নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটুকের মামমাম

অনিক্স

কি লিখব আমি খুবই কনফিউজড। কিন্তু লিখালিখি করার অনেক শখ।

অনিক্স › বিস্তারিত পোস্টঃ

"বই পড়া ভারি মজা"

০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:০০

বইপ্রেমীরা প্রায়ই বই নামানোর জন্য ভালো লিংক/সাইট খুঁজে পান না।

অনেকের নিজের কালেকশন আছে, আবার অনলাইন লাইব্রেরিতেও অনেকে যায়। যারা কোনটাই পারেন না, বেশ কিছু ভালো সাইট আছে ঘুরে আসার জন্য:



১. PlanetPDF:

http://www.planetpdf.com

এখানে বেশ কিছু ক্লাসিক বই আছে। ফ্রি-তে নামানো যাবে, রেজিস্ট্রেশন ঝামেলা নেই।



২. Project Gutenberg:

http://www.gutenberg.org

বই নামানোর জন্য সম্ভবত সবচেয়ে ভালো সাইট। ফ্রি ফ্রি নামানো যাবে, এজন্য ওদের মেম্বার হতে হবে না। এরা ৪২৭৭৮ টি ই-বই রেখেছে।



৩. Bibliomania:

http://www.bibliomania.com

এটাও একটা চমৎকার সাইট। সাজানো-গোছানো। এর সদস্যরা যেকোন বই নিয়ে আলোচনা করতে পারে। বই নামানো যায় না। অনলাইনে পড়া যায়।



৪. PDF search engine:

http://ebooks-search-engine.com

নাম দেখেই নিশ্চয় বুঝে ফেলেছেন এটি সার্চ ইন্ঞ্জিন বই খোঁজার জন্য!



৫. Archive[dot]org:

http://archive.org

এখানে একসাথে ভিডিও ফাইল, টেক্সট ও পিডিএফ ফাইল এবং অডিও ফাইল পাওয়া যায়।



৬. Open Library:

http://openlibrary.org

এটি একটি এডিটেবল, সবার জন্য উন্মুক্ত প্রযেক্ট। উইকিপিডিয়ার মতো। রেজিস্ট্রেশন করার পর আপনার ইচ্ছামতো কন্ট্রিবিউট করতে পারবেন।



৭. eSnips:

http://www.esnips.com

এখানে সবই পাওয়া যায়। গান, ভিডিওক্লিপজ, বই, রিংটোন সব! শেয়ার + ডাউনলোড। হাবিজাবি পারসোনাল কালেকশনের মতো।



৮. PoemHunter:

http://www.poemhunter.com - কবিতাপ্রেমীদের জন্য।



৯. Classicly[dot]com:

http://www.classicly.com

ফ্রি ক্লাসিকের সম্ভার। রেজিস্ট্রেশন না করেই নামানো যাবে। pdf ফরম্যাটে ও Kindle reader এর জন্য নামানো যাবে।



১০. free-eBooks:

http://www.free-ebooks.net

ফ্রি ই-বুকের জন্য আরেকটি বড় সাইট। বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য বই। ফিকশন, নন-ফিকশন, ড্রামা, পোয়েট্রি, মিস্ট্রি, ট্রাভেল, আইন, সায়েন্স, এ্যানথ্রোপলজি, সমাজ, অর্থনীতি, ধর্ম, প্রযুক্তি, ইন্ঞ্জিনিয়ারিং, গণিত, কল্পবিজ্ঞান, জীবনী, হরর, বিভিন্ন টেক্সটবুক এবং আরও অনেক ক্যাটাগরি আছে। ডাউনলোডের জন্য লগইন করতে হবে না।



১১. ManyBooks:

http://manybooks.net

এটা আরেকটা অন্যতম সাইট। iPad, Kindle ও অন্যান্য ই-বুক রিডারের প্রয়োজনীয় ফরম্যাটে নামানোর সুবিধা দেয়। লগইন লাগবে না।



১২. Crescentteam:

http://www.freeislambook.com

ইসলামিক বই।



১৩. Hadith Collection:

Click This Link

সহীহ বুখারী, সহীহ মুসলিম, তিরমিযী ও আবু দাউদ সহ মোট আটটি বই।



ছবি তুলতে যারা ভালোবাসেন,

১৪. FREEPHOTORESOURCES:

Click This Link

একজন ফটোগ্রাফারের নিজের সংগ্রহ।



১৫. ছবি তোলার কিছু জরুরী জিনিসের বই পাওয়া যাবে এখানে:

Click This Link



বাংলা বইয়ের জন্য ভালো/সমৃদ্ধ সাইট আমার চোখে পড়েনি। তবে মূর্ছণা[ডট]কম ও পাঠাগার[ডট]নেট-এ বাংলা পাওয়া যায়।



১৬. মূর্ছণা:

http://www.murchona.com

বইয়ের মান তেমন ভালো না। সাইজ যথেষ্ঠ বেশি। কিছু বই পেয়েছি এমন যে পৃষ্ঠাগুলো কাগজের বই থেকে যাচ্ছেতাই ভাবে ক্যামেরায় তোলা ছবি, পরে ছবিগুলো এডিট করে পিডিএফ ফাইল বানানো। তাই ঘোলা, পড়তে অস্বস্তি হয়।



১৭. পাঠাগার[ডট]নেট:

http://www.pathagar.net

এদের কালেকশন ভালোই। এপার বাংলা-ওপার বাংলা মিলিয়ে এই মূহুর্তে ১৮৬১ টি বই আছে। বই পাওয়ার জন্য সদস্য হতে হবে। নিয়মিত লগইন করতে হবে। এই সাইটের জন্মলগ্নে শুধু লগইন করলেই নামানো যেত, এখন বৈতনিক।

বৈতনিক বলতে আসলে কি বুঝাচ্ছে আমি বুঝিনি।

এদের বই মূর্ছণা-র চেয়ে ভালো, পড়তে অসুবিধা হয়না, লেখাগুলো স্পষ্ট।



১৮. বই আর বই:

http://boirboi.blogspot.com

পাঠাগার[ডট]নেট-এর জন্ম এই ব্লগ থেকে।

এখানেও বেশ কিছু বই পাওয়া যাবে পুরোনো পোস্টে। নতুন পোস্টসমূহ বইয়ের লিংক নাকি রিভিউ নাকি অন্যান্য আলোচনা আমার জানা নেই।



১৯. আমার বই:

http://www.amarboi.com

ডাউনলোডিংটা মজার। সোশাল সাইটে শেয়ারের পরই কেবল ডাউনলোড লিংক দেখায়!



২০. রকমারি ডট কম:

http://www.rokomari.com

আমাদের সবাই-ই এই সাইট সম্পর্কে মোটামুটি জানি, রকমারি ডট কম বই কেনার অনলাইন বাজার। সার্ভিস ভালো।



এছাড়া বন্ধুদের ড্রপবক্স, মিডিয়াফায়ারের ঠিকানা তো আছেই!!

ঝামেলা ছাড়া বই পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে পেনড্রাইভ নিয়ে আরেকজনের কম্প্যুটারে হামলা করা। আর যাদের সংগ্রহ অনেক এবং বাসায়/বন্ধুদের স্ক্যানার আছে, স্ক্যান করে ফেলুন। ব্যাকআপ থাকবে, নতুন লাইব্রেরি-ও হবে। আর স্ক্যানড ফাইল জোড়া দিয়ে ই-বই বানানোও খুব সহজ। Adobe Acrobate Professional দিয়ে pdf ফাইল করা যায়।

এরপর অন্তর্জালে ছেড়ে দিন।

সর্বশেষ ভার্সন (pro 11) নামাতে পারেন এখান থেকে Click This Link আমি অবশ্য জানিনা সেইফ হবে কিনা।



সহজ পদ্ধতিতে গর্বে বুক ফুলানোর মত ব্যাপার বটে! আমি ফুলাই।

:)



ব্লগার তন্দ্রাবিলাসের ই-বুক সাইট নিয়ে লেখা পোস্টটি দেখে আসুন, আরও অনেকগুলো কাজের সাইট পাবেন।

Click This Link





* আরো ওয়েবসাইট জানা থাকলে কমেন্টে শেয়ার করবেন, বিশেষ করে বাংলা বইয়ের সাইট। পরে এ্যাড করে দিবো।



অনেক বড় হয়ে গেল। ধৈর্য্য নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।

(ফেসবুকে প্রথম প্রকাশিত: Click This Link )

মন্তব্য ১৯ টি রেটিং +১৬/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:৩০

ভিশন-২০৫০ বলেছেন: অনেক ধন্যবাদ। সরাসরি প্রিয়তে!

২| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৪:৫৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: কাজের পোষ্ট। প্রিয়তে রাখলাম !

৩| ০৬ ই জুন, ২০১৩ ভোর ৫:০৫

েবনিটগ বলেছেন: +
++
+++
++++

৪| ০৬ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৮

আখতার ০১৭৪৫ বলেছেন: সরাসরি প্রিয়তে

৫| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মূর্ছনাটাই সবচেয়ে পছন্দের

৬| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দারুন একটা কালেকশন! আপনাকে অনেক ধন্যবাদ। কাজে আসবে এই সাইটগুলো। প্রিয়তে নিলাম।

৭| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

সোজা প্রিয়তে

৮| ০৬ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৭

ইলেভেন্থ আওয়ার বলেছেন: কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম প্রয়োজন মতো ব্যবহার করবো।

৯| ০৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

নীল_সুপ্ত বলেছেন: কাজের পোস্ট। প্রিয়তে রাখলাম প্রয়োজন মতো ব্যবহার করবো।

১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:০৭

ডক্টর এক্স বলেছেন: প্রিয় তে নিলাম সোজা। অসংখ্য ধন্যবাদ।

১১| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪২

তন্দ্রা বিলাস বলেছেন: আরও কিছু ওয়েবসাইট যেমনঃ
আমার বই ডট কম
বিডি বুকস
তানবির ভাইয়ের লাইব্রেরী
বিনামূল্যে ই-বুক ডাউনলোডের জন্য বিশ্ব সেরা ২০ টি ওয়েবসাইট। এ যেন এক ই-বুকের রাজ্য!

১২| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৪

তন্দ্রা বিলাস বলেছেন: ইসলামী বইয়ের জন্য দেখতে পারেন ইসলামী বই

১৩| ০৬ ই জুন, ২০১৩ রাত ১০:৪৯

শাহেদ খান বলেছেন: ধন্যবাদ অনিক্স !

পোস্ট প্রিয়তে রাখলাম !

১৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১২:৪৮

ইলুসন বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লেগেছে। আপনি মন্তব্যগুলোর উত্তর দেন না কেন আপু? বড় ব্লগার হইয়া ভাব বাড়ছে আপনের? :P

১৫| ০৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৮

অনিক্স বলেছেন: ami khub sorry individul & banglay reply dite na paray. ami mobile user.

ভিশন-২০৫০ vai@ onek dhonnobad.
দায়িত্ববান নাগরিক@ dhonnobad.
েবনিটগ@ dhonnobad * 10
আখতার ০১৭৪৫@ dhonnobad.
ইরফান আহমেদ বর্ষণ@ ekmot hote parlam na. murchona amar valo lagena. hoyto amar expectation besi silo ota theke!

কাল্পনিক_ভালোবাসা & কান্ডারী অথর্ব vai@ amar othorbo post apnader priyote, shopno dekhsi na tow??!!! onek dhonnobad vai.

ইলেভেন্থ আওয়ার @ dhonnobad.
নীল_সুপ্ত@ dhonnobad.
ডক্টর এক্স@ dhonnobad.
তন্দ্রা বিলাস@ dhonnobad. apnar deya sob link add kora gelona.
বিডি বুকস - error
তানবির ভাইয়ের লাইব্রেরী - blog not found
ইসলামী বই - no post

শাহেদ খান@ onek dhonnobad.

ইলুসন@ reply dilam.

১৬| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৫

তন্দ্রা বিলাস বলেছেন: তানবির ভাইয়ের লাইব্রেরিঃ http://www.tanbircox.blogspot.com

PDF বানানোর জন্য এই ছোট্ট সফটওয়ারটা অনেক অনেক কাজেরঃ ডু পিডি এফ

১৭| ১০ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৮

তন্দ্রা বিলাস বলেছেন: সরি ইসলামী বই এখানে

অসংখ্য ধন্যবাদ। এমন একটি পোস্ট দেবার জন্য এবং আমার পোস্ট অ্যাড করার জন্য।

১৮| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: প্লাস ও প্রিয়তে

১৯| ০৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

খাটাস বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: কাজের পোষ্ট। প্রিয়তে রাখলাম !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.