![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে ...'রওশন এরশাদ' কি আসলেই এরশাদের বউ .. নাকি অন্য কারো বউ ... !!!
বেচারা স্বামী অসুস্থ হয়ে ৪/৫ দিন ধরে হাসপাতালে ... বেটী একবার দেখতেও গেলো না ...!!!
২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৮
মিতক্ষরা বলেছেন: http://dailyinqilab.com/2013/12/16/149011.php
এরশাদকে অহেতুক হাসপাতালে রাখা হয়েছে। লিংকে যান।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪৪
কলাবাগান১ বলেছেন: এরশাদ দুই নৌকায় ই চড়তে চান....... যেখানে বেশী লাভ.....। চোরকে বলেন চুরি কর আর গেরস্ত
৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০০
েফরারী এই মনটা আমার বলেছেন: 'আমি নির্বাচনে নেই'—মুখে এমন কথা বললেও বাস্তবে নির্বাচনে পুরোদমে সক্রিয় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) থেকেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। একইসঙ্গে স্ত্রী ও দলের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদের সঙ্গে সমন্বয় করে কাজ চালিয়ে যাওয়ার জন্য তিনি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ মেনেই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার ভিত্তিতে বণ্টনকৃত আসনসমূহে জাপা নেতারা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ওইসব আসনে দলীয় প্রার্থীদের জাপার নির্বাচনী প্রতীক 'লাঙ্গল' বরাদ্দ দেয়ার জন্য দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবরে দলের প্যাডে লিখিত চিঠি দিয়েছেন।http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMTJfMTZfMTNfMV8xXzFfOTM3MTc=
©somewhere in net ltd.
১|
১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৪
মিতক্ষরা বলেছেন: রওশন খুবই ভালো একটা বউ। এরশাদের এত এত নারী গমনের পরেও তিনি শুধুমাত্র এরশাদের প্রতিই বিশ্বস্ত।
এরশাদ তো নিজেই বলেছেন যে তিনি অসুস্থ নন। সবই রাজনীতির খেলা।