নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ\nরঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

অপ্রত্যাশিত হিমু

অপ্রত্যাশিত হিমু › বিস্তারিত পোস্টঃ

মানুষের আচরন সম্পর্কে আকর্ষণীয় তথ্য।

০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ২:০০

১) যার যেটুক গুরুত্ব পাবার কথা তাকে তাঁর থেকে বেশি গুরুত্ব দিলে কিছু সময় পরে দেখবেন কেমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে।

২) দুনিয়াতে যে যেটুক এর যোগ্য তাঁর থেকে কোন ভাবে বেশি পেয়ে গেলেই বাচ, দেখবেন কেমন লাফালাফি,ফালাফালি করছে।

৩) আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার লুক ম্যাটার করে। মানুষ আচরণগতভাবে শুধু সুন্দর খুঁজে।

৪) আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার চাকরি,ব্যাংক-হিসাব( টাকার কথা বলছি),সম্পত্তি এসব ম্যাটার করে।এসব ছাড়া একজন ছেলেকে কেউ তেমন মনে করবে না।

৫) বিনয়ী মানুষের জন্য অন্য মানুষের মনে সত্যি জায়গা থাকে। এদের ব্যাপারে মানুষ একটু অন্য ভাবে ভাবে।

৬) মানুষ শুধুমাত্র সফল মানুষদের সঙ্গে সময় কাটাতে চায়। লাইব্রেরিতে সবাই পড়তে যায় না, কেউ কেউ শিকার ধরতেও যায় ।(ছেলে মেয়ে ধরতে,মেয়ে ছেলে ধরতে।খুব স্বাভাবিক ব্যাপার)

৭) একটি বিষহীন সাপেরও একটি বিষধর সাপের মত আচরণ করা উচিত।(এই কথা বলছি কারন,আপনি কখনই আপনার দুর্বলতা অন্যর সামনে প্রকাশ করবেন না)

৮) ছেলেরা জন্মগত ভাবেই পটেনশিয়াল রেপিষ্ট । কিন্তু সবাই খারাপ না।আপনি খুব বেশি সুন্দরী হলে আপনার দিকে দুই বারের চেয়ে তিন বার তাকাবে খুবই স্বাভাবিক ব্যাপার।

৯) মেসেঞ্জার এ আপনি কয়েকজনকে বার্তা পাঠালেন । যে আপনার বার্তার ফিরতি রিপ্লাই করবে না আপনি তাঁর কথা মনে রাখবেন।খুব ভালো করেই মনে রাখবেন।হ্যাঁ এটাই সাইন্স।

১০) ফেসবুক এ কেউ আপনাকে ব্লক করলে আপনি সারাজীবন তাঁর কথা মনে রাখবেন। আপনি করলেও মনে রাখবে।

১১) এইখানে কেউ সরকারি চাকরি পেলে আমরা তাঁর সঙ্গে রাজার মত আচরণ করি।স্বাভাবিক,প্রতিযোগিতা অনেকের ধারনার বাইরে।

১২) মানুষ জন্মগত ভাবে শো অফ পছন্দ করে।নিজের ঢোল নিজে পেটাতে কিছু মানুষের সত্যি লজ্জা লাগে না ।

১৩) আপনার সফলতায় সবাই খুশি হবে না ।

১৪) আজকে যে আপনার খুব কাছের বন্ধু,কাল সে আপনার খুব কাছের দুশমন হতেই পারে। আর একটা কথা, আপনার বেস্ট ফ্রেন্ড এর কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, তাই সাধু সাবধান ।

ব্রিঃ দ্রঃ আপনার দ্বিমত থাকলে আপনি অবশই মন্তব্য করবেন। পড়ার জন্য ধন্যবাদ ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৩:০৪

অনল চৌধুরী বলেছেন: একটি বিষহীন সাপেরও একটি বিষধর সাপের মত আচরণ করা উচিত-চাণক্য নীতি।


১০) ফেসবুক এ কেউ আপনাকে ব্লক করলে আপনি সারাজীবন তাঁর কথা মনে রাখবেন। আপনি করলেও মনে রাখবে।

১১) এইখানে কেউ সরকারি চাকরি পেলে আমরা তাঁর সঙ্গে রাজার মত আচরণ করি।স্বাভাবিক,প্রতিযোগিতা অনেকের ধারনার বাইরে
- সবকিছু ঠিক না।

২| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৯

রাজীব নুর বলেছেন: ১৪ টা পয়েন্টই সত্য।
কোনো রকম দ্বিমত নেই।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

পথিক আদনান বলেছেন: সত্য বলেছেন।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২০

অপ্রত্যাশিত হিমু বলেছেন: ধন্যবাদ প্রিয়!!! শুভ ব্লগিং

৫| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬

নতুন বলেছেন: ৮) ছেলেরা জন্মগত ভাবেই পটেনশিয়াল রেপিষ্ট । কিন্তু সবাই খারাপ না।আপনি খুব বেশি সুন্দরী হলে আপনার দিকে দুই বারের চেয়ে তিন বার তাকাবে খুবই স্বাভাবিক ব্যাপার।

এটা ঠিক না। মানুষেরা কখনোই জন্মগত ভাবে খারাপ হয় না। সমাজের বিভিন্ন কারনে তারা খারাপ হয়।

আর সুন্দরী হলে তার দিকে আকষ`ন অনুভব করা সাভাবিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.