নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুকটুকের মামমাম

অনিক্স

কি লিখব আমি খুবই কনফিউজড। কিন্তু লিখালিখি করার অনেক শখ।

অনিক্স › বিস্তারিত পোস্টঃ

আঁকিবুকি - ১

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:০৯

ছবি আঁকতে ভালো লাগে।
যখন অনুভূতি আর কথায় প্রকাশ করা সম্ভব হয় না, তখন আঁকতে বসি। তাই খুব কমই এসব নিয়ে বসা হয়।
আজ দেখাতে মন চাইলো। :)

**********

নীলাম্বরী
*****


অরণ্য ও প্রজাপতি
*****


colours
*****


roses
*****


moon & the lonely lady
*****


mother - 1
*****


landscape
*****


ময়মনসিংহ-গাজীপুর রোড, কোনো এক ক্যালেন্ডারের পাতায় ছবি পেয়েছিলাম।
*****


through the window
হোস্টেলে আমার জানালা দিয়ে দেখা যাওয়া গ্রামটা - পুলহাট, দিনাজপুর।
*****

১০
অলস দুপুর
ইন্টার্ন অবস্থায় এই বোরিং জানালার পাশে বসে বেশ কিছু বোরিং দিন কাটাতে হয়েছে। কিন্তু ওপাশের ভিউ চমৎকার সবুজ।
রামেক, রাজশাহী।
*****

১১
নীলাম্বরী - ২

**********

কেমন হয়েছে? :)
ভালো না হলেও ক্ষতি নেই, আমার ভালো লাগে। শখ বলে কথা!
হা হা হা। শুভ রাত।

মন্তব্য ২৭ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৫

***মহারাজ*** বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় আট শিল্পী ভাই ।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩১

অনিক্স বলেছেন: ধন্যবাদ ***মহারাজ***, ভালো থাকবেন।
আমি আপু।

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪

শায়মা বলেছেন: খুব সুন্দর আপুনি

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪

অনিক্স বলেছেন: সত্যি??? ধন্যবাদ শায়মা আপু। :``>>

৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: '' নীলাম্বরী '' মাস্টারপিস আপুনি

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০

অনিক্স বলেছেন: ধন্যবাদ। এটা blue morpho butterfly, রেইন ফরেস্টে পাওয়া যায়।
http://image.shutterstock.com/display_pic_with_logo/10743/10743,1233083682,7/stock-photo-a-blue-morpho-butterfly-on-a-green-leaf-latin-name-morpho-peleides-23986714.jpg এরকম একটা ছবি থেকে ওকে পেয়েছিলাম। গহীন বনে পাতার উপর নীল প্রজাপতি বসে, পাতার নিচে ঘন অন্ধকার।
এবার "মাস্টারপিস" হবে? :D

৪| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩

বংশী নদীর পাড়ে বলেছেন: শিল্পীর মনের মাধুর্য রং-তুলিতে প্রকাশ পেয়েছে। নন্দনিক সৃষ্টি।

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২১

অনিক্স বলেছেন: ধন্যবাদ বংশী নদীর পাড়ে। ভালো থাকবেন।

৫| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮

যোগী বলেছেন:
আপনার আঁকা ? কিন্তু ছবিগুলার উপরতো অন্যের নাম লেখা?

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২

অনিক্স বলেছেন: :( তবে কি Onyx লিখে সাইন দিবো?

৬| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব ছবি । সুন্দর শেয়ার । +

২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩

অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার। দারুণ...

ভালো লাগা রইলো।

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০

অনিক্স বলেছেন: dhonnobad Sumon da. :) valo thakben.

৮| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪

যোগী বলেছেন:
আপনি এমনিতেই কয়েকটা নামে সাইন দিছেন আরও একটা নামে না হয় দিবেন।

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০

অনিক্স বলেছেন: koyekta na. 2ta sudhu

৯| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১০

যোগী বলেছেন: কোনটা আপনার আকিকা দেয়া নাম?

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯

অনিক্স বলেছেন: oi 2ta

৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২

অনিক্স বলেছেন: apni hothat amar nam niye porlen keno?

১০| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩

যোগী বলেছেন:
মাঝে মাঝেই অসুস্থ হইতো তাই ডক্টরদের নাম ধাম জেনে রাখি, তবে আঁকিবুকির প্রতি কোন ইন্টারেস্ট নাই :(

১১| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪

কাবিল বলেছেন: চমৎকার সব আঁকিবুকি, ভাল লাগলো।
through the window বেশি ভাল লাগলো আপুনি।

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।

১২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর। তবে শখের বশে আঁকা সেটা বোঝা যায়। উর্বির পর ব্লগে আরেক চিত্রকরের দেখা পাইলাম। ++

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪

অনিক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭

ইলুসন বলেছেন: ভাল লাগছে কিন্তু সব তো পুরান পুরান ছবি!

০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭

অনিক্স বলেছেন: হুম। নতুন আর মোটামুটি নতুনগুলি এখনো দেয়া হয়নি। আদি থেকে শুরু করছি তো! :D
তুই কই?

১৪| ১২ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৬

পলক শাহরিয়ার বলেছেন: আর্ট ব্যাপারটা কম বুঝি আমি যদিও তোমার ছবিগুলো নিতান্ত সহজ সরল ও সুন্দর। কঠিন ও জটিল ছবিগুলো বুঝতে চাই। দুনিয়ার মাস্টারপিস ছবিগুলো দেখতে যাব ইউরোপে। সাধারন পাবলিকদের মত মোনালিসার সাথে সেলফি তোলার জন্য না। আমি শিল্পীর চোখে দেখতে চাই। আই নিড হেল্প।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.