নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্ভবত আমি একটা পাগল! কারণ, কে যেন বলেছিলো, পাগল নিজে বুঝতে পারে না যে- সে পাগল হয়ে গেছে।

অপঠিত দৈনিকী

কারো পথ অনুসরণ করি না, আমি নিজের রাস্তা তৈরি করি।

অপঠিত দৈনিকী › বিস্তারিত পোস্টঃ

গনিতের ম্যাজিক ট্রিক: যাদুর বর্গক্ষেত্র!

১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:০৩

বন্ধুরা আজ আমি তোমাদের একটি মজার জিনিস সেটি হলো ম্যাজিক স্কয়ার বা যাদুর বর্গক্ষেত্র।

গণিতের এই ম্যাজিক ট্রিক হয়তো আগেও তুমি দেখেছো। কিন্তু কিভাবে করতে হয় ট্রিক টি হয়ত জানোনা।

এই বর্গক্ষেত্রে জাদুকর বা ম্যাথ জিনিয়াস একটি 4x4 বর্গক্ষেত্রে দর্শকের দেওয়া যেকোন সংখ্যা সব দিক থেকে আশ্চর্য ভাবে মিলিয়ে দিয়ে থাকেন।

ভিডিও টিতে আমি বিস্তারিত ভাবে সব বলে দিয়েছি। ভিডিও টি দেখে ম্যাজিক টি শিখে নাও।

এখান থেকে দেখতে সমস্যা হলে সরাসরি ইউটিউব এ গিয়ে দেখো। ইউটিউব লিংক https://youtu.be/PydP4uzY2Cc

ঠিকাছে আজ ম্যাজিক টি শিখে বন্ধুদের মাঝে হয়ে যাও একজন "ম্যাথ জিনিয়াস"

https://youtu.be/PydP4uzY2Cc

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.