নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ\nরঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

অপ্রত্যাশিত হিমু

অপ্রত্যাশিত হিমু › বিস্তারিত পোস্টঃ

অন্যায়ভাবে হৃদয়ভঙ্গকারীর শাস্তি।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০০

ছুটির দিনে পুরনো কথা মনে পড়ে বেশ মন খারাপ হচ্ছিল কেন জানি। আমি চিরকালই আবেগপ্রবন মানুষ, প্রচুর কষ্ট পেয়েছি এ কারণে।মানুষ চিনতেও পারিনি, ভুল মানুষকে ভুল আবেগ দান করেছি- ফলও ভূগেছি। গোটা পৃথিবী ভ্রমনের কথা ছিল যার সাথে, চুমু খাবার কথা ছিল আইফেল টাওয়ারের চূড়ায় বা টপকাপি প্যালেসের হেরেমের কোণে- প্রথম সুযোগেই সরে পড়তে সময় নেয়নি সে। সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিলাম যার জন্য, দেখা গিয়েছে সে আমার সর্বস্বকেও ধূলিকণাসম জ্ঞান করে। যাকে প্রিয়জন ভাবতাম, আবিষ্কার করেছি সে আমাকে ভাবত প্রয়োজন হিসেবে। কোলে মাথা রেখে শেষ নি:শ্বাস ত্যাগ করার কথা ছিল যার সাথে, বুকভরা কান্না আর মুখভরা হাসি নিয়ে দেখেছি, তিলমাত্র অপেক্ষাও সে আমার জন্য করতে প্রস্তুত না। আমি সাধুসন্ত নই, খারাপ লাগে আমার। তাই এদের সবার জন্য শাস্তির ব্যবস্থা করেছি নির্মমভাবে। কিভাবে জানেন?

নিজে ভালো থেকে।

ছেড়ে যাওয়া প্রেয়সীদের হাতে হাত আর বুকে মাথা রেখে স্বপ্নের যে কটা জাল আমি বুনেছিলাম, এর প্রায় প্রত্যেকটাই আমি পূরণ করেছি, বাকিগুলোও পূরণ করতে সংগ্রাম করে চলেছি। এরা দূর থেকে দেখছে, অথবা দেখছেনা, কিভাবে ধেয়ে আসা সাইক্লোনের মত একে একে সমস্ত বাধা বিপত্তি আমি জয় করছি। যে অদ্ভুত রকমের রোমাঞ্চকর একটা জীবন আমি যাপন করছি, তার কণামাত্র গৌরবও এরা আর কোনওদিন পাবে না- এর চাইতে মধুর প্রতিশোধ আর কি হতে পারে? তারা পাশে নেই, পাশে থাকার অধিকার এ জন্মে আর পাবেনা কখনো- অথচ একসাথে দেখা স্বপ্নগুলো তাদের অস্তিত্ব ছাড়াই স্পর্শ করে চলেছি প্রতিনিয়ত- এই আমার নির্মম প্রতিশোধ। লেখকঃ অপ্রত্যাশিত হিমু

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাস্তবিক হতে আসলে যথেষ্ট সময় লাগে। আমার লেগেছে মাত্র ৪০ বছর!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:১৮

অপ্রত্যাশিত হিমু বলেছেন: সময়ের ট্রাম আর জীবনের একটু ভিন্ন ই হয়। ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৫

মীনক্ষোভাকুল কুবলয় বলেছেন: নিজেকে ভাল রাখাটাই প্রতারণাকারিনীদের জন্য সবচেয়ে কঠিন শাস্তি ।

শুভকামনা রইলো ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৭

রাজীব নুর বলেছেন: আবেগ কমাতে হবে হিমু সাহেব।
তা না হলে জীবনে আরো কষ্ট পেতে হবে।
বাস্তব্বাদী হতে শিখুন।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০

নেওয়াজ আলি বলেছেন: ভালো লাগার ভালোবাসা ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:৫৮

জগতারন বলেছেন:

ছুটির দিনে পুরনো কথা মনে পড়ে বেশ মন খারাপ হচ্ছিল কেন জানি। আমি চিরকালই আবেগপ্রবন মানুষ, প্রচুর কষ্ট পেয়েছি এ কারণে।মানুষ চিনতেও পারিনি, ভুল মানুষকে ভুল আবেগ দান করেছি- ফলও ভূগেছি। গোটা পৃথিবী ভ্রমনের কথা ছিল যার সাথে, চুমু খাবার কথা ছিল আইফেল টাওয়ারের চূড়ায় বা টপকাপি প্যালেসের হেরেমের কোণে- প্রথম সুযোগেই সরে পড়তে সময় নেয়নি সে। সর্বস্ব ত্যাগ করতে রাজি ছিলাম যার জন্য, দেখা গিয়েছে সে আমার সর্বস্বকেও ধূলিকণাসম জ্ঞান করে। যাকে প্রিয়জন ভাবতাম, আবিষ্কার করেছি সে আমাকে ভাবত প্রয়োজন হিসেবে। কোলে মাথা রেখে শেষ নি:শ্বাস ত্যাগ করার কথা ছিল যার সাথে, বুকভরা কান্না আর মুখভরা হাসি নিয়ে দেখেছি, তিলমাত্র অপেক্ষাও সে আমার জন্য করতে প্রস্তুত না। আমি সাধুসন্ত নই, খারাপ লাগে আমার। তাই এদের সবার জন্য শাস্তির ব্যবস্থা করেছি নির্মমভাবে। কিভাবে জানেন?

নিজে ভালো থেকে। !

Wonder full !! and
Wonder-full !!!

৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২২

অপ্রত্যাশিত হিমু বলেছেন: জগতারন, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। শুভ ব্লগিং

৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৩

অপ্রত্যাশিত হিমু বলেছেন: জ্বী জনাব, শুভ ব্লগিং

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:২৪

অপ্রত্যাশিত হিমু বলেছেন: ধন্যবাদ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.