছেন: ছবির ভিতরের লিখাটা খুব বেশি ভাল লাগল।লেখাটাও।