নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্নীলার বাঁধন

হ্নীলার বাঁধন

ওপেস্ট

যা কিছু ভাল তার সাথে আমি । স্বতন্ত্র

ওপেস্ট › বিস্তারিত পোস্টঃ

‘রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রে নিহত হয়েছে ৬০০ দায়েশ সদস্য’

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:২০



রাশিয়ার সামরিক বাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। ভূমধ্যসাগর এবং কাস্পিয়ান সাগর থেকে এ সব ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এর আঘাতে সিরিয়ার দেইর আজ-জোহর প্রদেশে এ সব সন্ত্রাসী নিহত হয়েছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ কথা জানিয়েছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে দেয়া প্রতিবেদনে এ কথা জানান তিনি। এতে বলা হয়, আজ (শুক্রবার) কাস্পিয়ার সাগরের রুশ নৌবহর থেকে ১৮টি ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। সিরিয়ার রাক্কা, ইদিলিব এবং আলেপ্পো প্রদেশে এসব হামলা করা হয়।

রুশ ১০টি যুদ্ধ জাহাজ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এরমধ্যে ছয়টিই ছিল ভূমধ্যসাগরে। এর আগে বুধবার ভূমধ্যসাগরে অবস্থানরত রুশ নৌবহর থেকে ১৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। এতে আলেপ্পো ও ইদলিব প্রদেশে সন্ত্রাসীদের সাতটি গুরুত্বপূর্ণ অবস্থান সম্পূর্ণ ধ্বংস হয়। এ ছাড়া গত চারদিনে সিরিয়ায় রুশ বিমান বাহিনী ৫২২ দফা অভিযান চালিয়েছে। অভিযানে অংশগ্রহণকারী বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে উল্লেখ করে শোইগু আরো বলেন, এখন ৬৯টি রুশ জেট বিমান দিনে ১৬৯ দফা অভিযান চালাচ্ছে । @রেডিও তেহরান

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪২

রাহমান বিপ্লব. বলেছেন: আমি একটা বিষয় বুঝিনা, এই ধরনের হামলায় নিহত ছয়শত লোক কীকরে গুনলো তারা?

আর এতগুলো আর্মড ক্যাডার মারতে গিয়ে কী পরিমান নীরিহ মানুষ মারা পড়তে পারে, তা কল্পনা করতে পারেন!!?

২১ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৫

ওপেস্ট বলেছেন: সিরিয়া তো শ্নশানে পরিনত হয়েছে ওখানে মানুষ পাবেন কই ? আর ক্রুজ মিসাইল খুবই অত্যাধুনিক এগুলা আই এস ঘাটিতে সুনিদ্রিষ্ট লক্ষ বসতুতে আঘাত হানতে পারে । এতে বেসামরিক লোকজন হতাহতের সম্ভাবনা খুবই নগন্য ।

২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৪৩

রাহমান বিপ্লব. বলেছেন: আমি একটা বিষয় বুঝিনা, এই ধরনের হামলায় নিহত ছয়শত লোক কীকরে গুনলো তারা?

আর এতগুলো আর্মড ক্যাডার মারতে গিয়ে কী পরিমান নীরিহ মানুষ মারা পড়তে পারে, তা কল্পনা করতে পারেন!!?

৩| ২১ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৫২

ফাটা কেষ্ট (ফটিক) বলেছেন: জয় হোক পুটিনের । ছব ছন্ত্রাছী নাড়েরা এ পিথীবিটারে ধংস করি ছাড়লো । ছত্যি ভালো হয়েচে । হরে কৃষ্ণ রাম রাম....... সব ভগবানের লিলা খিলা । ওদের জন্যি বাঙলা ভারত কুনোটি দেশ শান্তিতে থাকবার পাচ্চে না ।

৪| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

খোলা মনের কথা বলেছেন: তেমন কোন আলামত তো পেলাম নারে ভাই

৫| ২১ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৯

রাহমান বিপ্লব. বলেছেন: লেখক@ "সিরিয়া তো শ্নশানে পরিনত হয়েছে ওখানে মানুষ পাবেন কই" কত লাখ লোক সিরিয়া ছেড়েছে ভাই? ঐখানে সব জঙ্গিরাই আছে এখন??

"আর ক্রুজ মিসাইল খুবই অত্যাধুনিক এগুলা আই এস ঘাটিতে সুনিদ্রিষ্ট লক্ষ বসতুতে আঘাত হানতে পারে । এতে বেসামরিক লোকজন হতাহতের সম্ভাবনা খুবই নগন্য ।" আমার জানা নাই এধরনের যুদ্ধকালীন ক্ষেপনাস্ত্র প্রস্তুত হয়েছে কিনা, যা মানুষের মাইন্ড রিড করে কেবল অপরাধীদের ওপরই কার্যকর হয়! আপনি হয়তো আইএস এলাকা গুলোর বাসিন্দাদের কথা মাথায় রাখছেন না। বহু বেসামরিক লোক ব্যাপক ভাবে সেখানে বসবাস করতে বাধ্য হচ্ছে। আইএস আমেরিকার সৃষ্টি মানে এই নয় বাশারকে রক্ষায় লাখো মানুষ মারাটা পুতিন-ইরানের জন্য বৈধ হবে। ওয়ার ক্রাইম ইজ অলওয়েজ ওয়ার ক্রাইম।

গুনে গুনে ৬০০ জঙ্গিই মারা গেল, অত্যাধুনিক অস্ত্র সাধারন মানুষকে হত্যা করেনি! হাউ ফানি!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.