![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুর ২টা বাজলে বুঝা যায় বর্ষাকাল এসে পড়েছে।
হঠাৎ সব কালো হয়ে যায়। মেঘেদের গুড়গুড়.. যেন খিদে লাগা পেট। বাইরে তাকালে কালো কালো মেঘেরা ধেয়ে আসে, যেন চোখ গেলে দিবে! মাটির ঘর নেই, টিনের চাল নেই, সোঁদা গন্ধ নেই, শহুরে বৃষ্টি বোধয় হাট করে দরজা-জানালা খুলে দিয়ে আলো নিবিয়ে দেখতে হয়!
ঘরে ভুতুড়ে আঁধার, টিভি'র পর্দা থেকে লাল-কমলা-হলুদ আলোতে চোখ ধরে যাচ্ছে। কিন্তু আঁধার কমে না। উল্টো মেঘেরা জমা হয়। মনে হচ্ছে এই বুঝি হলিউডের হরর মুভির মতো অদ্ভুত মিউজিক বেজে উঠবে, মেঘগুলো ঘূর্ণি পাকিয়ে ছুটে আসবে, আর আমার চোখে মেঘের গতির সাথে তাল রেখে প্রেতাত্মা ভর করবে। গাছগুলো মূর্তির মতো দাঁড়িয়ে থাকবে, বাতাস থেমে যাবে। শুধু মাঝে মাঝে দমকা হাওয়ায় চুল উড়বে!
কাল্পনিক ভয়....
টিভি অফ করে জানালায় মন দিলাম।
বাতাস সত্যিই বন্ধ হয়ে গেছে। গাছেরা মূর্তির মতো দাঁড়িয়ে, একটা পাতাও নড়েনা। বেহায়ার মতো এদিকেই তাকিয়ে আছে পরগাছার সাদা ফুলটা। বৃষ্টি ওর এতদিনের লজ্জা ধুয়ে দিচ্ছে যেন। আজ ওর আরও সাদা হওয়ার দিন। ওমা! এ যে দেখি গোলাপিও আছে পাঁপড়ির পাড়ে!! লাজুক মেয়ের মতো। নাহ পাজি ফুল বোধয় ওর দিকে তাকিয়ে থাকার শাস্তি দিচ্ছে।
ব্যাকগ্রাউন্ডে উইন্ড চাইমসের বেসুরো বাজনা... এর ভালো বাংলা কি? খুঁজে পাচ্ছি না।
আকাশের রঙ গাঢ় ছাই। দেখে মনে হচ্ছে ওটা আকাশ না, কেউ গাছের মাথায় ছাইরঙা চাঁদোয়া দিয়ে ঢেকে দিয়েছে। আর ঝাঁঝরি দিয়ে জল ফেলে মজা লুটছে।
কীজানি হতেও পারে!! হরর মুভি থেকে হয়তো কখন রূপকথায় পৌঁছে গেছি!
বৃষ্টির যা খুশি করুক। আমি আর নাই। কানে হেডফোন গুঁজে পালিয়ে এলাম।
বৃষ্টির আবছা শব্দ আর মৃদু গানে হারিয়ে যাচ্ছি যেন....
in the deep....
http://www.crashsong.com/inthedeep.mp3
(গানটি 78th Academy Awards-এ Best original song বিভাগে মনোয়ন পাওয়া।)
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৩
ইলুসন বলেছেন: ডাউনলোড করলাম।