নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্ভবত আমি একটা পাগল! কারণ, কে যেন বলেছিলো, পাগল নিজে বুঝতে পারে না যে- সে পাগল হয়ে গেছে।

অপঠিত দৈনিকী

কারো পথ অনুসরণ করি না, আমি নিজের রাস্তা তৈরি করি।

অপঠিত দৈনিকী › বিস্তারিত পোস্টঃ

পৃথিবী কেনো সুর্যের চার পাশে ঘুরছে? সূর্যের মহাকর্ষ টানে সূর্যের ভেতরে গিয়ে পড়ছে না কেনো? (ভিডিও ব্লগ)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৪৯

পৃথিবী কেনো সুর্যের চার পাশে ঘুরছে? সূর্যের টানে সুর্যের ভেতরে গিয়ে পড়ে না কেনো

এ বিষয় নিয়ে একটি ব্লগ লিখেছিলাম যেটি সামুতে মুটামুটি জনপ্রিয় একটি পোষ্ট ছিলো। তাই এই টপিক নিয়ে ভিডিও এনেমেশন বানালাম।

ভিডিও টি এখানে এম্বেড করে দিলাম


এখান থেকে দেখতে প্রবলেম হলে সরাসরি ইউটিঊবে গিয়ে দেখুন,
ইউটিউব লিংক
https://youtu.be/YQb7mbeMIS4

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৬

চাঁদগাজী বলেছেন:


ভিডিওটি মোটামুটি ভালো, বর্ণনায় গলা আরো নরম হওয়ার দরকার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩২

অপঠিত দৈনিকী বলেছেন: ধন্যবাদ

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫০

জাহিদ হাসান বলেছেন: এই ইসলামী বিজ্ঞানীর গবেষনা দেখুন। পুরাই হাস্যকর।
এই ইসলামী বিজ্ঞানীর গবেষনা দেখুন। পুরাই হাস্যকর।


০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

অপঠিত দৈনিকী বলেছেন: পোষ্টের সাথে অপ্রাসংগিক মন্তব্য না করলেই খুশি হব।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩২

চাঁদগাজী বলেছেন:


@জাহিদ হাসান ,

এসব মোল্লাদের মাথায় কদুর তেল দিলে মাথা ঠিক থাকে।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:০৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই সমস্ত ইস্লামী বিশেষ + অজ্ঞদের মাথা যে মাঝে মাঝে ঘোরে, তা কিসের কেন্দ্র করে ঘোরে আগে সেটা নির্ণয় করা জরুরী।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৫

অপঠিত দৈনিকী বলেছেন: পোষ্টের সাথে অপ্রাসংগিক মন্তব্য না করলেই খুশি হব

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: ভিডিওর ৩:৫৭ এই সময়ে বলা হচ্ছিল যে পৃথিবীকে যেই আদিবেগে লঞ্চ করা হল সেই আদিবেগে সূর্যে ফিরে আসবে। মাথার উপর দিয়ে গেল। মাথায় ঢুকায় দিতে পারলে খুশি হইতাম।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৬

অপঠিত দৈনিকী বলেছেন: বলেছি, যে আদিবেগে পৃথিবী কে নিক্ষেপ করা হবে সেই পরিমান আদিবেগ সংরক্ষিত থাকবে।

অর্থাৎ ১ মি/সে বেগেই লঞ্চ করা হোক বা ১০০০০০ মি/সে বেগে ঠিক সেই পরিমান বেগ এখন পর্যন্ত সংরক্ষিত আছে।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৫

সাকিবুল ইসলাম সাজ্জাদ বলেছেন: সেটা তো বুঝেছি কিন্তু এগজেক্ট কথাটা ছিল ওই বেগে সূর্যে ফিরে আসবে। কিভাবে সূর্যে আবার ফিরে আসবে সেইটাই জানতে চাচ্ছিলাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৪৩

অপঠিত দৈনিকী বলেছেন: কারণ নিক্ষেপের বেগ যদি যথেস্টহ না হয় তব্র পৃথিবী কক্ষ পথে যাব না, আর এক্ষেত্রে এটি হব্র প্রজেক্টাইল মোশন, প্রজেক্টাইল মোশনের নিক্ষেপন বেগ আর অবতরণ বেস সর্বদা সমান হয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.