![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো পথ অনুসরণ করি না, আমি নিজের রাস্তা তৈরি করি।
আপনি জানেন কি?
বাংলা বছরের প্রথম মাস "বৈশাখ" নয় "অগ্রহায়ণ"।
"অগ্র"- অর্থ "আগে", আর
"হায়ণ" - অর্থ "বছর"
তাই বাংলা নববর্ষ হলো ১লা অগহায়ন।
আপনি জানেন কি?
বাংলা বছরেরে প্রনয়ণ ও বিবর্তনে একমাত্র ও একছত্র অবদান রয়েছে মুসলমান দের?
বাংলা সাল প্রনয়ন করেন সম্রাট আকবর। এ কাজের দায়িত্ব সম্রাট দিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানী আমির ফতুল্লাহ শিরাজী কে। বাংলা সাল প্রণয়ন করা হয়েছিল "আরবী" হিজরি বর্ষ অনুসারে।
আমরা বর্তমানে যে বাংলা বর্ষ পেয়েছি এটা মডিফাই করেছেন ড. মুহাম্মদ শহীদুল্লাহ।
বাংলা সাল প্রনয়নে হিন্দুদের অবদান নিছক দাবি মাত্র।
তাই বাংলা সাল শুধু মাত্র মুসলিমদের সম্পদ।
কিন্তু ১লা বৈশাখ কখনোই বাংলা নববর্ষ ছিলো না।
বাংলা সালে শুধুমাত্র ১লা বৈশাখ-ই সম্ভবত হিন্দু দের আবিষ্কার।
অনেকে বলে ও হিন্দু রাও দাবি করে যে, "১লা বৈশাখ নাকি তাদের ধর্মীয় উৎসব!"
এ প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের কে হিন্দু ধর্মের অবস্থা একটু দেখতে হবে।
কোন এক সাহিত্যিক বলেছিলেন (নাম মনে পড়ছে না), যে "নেহাতই রবীন্দ্রনাথ নিষেধ করে গেছেন, নইলে এত দিন হিন্দুরা রবীন্দ্রনাথের মূর্তি পূজা শুরু করে দিতো।"
আপনারা এই তথ্য নিশ্চই জানেন যে, এখন ভাররতের বিভিন্ন জায়গায় "অমিতাভ বচ্চন" কে "পূজা" করা হয়।
তাহলে এখন আপনারা নিশ্চই বুঝতে পারছেন যে হিন্দু দের "দেবতা" ও "উৎসব" কিভাবে সংযোজিত হয়।
তেমনি, ১লা বৈশাখ মোটেও তাদের আদি ধর্মীয় উৎসব নয় এটা তাদের সংযোজিত উৎসব।
কিন্তু এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে, হিন্দু রা খুব ভালো ভাবেই ১লা বৈশাখ কে নিজেদের করে নিয়েছে। "মঙ্গল শোভাযাত্রা" য় তাদের দেবতাদের মূর্তি সংযোজন করে।
তাই নিঃসন্দেহে ১লা বৈশাখ "হিন্দুদের উৎসব" - আদি ধর্মীয় উৎসব না হলেও "সংযোজিত ধর্মীয় উৎসব" তো বটেই।
তাই ঈমান রক্ষার্থে মুসলিম দের উচিত ১লা বৈশাখের প্রচলিত কর্মকান্ড থেকে দূরে অবস্থান করা।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৮
অপঠিত দৈনিকী বলেছেন: আমিও সেটাই বলার চেষ্টা করেছি। তবে সমস্যা আছে কি না সেটা নির্ভর করে তার ব্যাক্তিগত বিশ্বাসের ওপর(যদি বিশ্বাস বিরোধী কিছু উৎসবে থাকে)। ও সেই বিশ্বাসের সাথে বিবেকের সম্পর্কের ওপর।
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: সেটাই, সহমত।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২০
অপঠিত দৈনিকী বলেছেন: ধন্যবাদ
৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪
প্রামানিক বলেছেন: আগে উৎসব বলতে ১লা বৈশাখে হালখাতা ছিল। তহশিল অফিসে খাজনা আদয়ের পুন্না হতো। ঢোল ডাঙর নিয়ে এত হৈ হৈ রৈ রৈ ছিল না। এরকম হৈ হৈ রৈ রৈ শুরু হয়েছে অল্প কয়েক বছর হলো।
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩
অপঠিত দৈনিকী বলেছেন: অতি সত্য কথা বলেছেন।
৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫
মুসাফির নামা বলেছেন: বাংলা বর্ষ নেহায়েৎ কৃষকদের চাষাবাদের সুবিধার্তে এবং খাজনা আদায়ের সুবিধার্তে প্রবর্তিত।তবে এই অঞ্চল প্রাচীন কাল থেকে কৃষিবৃত্তিক হওয়াতে প্রকৃতি পূজারিরা এবং সনাতন ধর্মাবলম্বীরা কিছু বিশ্বাসকেন্দ্রিক অর্চনা এই সময়ে করত। ব্যাপক কুসংস্কার তথা শির্ক ভিত্তিক হওয়াতে মুসলিমদের সেসব পরিহার করা উচিৎ, তবে উৎসবে সমস্যা থাকার কথা না।তবে যাদের ধর্মীয় বিশ্বাস তারা চাইলে পালন করতে দেওয়া উচিৎ।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫
অপঠিত দৈনিকী বলেছেন: অবশ্যই সবার স্বাধীনতা আছে। এমনকি কোনো মুসলিম যদি শির্ক করে তাকে সতর্ক করা ছাড়া আপনারো করার কিছুই নাই।
৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২
সদালাপি বলেছেন: সহমত
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
অপঠিত দৈনিকী বলেছেন: ধন্যবাদ
৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
সুমন কর বলেছেন: লেখাটির উৎস দিলে ভালো হতো।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৪
অপঠিত দৈনিকী বলেছেন: উৎস্য দিতে না পারায় দুঃখিত। প্রথম টুকুর তথ্য বাংলা উইকি তেই পাবেন। আর পরের টুকু একটু কষ্ট করে বের করতে হবে। আমিও বিভিন্ন জায়গাই আগে পড়ে ছিলাম। বই গুলোর নাম মনে না থাকায় উৎস্য দিতে পারিনি। আর লেখার সময় মনে হয়েছে যুক্তি নির্ভর লেখা লিখছি তাই উৎস্যের কথা মাথায় আসেনি।
৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
বার্ণিক বলেছেন: অতি সত্য কথা। তবে আকবরকে কি মুসলমান বলা যায়?
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭
অপঠিত দৈনিকী বলেছেন: বাহ্যত দৃষ্টিতে একজন মুনাফিকও মুসলমান পরিচয় ধারণ করে। এ ক্ষেত্রে সে পরিচয়ে মুসলমান হলেও মুমিন নয়। আর আকবরের বিষয় টি শুধু বিতর্কের বিষয় ই নয় বরং প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গবেষনার বিষয়ও বটে।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
-সাইরাস বলেছেন: আপনাদের অশেষ ধন্যবাদ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য । আগে ভাবতাম, মংগল শোভাযাত্রা একটি সার্বজনীন বাংগালী সংষ্কৃতি । তবে সাম্প্রতিক লেখাগুলো থেকে বুঝতে পারছি এটি মূলত একটি ধর্মীয় আচার । এবার আর যাচ্ছি না সেখানে
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪
বিজন রয় বলেছেন: হ্যাঁ, হিন্দুদের উৎসব। তবে অন্য ধর্মের জন্য কোন দোষের নয়।