নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্নীলার বাঁধন

হ্নীলার বাঁধন

ওপেস্ট

যা কিছু ভাল তার সাথে আমি । স্বতন্ত্র

ওপেস্ট › বিস্তারিত পোস্টঃ

মানবতার শত্রু অ্যারিয়েল শ্যারনমুক্ত হল পৃথিবী

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০১



ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন রাজধানী তেলআবিবের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আট বছর কোমায় থাকার পর তার মৃত্যু হল।



ইসরাইলের সামরিক রেডিও জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শ্যারন শনিবার ৮৫ বছর বয়সে মারা গেছেন। ২০০৬ সালের ৪ জানুয়ারি মানবতার শত্রু শ্যারন স্ট্রোক করে কোমায় চলে যান। তারপর থেকে গত আট বছর অচেতন অবস্থায় ছিলেন তিনি।



ফিলিস্তিনের কুখ্যাত সাবরা-শাতিলার গণহত্যাসহ অসংখ্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত শ্যারন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।



শ্যারনের মৃত্যুতে ফিলিস্তিনের পক্ষে তাতক্ষণিক প্রতিক্রিয়ায় ফাতাহ আন্দোলনের সিনিয়র কর্মকর্তা জিবরিল রাজুব বলেছেন, “শ্যারন ছিল একজন অপরাধী। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের মৃত্যুর জন্য সে দায়ী। যুদ্ধাপরাধী হিসেবে তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে দেখতে চেয়েছিলাম।



ওদিকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শ্যারনের মৃত্যুকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করে বলেছে, ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হাত নিয়ে এক দাগী অপরাধী পৃথিবী থেকে বিদায় হয়েছে

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

নিয়ামুল ইসলাম বলেছেন: ইজরাইল ধ্বংস হোক X( X(

২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭

আহলান বলেছেন: দেশে বিদেশে যত শ্যারন শ্যারনি আছে তারা কি এর থেকে শিক্ষা নেবে?

৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

খেয়া ঘাট বলেছেন: শ্যারনের অপর নাম ছিলো বোলডোজার। এতোনির্মম ছিলো লোকটা।

১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

ওপেস্ট বলেছেন: জাহান্নাম এর নিকৃষ্ট কিট

৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯

রামন বলেছেন:
যুক্তরাষ্ট্র তার এক একনিষ্ঠ দোসরকে হারাল।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

বেলা শেষে বলেছেন: Dedicated to
অ্যারিয়েল শ্যারন:
আহলে-কিতাব ও মুশরেকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অধম।
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَـئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ

৬| ১২ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:১০

নানাভাই বলেছেন: মরার আগে এই হারামজাদারে আল্লাহ ৮ বছর কমা`র মইধ্যে রাখছিল।দুনিয়ার বিচার তো পাইছে, অখন পরকালের বিচার...............।
আহলান বলেছেন: দেশে বিদেশে যত শ্যারন শ্যারনি আছে তারা কি এর থেকে শিক্ষা নেবে?
একমত।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৫

হেডস্যার বলেছেন:
আলহামদুলিল্লাহ ! :D
দোয়া করি চিরিকাল জাহান্নামে থাকো।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯

আদম_ বলেছেন: গো টু হেল শ্যারন, হট হট উট পাখির আন্ডা ইজ ইগারলি ওয়েটিং ফর ইউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.