![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোল্ডেন আইফোন ও একটি বন্ধুত্ব !
রাগ হলে কাঠে পেরেক পুতার গল্পটা আমরা সবাই হয়তো জানি l কাঠ থেকে পেরেক তুলে নিলেও দাগ থেকে যায় l কথা এমন একটা জিনিস যা মুখ থেকে একবার বের হয়ে গেলে আর ফিরিয়ে নেয়া যায়না l একই কথা একভাবে বললে মানুষ রেগে যায়, আবার আরেকভাবে বললে ভালোবেসে কাছে টেনে নেয় l কথা কিন্তু একই, শুধু বলার ধরণটা ভিন্ন l কতো রকমের কথাইতো মানুষ বলে আর কতো রকমের কথাইতো শুনতে হয় l এই যেমন.. বাঁকা কথা, সোজা কথা, প্যাঁচানো কথা, ঠ্যাস মারা কথা, কথার কোন ঠিক নেই ! কিন্তু কথারও একটা সীমা আছে l সব কথা সব জায়গায়, সব পরিস্থিতিতে বলা যায়না, বলাটা অনুচিত l মনের নিয়ন্ত্রণ হারালেও কথার নিয়ন্ত্রণ রাখাটা অতীব জরূরী l কিন্তু বাছাধন! এটা পারে কজন ?
মা বাবা তুলে কোন কথা বলার আগে হাজার বার চিন্তা করা উচিত l পরিবারের থেকে স্পর্শকাতর জায়গা মানুষের আর কোনটাই হতে পারে না l একটি জারে বালি আর পাথর রাখার গল্পটা যদি আমরা জেনে থাকি তাহলে পরিবার কি জিনিস তা ভালো করে বুঝতে পারব l বন্ধুরা এক জায়গায় হলে একটু মজা করবে, চলবে একে অন্যকে পঁচানো, না হলে কিসের আড্ডা, কিসের বন্ধুত্ব l বন্ধুদের সাথেই আমরা আমাদের বেশীরভাগ মজার সময় কাটায় l এই বন্ধু যখন বাপকে তুলে কথা বলে, গায়ে হাত তুলতে চায়, অধিকারের কথা বলে, তখন রাগ হয়না জানো, আমি সত্যি বলছি একটুও রাগ হয়না কিন্তু কষ্ট লাগে, খুব খুব কষ্ট লাগে ! অপমানিত, লজ্জিত তুমি, মনে ডালপালা বিস্তারে ব্যাস্ত তোমার কষ্টগুলো ! 'কষ্ট নেবে কষ্ট!? আমার কাছে হরেকরকমের কষ্ট আছে, নীল কষ্ট, লাল কষ্ট . . . l'
একবার আমরা বন্ধুরা প্লান করি সকালে সাইকেল রাইড এ বের হব l সবার একসাথে হওয়ার কথা ছিল ধানমন্ডিতে তারপর ওখান থেকে শুরু হবে আমাদের রাইড l
আমার বাসা আর আরেক বন্ধুর বাসা
একই জায়গায় হওয়াই আমরা দুজন সকালে একসাথে ধানমন্ডি যাওয়ার প্লান করি l সকালবেলা ও আমার বাসার সামনে এসে আমাকে ফোন দেয় l আমার নামতে একটু দেরি হওয়াই সে আমাকে রেখেই চলে যায় l
সেদিন আমার রাগ হয়নি বরং আমি অনেকবেশী কষ্ট পেয়েছিলাম l
আমার এত দিনের বন্ধু আমার সাথে এমন করতে পারল ! আসলে সেদিন আমার বিশ্বাস হচ্ছিলো না যে ও এমন একটা কাজ করছে বা করতে পারে l মনের কষ্ট মনে রেখেই সেদিন রাইড এ গিয়েছিলাম l তাকে কিচ্ছুটি বলিনি শুধু একটা কালো কষ্ট বয়ে বেরিয়েছি মনের ভেতর l মাঝে মাঝে এমন কিছু লোক এমন কিছু কাজ করে তা বিশ্বাস করা খুবই কঠিন হয়ে পড়ে l মন থেকে মেনে নেয়া যায়না আমিও নিতে পারিনি l আজও কথাটা মনে পড়লে আমার বিশ্বাস ই হয়না যে আমার বন্ধু আমার সাথে এমন একটা কাজ করছে বা করতে পারে l
বন্ধুত্ব তৈরী করা কঠিন কিন্তু ভাঙ্গা খুবই সহজ l এই বস্তাপঁচা কথার সাথে আমরা সকলে পরিচিত l আসলে বাস্তবতা বস্তাপঁচা হয় l একটি কথা বা একটি কষ্টদায়ক ছোট ঘটনা ভেঙ্গে দেয় তিলে তিলে গড়ে ওঠা একটা সম্পর্ক, একটা স্বপ্ন, একটা ভালবাসা l
কি নিয়ে গর্ব কর তুমি l সবই বাপের টাকা ! নিজের টাকায় যেদিন কিছু কিনবে সেদিন গর্ব করবে, ভাব দেখাবে l অন্যের ধনে পোদ্দারি সবাই করতে পারে l নিজে আয় করলে বোঝা যায় টাকা কি ধন রে !
সময় মানুষকে বদলে দেয় নাকি মানুষ সময়কে বদলে দেয় l চেনা মানুষ গুলো কেমন যেন অচেনা হয়ে যায় এই সময়ের কল্যাণে l লালনের গানের কথা মনে পড়ে গেল . ."সময় গেলে সাধন হবে না. . . l"
আইফোন অনেক দামি l আর যদি হয় গোল্ডেন কালার তাহলে এর ব্যবহার কারী একে অনেকবেশী দামি মনে করে ! গোল্ড বলে কথা !সযত্নে টিসু সহকারে মুছতে থাকে স্ক্রিন !
হেড ফোনটি খুব যত্ন করে গুছিয়ে রাখে বাক্স এর ভিতর ! যেন গোপন ধন লুকানো !
সবার মন গোল্ডেন আইফোনের মতো দামি হয়ে উঠুক l বন্ধুত্ব ভাঙ্গার কষ্ট যেন কেউ না পায় l মনকে যেন সবাই আইফোনের মত যত্ন করে, ভালবাসে l সুন্দর মন সুশীল সমাজ l মনুষত্বের জয় হোক, ছড়িয়ে যাক মন থেকে মনে . . .
©somewhere in net ltd.