নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ইন্তেকাল করেছেন..!
এই আশরাফ সাহেবই ৫ মে, ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশের দিন হেফাজতকে সন্ধ্যার আগে শাপলা চত্বর ছাড়ার আল্টিমেটাম দিয়েছিলেন।তারপর ইতিহাসের এক বর্বর হামলার চালানো হয় নবীপ্রেমিক তাওহীদি জনতা ,আলেম-উলামায়ে কেরাম ও মাদ্রাসার ছাত্র ভাইদের উপর।
তিনি আরোও বলেছিলেন--- ‘‘হেফাজত লেজ গুটিয়ে চট্রগ্রাম চলে গেছে’’কিন্তু আজ হেফাজত ঠিকই রয়ে গেছে আফসোস সৈয়দ আশ্রাফ চলে গেছে
সৈয়দ আশরাফ সাহেব জীবিত থাকাকালীন বলতেন,--"আমি হিন্দুও নই,মুসলিমও নই!আমি সব ধর্মের!!
এখন জাতি উনার লাশকে কি করবে?
উনি তো হিন্দু ধর্মের লোক নয়, আবার মুসলিম ও নয়।
এটা কি সম্ভব হবে?
এক অংশ কবরে আর এক অংশ আগুনে।
৫ সেপ্টেমবর ২০১১ প্রথম আলোতে তার একটি বক্তব্য প্রকাশ পায়।
কিশোরগন্জ শোলাকিয়ার ঈদগাহের ময়দানে জানাজার ছবি ।
সবার সুন্দর মতামত আশা করছি।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
ঢাবিয়ান বলেছেন: @নাহিদ০৯ , মৃত ব্যক্তির বামে মিথ্যা প্রসংসা ও গুনগান করে পোস্ট দেয়া যাবে কিন্ত মৃত্যর পর তার সত্যিকারের চেহারা তুলে ধরাটা অন্যায় বলছেন? তাহলেতো এই বিশ্বের তাবৎ ইতিহাসবিদ আপনার দৃষ্টিতে বিড়াট পাপী এবং গুনাহগার। এই বিশ্বের সকল ইতিহাসবিদ যদি আপনার মত হত তাহলে আমাদের জানাই হত না, হিটলার, অত্যাচারী ফারাও, রোমান সম্রাটদের সম্পর্কে!!!
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০১
মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: আমি সুন্দর মন্তব্য করতে পারি না।
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৯
নাহিদ০৯ বলেছেন: এরকম বিষয় নিয়ে পোস্ট না দেওয়াই ভালো। উনি মারা গেছেন, মৃত লোক কে নিয়ে আর টানাটানি না করাটাই সমিচিন।
আমাদের মাঝে কেউ যদি এমন কোন খারাপ কাজ করে বসে যা কিনা আল্লাহ্র আদেশ বিরুদ্ধ বা নৈতিক চরিত্র বিরুদ্ধ কিংবা অন্যের জন্য মর্যাদাহানিকর, সেক্ষেত্রে তার উচিৎ তা গোপন রাখা এবং কৃতকর্মের জন্য একান্ত নিভৃতে আল্লাহ্র কাছে বারবার ক্ষমা প্রার্থনা করা।