![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"ভাবতেই পারো আলোর শেষে
সন্ধ্যা কেন মুচকি হেসে
সুদূরে যায় নিয়ে চলে
তোমার কথা আমায় বলে"
"ভাবতেই পারো আমরা দূরে
যেমন আছি বহুকাল ধরে
তবুও আজ মেঘের দেশে
শুধুই আমায় মনে পড়ে"
"আজ তোমার মেঘে মেঘে রঙধনু
আজ তোমার মেঘে মেঘে রঙ
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালোবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ।"
________________________________________________________________
Camera: Sony Ericsson LT18i
Camera Courtesy: নূপুর
Place Courtesy: রাজশাহী (প্রথম ছয়টা - পদ্মা গার্ডেন, শেষ ছয়টা - উপশহর হাউজিং এস্টেট)
Time & Date: সেপ্টেম্বর ০৯, ২০১২; বিকেল ও সন্ধ্যাবেলা
Lyrics Courtesy: ভাবতেই পারো (Prayer Hall)
ফ্লিকার ও ফেইসবুক
__________________________________________________________________
* হ্যাপি ছবি দেখাদেখি!!!
২২ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৫৫
অনিক্স বলেছেন: যে তুলেছেন তার কার্টেসি দেয়া আছে।
২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ১:০৮
কালের সময় বলেছেন: সেই বেলার কথা মনে পরে গেলো সাদাকাল ছবি দেখে শুভেচ্ছা থাকল
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৪
অনিক্স বলেছেন: ধন্যবাদ কালের সময়। ভালো থাকবেন।
৩| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর !!
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৫
অনিক্স বলেছেন: ধন্যবাদ !!
৪| ২২ শে জুলাই, ২০১৪ সকাল ১১:২৬
জাহাঙ্গীর.আলম বলেছেন:
ভাল লাগল ৷
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৭
অনিক্স বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০০
বোকামানুষ বলেছেন: দারুন ছবি সেই সাথে লিরিকস
২২ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩৯
অনিক্স বলেছেন: ধন্যবাদ! গানটা চমৎকার, শুনে দেখবেন।
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৪ রাত ১:০১
কলা পাতা বলেছেন: ছবিগুলো িনেজর েতালা ???????