![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমে ঢলে পড়ে যাচ্ছি কিন্তু ঘুমান যাবে না ।
বিকজ:
১. ক্ষুধা পাইসে। খাবার রেডি তিন ঘন্টা আগে থেকে। কিন্তু সেলফোন টিপানো শেষ হয়নি। এখন শেষের কাছাকাছি, কিন্ত এতই ক্ষুধার্ত যে সকল এনার্জি শেষ। ভাত চিবানোর শক্তিও নাই।
না খেয়ে ঘুমালে ঘুমের কোয়ালিটি ভালো হবে না তাই না খাইলে ঘুমান যাবে না।
২. বিছানায় যেয়ে ঘুমের প্রিপারেশন হিসেবে কিছুক্ষণ ফোন টেপা জরুরি। ততক্ষণে আরেকটু ঢুলে ঘুমটা চাঙা হোক।
৩. ফোন চার্জে। ফুল চার্জড হওয়ার আগে বেডে যাওয়া, বেডে ফোন নিয়ে যাওয়া, টিপানো, ঘুম চাঙা, ঘুমায় পড়া কোনটাই হবে না। আর না খাওয়া তো আছেই! তাহলে চার্জ হতে থাকুক ওয়েট করি। অপেক্ষা বিরক্তিকর। এইসময়টা ফোন টেপা যেতে পারে।
সকাল সাড়ে ছয়টার মধ্যে উঠতেই হবে!
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪
ইলুসন বলেছেন: যা ঘুমা গিয়া।