![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি আঁকতে ভালো লাগে।
যখন অনুভূতি আর কথায় প্রকাশ করা সম্ভব হয় না, তখন আঁকতে বসি। তাই খুব কমই এসব নিয়ে বসা হয়।
আজ দেখাতে মন চাইলো।
**********
১
নীলাম্বরী
*****
২
অরণ্য ও প্রজাপতি
*****
৩
colours
*****
৪
roses
*****
৫
moon & the lonely lady
*****
৬
mother - 1
*****
৭
landscape
*****
৮
ময়মনসিংহ-গাজীপুর রোড, কোনো এক ক্যালেন্ডারের পাতায় ছবি পেয়েছিলাম।
*****
৯
through the window
হোস্টেলে আমার জানালা দিয়ে দেখা যাওয়া গ্রামটা - পুলহাট, দিনাজপুর।
*****
১০
অলস দুপুর
ইন্টার্ন অবস্থায় এই বোরিং জানালার পাশে বসে বেশ কিছু বোরিং দিন কাটাতে হয়েছে। কিন্তু ওপাশের ভিউ চমৎকার সবুজ।
রামেক, রাজশাহী।
*****
১১
নীলাম্বরী - ২
**********
কেমন হয়েছে?
ভালো না হলেও ক্ষতি নেই, আমার ভালো লাগে। শখ বলে কথা!
হা হা হা। শুভ রাত।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:৩১
অনিক্স বলেছেন: ধন্যবাদ ***মহারাজ***, ভালো থাকবেন।
আমি আপু।
২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১৪
শায়মা বলেছেন: খুব সুন্দর আপুনি
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
অনিক্স বলেছেন: সত্যি??? ধন্যবাদ শায়মা আপু।
৩| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: '' নীলাম্বরী '' মাস্টারপিস আপুনি
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০
অনিক্স বলেছেন: ধন্যবাদ। এটা blue morpho butterfly, রেইন ফরেস্টে পাওয়া যায়।
http://image.shutterstock.com/display_pic_with_logo/10743/10743,1233083682,7/stock-photo-a-blue-morpho-butterfly-on-a-green-leaf-latin-name-morpho-peleides-23986714.jpg এরকম একটা ছবি থেকে ওকে পেয়েছিলাম। গহীন বনে পাতার উপর নীল প্রজাপতি বসে, পাতার নিচে ঘন অন্ধকার।
এবার "মাস্টারপিস" হবে?
৪| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৩
বংশী নদীর পাড়ে বলেছেন: শিল্পীর মনের মাধুর্য রং-তুলিতে প্রকাশ পেয়েছে। নন্দনিক সৃষ্টি।
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
অনিক্স বলেছেন: ধন্যবাদ বংশী নদীর পাড়ে। ভালো থাকবেন।
৫| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৮
যোগী বলেছেন:
আপনার আঁকা ? কিন্তু ছবিগুলার উপরতো অন্যের নাম লেখা?
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২২
অনিক্স বলেছেন: তবে কি Onyx লিখে সাইন দিবো?
৬| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার সব ছবি । সুন্দর শেয়ার । +
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৩
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
৭| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার। দারুণ...
ভালো লাগা রইলো।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৪০
অনিক্স বলেছেন: dhonnobad Sumon da. valo thakben.
৮| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৪
যোগী বলেছেন:
আপনি এমনিতেই কয়েকটা নামে সাইন দিছেন আরও একটা নামে না হয় দিবেন।
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৪০
অনিক্স বলেছেন: koyekta na. 2ta sudhu
৯| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:১০
যোগী বলেছেন: কোনটা আপনার আকিকা দেয়া নাম?
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৯
অনিক্স বলেছেন: oi 2ta
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২
অনিক্স বলেছেন: apni hothat amar nam niye porlen keno?
১০| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৩
যোগী বলেছেন:
মাঝে মাঝেই অসুস্থ হইতো তাই ডক্টরদের নাম ধাম জেনে রাখি, তবে আঁকিবুকির প্রতি কোন ইন্টারেস্ট নাই
১১| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৪
কাবিল বলেছেন: চমৎকার সব আঁকিবুকি, ভাল লাগলো।
through the window বেশি ভাল লাগলো আপুনি।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
অনিক্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
১২| ৩১ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: সুন্দর। তবে শখের বশে আঁকা সেটা বোঝা যায়। উর্বির পর ব্লগে আরেক চিত্রকরের দেখা পাইলাম। ++
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৪
অনিক্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৭
ইলুসন বলেছেন: ভাল লাগছে কিন্তু সব তো পুরান পুরান ছবি!
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৭
অনিক্স বলেছেন: হুম। নতুন আর মোটামুটি নতুনগুলি এখনো দেয়া হয়নি। আদি থেকে শুরু করছি তো!
তুই কই?
১৪| ১২ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৬
পলক শাহরিয়ার বলেছেন: আর্ট ব্যাপারটা কম বুঝি আমি যদিও তোমার ছবিগুলো নিতান্ত সহজ সরল ও সুন্দর। কঠিন ও জটিল ছবিগুলো বুঝতে চাই। দুনিয়ার মাস্টারপিস ছবিগুলো দেখতে যাব ইউরোপে। সাধারন পাবলিকদের মত মোনালিসার সাথে সেলফি তোলার জন্য না। আমি শিল্পীর চোখে দেখতে চাই। আই নিড হেল্প।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ২:২৫
***মহারাজ*** বলেছেন: অনেক ভালো লাগলো প্রিয় আট শিল্পী ভাই ।