![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছন্নছাড়া
পাগলপারা
হাওয়ার তোড়ে ভাসে,
সকালবেলা
অন্যমেলায়
এই বৈশাখ মাসে!
বরফগলা
বর্ণমালা
ভিজিয়ে দেয়ার সুখ!
দুপুরবেলা
রৌদ্রছায়ায়
সেই সে প্রিয় মুখ।
রোদরাঙা
হলুদআভা
নাইতে নেমে ভাবি,
বিকেলবেলা
সবুজ ছাতায়
রোদের বাড়ি যাবি?
একটুখানি
গোধূলিবেলা
সন্ধ্যা নামে হায়,
এই গরমে
তালপাখাতে
প্রাণ জুড়ানো দায়!
আগুনরঙা
আঁধারভরা
আকাশ মরে লাজে,
মাটির ধরা
সন্ধ্যাবেলায়
ঝাঁঝ হারাতে সাজে।
ঠান্ডা লাগা
অল্প হাওয়া
ঝড়ের মাতম জাগে,
এলোমেলো মেয়ে
রাত্রিবেলায়
হারানো স্বপ্ন আঁঁকে।
- ২৭।০৪।২০১৪
ছবির উৎসঃ Click This Link
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪১
অনিক্স বলেছেন: ধন্যবাদ আপু। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন লাগল ......... অনেক শুভকামনা