![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা প্রকট । আমরা আইপি এস যে টাকা খরচ করি সামান্য একটু বেশি খরচ করলে আমরা সহযে হোম সোলার সিস্টেম বসাতে পারি । এর অন্যতম সুবিধা হল
লোডশেডিং মুক্ত বিদ্যুৎ ব্যাবস্হা
কোন বিল দিতে হবে না ।
প্রায় সব প্যনেলে ২৫ বছরের গ্যারান্টি দেয়
এর একমাত্র অসুবিধা হল
ইনস্টলেশন খরচ একটু বেশি ।
একটু হিসেব করে দেখ
বর্তমান প্যনেল রেট হল প্রতি ওয়াট ৭৫ টাকা । মালেশিয়ানটা ৮৫ ।
২ ইউনিট ইলেকট্রিসিটি খরচ হয় এমন পরিবারে ৩৫০ ওয়াট প্যনেল হলে যথেষ্ট ।
খরচ
প্যনেল ৩৫০*৭৫=২৬২৫০
ব্যটারি ১৩০ এম্পিয়ার * ২ = ৩০০০০ (৫ বছরের গ্যরান্টি)
১ কিলোওয়াট ইনভার্টার = ২০০০ টাকা
ইন্সটলেশন ৬০০০
টোটাল খরচ ৬৪২৫০ টাকা ।
বিশেষ দ্রষ্টব্য ঃ আমরা সবাই যদি পারিবারিকভাবে সৌর প্রযুক্তির উপর নির্ভরশীল হয় তাহলে মনে হয় দেশে মন্ত্রী এমপিদের মিথ্যা আশ্বাস আর শুনতে হবে না ।
০১ লা মে, ২০১৩ রাত ১১:১০
ওপেস্ট বলেছেন: আপনি আলাদা আলাদা কিনলে অনেক কম খরচে পাবেন । কিছু প্রতিষ্ঠান সোলার এর নামে পাবলিকের গলা কাটছে । ৫০ ওয়াট ফুল সেট আপ ৭০০০০ টাকা পর্যন্ত নিচ্ছে অথচ খরচ হয মাত্র ৮৫০০ টাকা
২| ০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার তো আইপিএস আছে আমি কি সোলার প্যানেল আর একটু কমখরচে পাবো না? আইপি এস এর অনেক কিছুই তো সোলার প্যানেল এ কাজে লাগানো যায় ।
০১ লা মে, ২০১৩ রাত ১১:০৬
ওপেস্ট বলেছেন: আপনার প্যনেল ও ব্যটারি হলেই চলবে ।
৩| ০১ লা মে, ২০১৩ রাত ৯:৪৫
গোবর গণেশ বলেছেন: সময়োপযোগী কাজের পোষ্ট
০১ লা মে, ২০১৩ রাত ১১:১১
ওপেস্ট বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা মে, ২০১৩ রাত ১০:৩৯
ভালোরনি বলেছেন: ৬৪০০০ খরচ করে কি কি ব্যবহার করা যাবে? কাজের পোস্ট কিন্তু আরো কিছু টেকনিকাল ইনফো দরকার।
০১ লা মে, ২০১৩ রাত ১১:০৫
ওপেস্ট বলেছেন: ফ্রিজ এনার্জি লাইট টিভি সহ ইলেকইট্রসিটিতে চলে এমন সব কিছু ব্যবহার করা যাবে । তবে লোড সর্বোচ্চ ১০০০ ওয়াট হবে ।এর বেশি হলে প্রয়োজন অনুযায়ী ইনভান্টার লাগাতে হবে ১০০ ওয়াট থেকে ২০ কে ভি এ পর্যন্ত প্রচলিত ।
০১ লা মে, ২০১৩ রাত ১১:১৫
ওপেস্ট বলেছেন: ১০০টা ২০ ওয়াটের এনার্জি লাইট ১ ঘন্টা
৫০ টা হলে ২ ঘন্টা
২৫টা হলে চার ঘন্টা
১২ টা হলে ৮ ঘন্টা
৬ টা হলে ১৬ ঘন্টা
টোটাল ২ ইউনিট বিদ্যুৎ বিল আসতে যতটুকু ইলেকট্রিসিটি খরচ করতে হয় ততটুকু
৫| ০১ লা মে, ২০১৩ রাত ১১:১৯
ভালোরনি বলেছেন: হুম। ভালো। আমার ও আইপিএস ইন্সটল্ড আছে ৪৫০ ওয়াট। ইস্টার্নের ইন্ডাসট্রিয়াল বেটারিও আছে।
আরো ইনফোর জন্য কোনো লিংক বা ওয়েব সাইট কি দিতে পারবেন ভাইয়া?
০১ লা মে, ২০১৩ রাত ১১:২৬
ওপেস্ট বলেছেন: সোলার ইনভার্টার সোলারি এনার্জি লিখে সার্স দিলে হবে ।তবে জার্মানীর সোলারগুলা ভাল । ভাল প্যনেলে প্রতি ওয়াটে ০.০৬৫ এম্পিয়ার পাবেন
৬| ০২ রা মে, ২০১৩ রাত ১:০৩
পিচ্চি পোলা বলেছেন: গ্রামের বাড়ির জন্য ভাবছিলাম নিব। কিন্তু আজ নাকি আমাদের গ্রামে বিদ্যুতের খুটি চলে এসেছে।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
ওপেস্ট বলেছেন: সকাল ৮ টাই কারেন্ট গেছে আসছে বিকাল তিনটাই । নিকুছি করি এই সর্কারি বিদ্যুদের
৭| ০২ রা মে, ২০১৩ রাত ২:৩০
নিরবতা বলেছেন: যদি, নিতে চাই তবে কোথাই যোগাযোগ করবো ??
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
ওপেস্ট বলেছেন: ইলেক্ট্রনিক্স পার্টস পাইকারী বিক্রেতাদের কাছে পাবেন ।
৮| ০২ রা মে, ২০১৩ রাত ৩:০২
বাবুই পািখ বলেছেন: গ্রামের বাড়ির জন্য নিব ভাবছি।
ভালো কোনো দোকানের রেফারেন্স দিলে উপকৃত হবো।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
ওপেস্ট বলেছেন: ইলেক্ট্রনিক্স পার্টস পাইকারী বিক্রেতাদের কাছে পাবেন ।
৯| ০২ রা মে, ২০১৩ সকাল ৮:০২
রিফাত হোসেন বলেছেন: আপাতত +
কিছু প্রশ্ন করব, Click This Link
আমার এক্টা পথ দরকার সবাই আইপিএস এর দিকে ঝুঁকতে বলছে!
বর্ষা কাল শীতকাল তো প্রব্লেম হবে সৌর প্যানেল এ তাই না?
বছর এর এক্টা ক্যালকুলেশন দরকার - আইপিএস, ডেসকো রেট, জেনারেটর আর এটার উপর।
তবে আপ্নার ২ কিলোওয়াট এর হিসেবে ৩৫০ হিসাব বুঝলাম না। পড়ার জন্য বা ঘরের বাতি র জন্য যদি ১০০ ওয়াট এর ১ ঘন্টা করে ৩০ দিন ৩০০০ বা ৩ কি.ওয়াট বা ৩ ইউনিট হলে কেম্নে কি? বাকি খরচা তো পরেই রয়েছে
যাদের বিদ্যুৎ নাই তাদের জন্য পুরাই ঠিক আছে, যা সুবিধা তাই ই লাভ।
এখন আমার জন্য সল্প খরচে, সহজ রক্ষনে এর জন্য সঠিক কোনটি?
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
ওপেস্ট বলেছেন: প্রায় ১০ ঘ্টা সুর্যালোক পাওয়া যায় । ৩৫০ ওয়াট প্যনেলে প্রতি ওয়াটে
০.০৬৫ হিসেবে ৩৫০*০.০৬৫*১০=২২৭ এম্পিয়ার ডিসি ১২ ভোল্ট বিদ্যুৎ পাব যা দিয়ে প্রায় ২২০০ ওয়াট এসি বিদ্যুৎ পাওয়া যাবে ।যা দিয়ে ৪/৫ জনের পরিবারের পুর্ণ চাহিদা মিটানো যাবে ।
১০| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০
রিফাত হোসেন বলেছেন: তাহলে বলছেন ৩৫০ ওয়াট প্যানেল দিয়ে দিনে ১০ ঘন্টার উতপাদনে দিন প্রতি প্রায় ২ কিলোওয়াট সরবরাহ পাব ?
তবে আরেক্টা কথা সূর্যএর অবস্থান তো জরুরী , তাই না? আশে পাশের বিল্ডিং এর কারনে সূর্য এর পূর্ণ কিরন না পেলে দিনের আলোর আভাতে কত টুকু সার্ভিস আশা করতে পারি?
এক্টু বুঝান
অনুকূলে হলে আমি নিতে আগ্রহী আর কি , যদি আমি সাক্সেস হতে পারি ইনশাল্লাহ ভবিষ্যৎ আরো কয়েক পরিবারকে কয়েক কিলাওয়াট আই পি এস থেকে এই পরিবেশ বান্ধব পদ্ধতিতে নিয়ে আসতে পারব।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
ওপেস্ট বলেছেন: সুর্যের দিকে মুখ করে রাখতে হবে এমন টির দরকার নাই । তবে আলো যত বেশি হতে তত ভাল চার্জ হবে । তবে চাহিদার তুলনায় ১০ শতাংশ বেশি লাগানো উত্তম ।
১১| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
পুংটা বলেছেন: ব্যটারি ১৩০ এম্পিয়ার * ২ = ৩০০০০ (৫ বছরের গ্যরান্টি)...
৫ বছরের গ্যারান্টির বিষয়টা আরো জানতে চাই। কোন ব্যাটারী, কোথায় পাবো?
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
ওপেস্ট বলেছেন: ভলবো , হ্যমকো নাভানা রহিমাফরোজ এরা সোলারের জন্য ব্যটারি তৈরি করে । গাড়ির ব্যাটারি আইপিএস এর ব্যাটারিওে সোলারের ব্যাটারি প্রবুক্তিগতভাবে কিছুটা পার্থক্য আছে । সোলারের জন্য উৎপাদিত ব্যাটরিতে ৫ বছরের গ্যরা্িট দিয়ে থাকে । ব্যাটরির ডিলারদের কাছে বিস্তারিত তথ্য পাবেন ।
১২| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
আবুল হাসান নূরী বলেছেন: বর্তমানে বাজারে যেসব সোলার প্যানেল পাওয়া যায় সেগুলোর কোয়ালিটি নিয়ে নানান কথা শোনা যায়।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
ওপেস্ট বলেছেন: সত্য কথা ।১০০ ওয়াট প্যানেলে ওপেন সার্কিট কারেন্ট থাকবে ৬.৫ এম্পিয়ার । যদি এর কম হয় তাহলে ভেজাল আছে । তবে মালেশিয়ান সোলার গুলা ভাল ।
১৩| ০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
বাংলার হাসান বলেছেন: কাজের পোষ্ট, সোজা প্রিয়তে।
০২ রা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ওপেস্ট বলেছেন: ধন্যবাদ
১৪| ০২ রা মে, ২০১৩ রাত ৮:০০
ওপেস্ট বলেছেন:
১৫| ০২ রা মে, ২০১৩ রাত ৮:১৮
ভালোরনি বলেছেন: ভাই সব ঠিক আছে। পোস্টেও প্লাস। কিন্তু এখোনো অনেক টেকনিকাল জিনিস মাথার উপরে দিয়া যাইতাছে। দয়া করে আরেকটু সময় নিয়া আমার মত আবাল জনগনের জন্য আরেকটু সহজ এবং ডিটেইলস একটা পোস্ট দিয়েন (পিলিজ, আর্নেসট রিকুয়েস্ট)।
আর যেহেতু আমরা টেকনিকাল না (এমনই আবাল যে আপনার ইউনিটের হিসাব ও বুঝিনা; তাইলে বিঝেন) তাই ভাইয়া কি ভাবে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি কি কিনতে হবে, কি কি তার নাম, দাম কতো, সেগুলা কিনে কার কাছে দিলে বানাতে পারবে এইসব সহ একটা পুস্ট দিলে দিল থেইকা দোয়া দিতাম।
খরচের বেপারে বলতেছেন ৪-৫ জনের পরিবার। কিন্তু টোটাল লোড কতো হতে পারবে? ৫ রুমের একটা বাসায়, দুই টা ফ্রিজ (নরমাল + ডিপ), দুইটা টিভি, একটা পিসি, ফ্যান লাইট রেনডম ইউজ (ফেমিলি মেম্বার ৪ জন), মাঝে মাঝে ব্লেন্ডার চলে। এইরকম একটা বাসার জন্য সোলার ডিজাইন টা কেমন হতে পারে?
ভাই দয়া করে রাগ করবেন না। আপনার পোস্ট টা আসলেই কাজের। কিন্তু জিনিসটা ধরতে পারতেছিনা। তাই অনেক সিলি প্রশ্ন করতেছি হয়ত। সরি।
১৬| ০২ রা মে, ২০১৩ রাত ১১:৩৬
রিফাত হোসেন বলেছেন: @ ভালোরনি সাহেব আমিও আপ্নার সাথে একমত কিন্তু ফ্রিজ বা ব্লেব্লেন্ডার এর উপযোগী এটি না মনে হয়, খরচ বাড়াতে হবে!
দেখা যাক, লেখক খুব বিস্তারিত উত্তর দিচ্ছে না, তবুও ধন্যবাদ
১৭| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৮
মতিউর রহমান১০০ বলেছেন: ভালো পুষ্ট
১৮| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৮
মতিউর রহমান১০০ বলেছেন: ভালো পুষ্ট
১৯| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৩৮
মতিউর রহমান১০০ বলেছেন: ভালো পুষ্ট
২০| ০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৫২
অয়োময় বলেছেন: দারুন পোস্ট..........
২১| ০৭ ই মে, ২০১৩ দুপুর ১:০০
আশরাফ উদ্দিন বলেছেন: এখানে অনেকে একটু বেশী আশা করে ফেলছেন। তাদের জন্য বলি..১০০ ওয়াট সম পরিমান শক্তি পেতে হলে আপনাকে প্রায় ৪০,০০০ টাকা খরচ করতে হবে। আর সব চাইতে বড় সমস্যাটা হলো আপনি ফুল চার্জে ব্যাকআপ পাবেন মাত্র দু্ই ঘন্টা। ৬ টায় যদি সন্ধ্যা হয় তাহলে রাত ৮ টায় পর্যন্ত আপনি ৪টা ২৫ ওয়াট লাইট জালাতে পারবেন দুই ঘন্টা। তবে আমার মতে ব্যাকআপ বেশী পাবেন যদি আপনি এ. সি. কনভার্ট না করে ডি. সি. লাইট ব্যবহার করেন। আর সবার প্রধান চাহিদা হলো ফ্যান ব্যবহার করা। আর একটা টেবিল ফ্যান মিনিমাম ৫০ ওয়াট কনজিউম করে। যদি শুদু একটা টেবিল ফ্যান ব্যবহার করেন তাহলে ২৪ ঘন্টার মধ্যে আপনি ফ্যান চালাতে পারবেন ৪ ঘন্টা। তাহলে বোঝা যাচ্ছে একটা টেবিল ফ্যান ৪ ঘন্টা চালানোর জন্য আপনাকে টাকা ৪০,০০০ বিনিয়োগ করতে হবে। আর ব্যটারীর লাইফ যদি পাঁচ বছর হিসাব করেন তাহলে মাসিক খরচ পরবে মিনিমাম টাকা ৩০০। তবে আমি বলবো যাদের যাদের সামর্থ্য আছে অন্তত পক্ষে একটি করে ১০০ ওয়াটের সোলার লাগানোর জন্য এতে করে কিছুটা হলেও কারেন্ট সেভ করা যাবে। আমার ইচ্ছা আছে আগামী বছর দেশে গেলে একটা ১০০ ওয়াটের সোলার লাগানোর যদিও আমাদের আই. পি. এস আছে। আর এম্পিয়ার এর হিসাবটা একটু পরিষ্কার করে দিই ১ এম্পিয়ার = ১ * ২২০ =২২০ ওয়াট। তারমানে এম্পিয়ার কে লাইন ভোল্টেজ দিয়ে গুন করলে আপনি ওয়াট পেয়ে যাবেন।
২২| ০৭ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:০৯
েবনিটগ বলেছেন:
২৩| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৩৮
নয়ন িজয়াউল বলেছেন: ১ এম=১২ ওয়াট। আমি রিসেন্ট ০৭-০৫-২০১৬ তারিখে ১০০ amh battery(Hamko)+১০০ watt panel (superstar company) কিনেছি, যা দিয়া ডিসি ৪ টা ফ্যান ১২ ঘন্টা ৫ টা ৫ ওয়াট লাইট ৮ ঘন্টা অনায়াসে চালাতে পারবেন ২০০০০/- খরচ করে এবং তাও ব্যাটারি ৬০% utilize হবে।
২৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৫
মঈনুলরুমী বলেছেন: আমি ডেক্সটপও চালাতে চাই। সেক্ষেত্রে আমি কি করব। জানালে উপকৃত হব।
২৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১১
আববাস উিদদন বলেছেন: আসসালামুআলাইকুম।
ভাই আমি তোশিবা ডিজিটাল ফটোকপি মেশিন চালাইতে চাই। সরাসরি কোন ব্যাটারী ছাড়া। ২০০০ ওয়াট লাগে। কত কি খরচ পরতে পার জানালে উপকৃত হব। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
digitalpagla বলেছেন: কাজের পোষ্ট।
আরো বিস্তারিত কিছু জানতে চাই..
টেকনিক্যাল হেল্প পরবর্তীতে পাবো কিনা?
বাংলাদেশে সোলার প্যানেলের সোল এজেন্ট কারা?
কোন কোম্পানি ভালো হবে? তাদের সাথে যোগাযোগ কিভাবে করব।
জানালে উপকৃত হবো... কী গরম!!!!