নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটুকের মামমাম

অনিক্স

কি লিখব আমি খুবই কনফিউজড। কিন্তু লিখালিখি করার অনেক শখ।

অনিক্স › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ জীবন্ত

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৯

একটা গল্প লিখতে চাইছি অনেকদিন ধরে।

কিন্তু আঙুলের ডগায় এসে আটকে থাকে প্রতিবার। কলমের নিবেও ধরেনা। মন খারাপ করে দেয় চরিত্ররা।

গল্পের বাক্যগুলো থেকে মুক্তি পাওয়া জরুরী হয়ে উঠেছে। আমায় শোষণ করে ডালপালা মেলে আবার আমায়ই জাপটে ধরছে।

নাহ। আমিই নিস্তেজ হয়ে গেলে ওদের আবার জীবন্ত করবে কে? লিখে ফেলতেই হবে। আমাকে জাপটে আমার সাথেই সমাহিত হলে শোষণের মানে কি?

হুম, লিখতে হবে।



পরদিন সকালে,

বহুক্ষণ সাড়া না পেয়ে লেখকের ঘরে গিয়ে তার দেখা পাওয়া গেল।

প্রাণহীন চোখে খাতার দিকে তাকিয়ে আছেন। যেন কিছু ভাবছেন।

কাগজে কিছু নড়ছে মনে হচ্ছে?

হুম। কয়েকজোড়া দিশেহারা চোখ।

পূর্ণতা পায়নি। মিলিয়ে যাচ্ছে একটু একটু করে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ ভোর ৬:০৭

নস্টালজিক বলেছেন: লিখে ফেলেন!

চরিত্রগুলো মিলিয়ে যাবার আগেই কলমে ধরে ফেলুন!

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

অনিক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য!!

লেখক ছাড়া ধরব কিভাবে?
তিনি যে কি ভেবেছিলেন ওদের জন্য তা কি আর আমি জানি!

২| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১০

মামুন রশিদ বলেছেন: কিন্তু আঙুলের ডগায় এসে আটকে থাকে প্রতিবার। কলমের নিবেও ধরেনা। মন খারাপ করে দেয় চরিত্ররা। গল্পের বাক্যগুলো থেকে মুক্তি পাওয়া জরুরী হয়ে উঠেছে।

লেখকের অনুভুতি চমৎকারভাবে তুলে ধরেছেন অল্প কথায় । এভাবেই লিখে ফেলুন আপনার মনে গড়ে উঠা গল্প ।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

অনিক্স বলেছেন: সময় করে পড়ার জন্য ধন্যবাদ ভাইয়া!
এটাই আমার প্রথম গল্প লেখার প্রচেষ্টা। অনেক শিখতে হবে। দুআ করবেন।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

টুম্পা মনি বলেছেন: এতটুকু লিখেছেন তাই এত প্রাণবন্ত হয়েছে, আরো লিখলে না জানি কি হত!

সব দ্বিধা ঝেরে ফেলে লিখে ফেলুন প্রিয় লেখক।

সতত শুভকামনা।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

অনিক্স বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
এটাই প্রথম গল্প লেখার প্রচেষ্টা। পরে সময় করে আবার আসবেন, ক্রিটিসাইজ করে যাবেন।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এতটুকুতেই তো মন ভরে গেল,,,,,,,

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

অনিক্স বলেছেন: ধন্যবাদ আপু।
এটাই প্রথম গল্প লেখার প্রচেষ্টা। পরে সময় করে আবার আসবেন, ক্রিটিসাইজ করে যাবেন।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

লিখুন, আপনার আরও ভালো কিছু লেখা পাবার প্রত্যাশায়.....

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অনিক্স বলেছেন: সময় করে আমার বাড়িতে আসার জন্য ধন্যবাদ ভাইয়া।
চেষ্টা করবো। এখনো নার্সারিতে......

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

পলক শাহরিয়ার বলেছেন: কেউ কমেন্ট করেনা কই? এইতো কমেন্ট করলাম।

রাইটার কেমন আছে?

চোখেরা প্রানোচ্ছল হোক। দিশেহারা বাক্যেরা পূর্ণ হোক কলম/আঙুলের প্রেমময়ী স্পর্শে...

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

অনিক্স বলেছেন: :#> ওইটা তো এমনি বলছি।
ধন্যবাদ মামা।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১

ইলুসন বলেছেন: চমৎকার লাগল লেখাটা।

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫২

অনিক্স বলেছেন: ধন্যবাদ বন্ধু।

৮| ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

ইলুসন বলেছেন: সুশীল হইয়া গেছস নাকি? বন্ধু আবার কী? দোস্ত ক!

২২ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩

অনিক্স বলেছেন: টাইপিং মিসটেক। :P

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২১

মাসুম আহমদ ১৪ বলেছেন: লেখাটা ভালা লাগছে পড়ে। অন্যরকম একটা ভাব আছে লেখায়

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

অনিক্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.