নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্ভবত আমি একটা পাগল! কারণ, কে যেন বলেছিলো, পাগল নিজে বুঝতে পারে না যে- সে পাগল হয়ে গেছে।

অপঠিত দৈনিকী

কারো পথ অনুসরণ করি না, আমি নিজের রাস্তা তৈরি করি।

অপঠিত দৈনিকী › বিস্তারিত পোস্টঃ

ভিডিও ব্লগ - বাংলায় পাইথন টিউটোরিয়াল সিরিজ! পর্ব ১

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১১

পাইথন একটি গুরুত্বপূর্ন প্রগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিগেনার ও প্রো সবার জন্য। আপনি যদি এমন একটি ল্যাঙ্গুয়েজ শিখতে চান যেটি দিয়ে মুটামুটি সব ধরণের কাজ কর যাবে তবে আমি আপনেকে পাথ শেখার জন্য বলব।

এই টিউটোরিয়াল সিরিজ টি একদম বিগেনার দের জন্য, এবং যারা অলরেডি অন্য ল্যাঙ্গুয়েজ জানেন তাদের জন্য এটি অত্যন্ত সহজ হবে, তাই মিস করবেন না!

আর আজকের প্রথম পর্বে আমরা পাইথন ইনষ্টল করব ও প্রোগ্রামিং এর জন্য যা যা লাগে সব ঠিক ঠাক করব! এবং পাথন কি কাজে লাগে সে ব্যাপারে আলোচনা করব!

আর একটু ইনফরমেশন দেই আপনাদের,
প্রযুক্তির ভবিষ্যত হলো আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স এজন্য পাইথন একটি অত্যাবশ্যক ল্যাঙ্গুয়েজ।
তাছাড়া ডেটা সাইন্টিষ্টিষ্ট হতে চাইলে তো পাইথন আপনার জন্য অপরিহার্য!

ভিডিও টি ইমব্যাড করে দিলাম, এখান থেকে সেখতে সমস্যা হলে নিচের লিংকে গিয়ে দেখুন!




ইউটিউব লিংকঃ https://www.youtube.com/watch?v=QJtuhoOfGp0

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


বাংলায় শিখে কি লাভ হবে?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

অপঠিত দৈনিকী বলেছেন: গাজী সাহেব, আপনার সেন্স অব হিউমার ভালো

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

চাঁদগাজী বলেছেন:


আমি হিউমার করতে চাইনি, আমি জানতে চাচ্ছি যে, বাংলায় পাইথনের প্রয়োগ আছে কিনা?

০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৩

অপঠিত দৈনিকী বলেছেন: আপনার মাথায় আইডিয়া আসলে অবশ্যই প্রয়োগ করতে পারবেন!

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:০১

অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: খুব তাড়াতাড়ি আপডেট দিয়েন,বেশিরভাগ সিরিজগুলোই অনিয়মিত ,পারলে ১ মাসের মধ্যে সবগুলো পর্ব শেষ কইরেন।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৪

অপঠিত দৈনিকী বলেছেন: Yes of course. I have already prepared ৫ videos. So, do not think about discontinuity.

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

ফয়সাল রকি বলেছেন: প্রিয়তে রাখলাম। পরবর্তী পর্বগুলোর অপেক্ষা রইলো।

৬| ০৫ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১১

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার মতে কোডিং এর শুরুটা পাইথনে করলে ভালো। তবে রানটাইমটা বেশি। এজন্যই পাইথন দিয়ে অপারেটিং সিস্টেম লেখা হয় না সাধারণত।

ভিডিও দেখার সময় নেই। তবে সাধুবাদ রলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.