নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ\nরঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন।

অপ্রত্যাশিত হিমু

অপ্রত্যাশিত হিমু › বিস্তারিত পোস্টঃ

আমায় ভুলে যাওয়া সহজ নয়।

২৭ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৮

যেমন সহজ নয় বিশ্বযুদ্ধের দায় মাথায় নিয়ে বৃষ্টিস্নাত ন্যুরেমবার্গে এক কাপ চা
কিংবা জটিল সংখ্যার মেটামরফোসিস সাহিত্যিক বাস্তবতা
আমাকে ছাড়া সবই-
চুলায় ভাত রেখে ছয়ঘন্টার তরতাজা ঘুম
কিভাবে চলে যায় শুক্র হতে শনি রবি সোম
মঙ্গলে নামে বন্যা বুধে আর্কটিক চর
বৃহস্পতির বুকে থমকে দাঁড়ায় দ্য গ্রেট রেড স্পট
আমাকে ভুলে যাওয়া সহজ নয়
যত বেশি তুমি ভুলে যাবে তত মনে হবে- মনে হয়,
এসব নিত্যনতুন অনুষ্ঠানে জোরে গেয়ে ওঠা পরিচিত গানে
আমি আছি কিন্তু মূলত থাকা প্রয়োজন নয়
আমায় ভুলে যেতে পুরো জীবনও যথেষ্ট সময় নয়
যত ভুলে যাবে তত মনে পড়ে যাবো, ভুলে যাওয়া সোজা নয়
আমার ফটোকপি করা শিট
আমার বাসের লাস্ট সিট
আমার স্ক্র্যাচ পড়ে যাওয়া চশমার কাচ
সায়ানোফাইটিক ইট
আমার চিনি বেশি দেয়া চা
আমার ফোনে যান্ত্রিক মা
আমার পকেট বাঁচানো ডিম ভাজা ভাত
মুখে হাসি বুকে ঘা
আমার অমনোযোগী ক্লাসরুম
আমার মগজে নষ্ট ধুম
আমার বাহিরে বুদ্ধ ভিতরে হিটলার
লাশের মোড়কে ঘুম
আমার প্রেমে ডুবে থাকা নারী
আমার বুমেরাং আহাজারি
আমার ফেলে আসা তাজা কাজলের চোখ
কবিতার মহামারী
আমার বর্ষার ভাঙা ছাতা
আমার পেইজ শেষ হওয়া খাতা
আমার সিজিপিএ লোভে রাতজাগা পড়া
শিমুলের ঝরা পাতা
আমার সাধুর আসরে গান
আমার জোড়াতালি দেয়া প্রাণ
আমার রাজপথে ভাঙা স্লোগানের স্বর
মিছিলের অভিযান
আমার কলমের কালি শেষ
আমার স্বজাতি আমার দেশ
আমার বুদ্ধিজীবীতার ভাঙা রেকর্ডার
অস্থির জম্পেশ
আমার পিংক ফ্লয়েডের সলো
আমার মেঘদলও খুব ভালো
আমার আর্টসেল ব্ল্যাক শিরোনামহীন
সব হাসিমুখে ছিলো
আমার ধূলাবালি জমা বই
আমার বন্ধুরা সব কই
আমার ভাল্লাগেনা এই মিথ্যে শহর
রাতের আড়ালে রই।।
view this link
কতবার যে গানটি শুনেছি গুনে বের করতে পারবো না কিন্তুু যতবারই শুনি ততই ভালো লাগে


মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

মেহেদি_হাসান. বলেছেন: এক কথায় অসাধারণ!
আসলে একবার অসাধারণ বললে কম হয়ে যায় এই গানকে অসাধারণ দিয়ে তুলনা করা যায়না যেরকম রিলিক সেরকম কন্ঠ। আমি কেন যে গানটি এতো দেরিতে শুনলাম! যদিও দেশে অপরাধী গান শোনারই শ্রোতা বেশি তবুও আমাদের অনেক শ্রোতা আছে যারা এসব গানকে অসম্ভব ভালোবাসে

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৮

অপ্রত্যাশিত হিমু বলেছেন: সত্যি এই গানটিতে নিজেকে নতুন করে অাবিস্কার করার প্রেরনা যোগায়@ শুভ ব্লগিং প্রিয়

২| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা গান না কবিতা আবৃত্তি

২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৩

অপ্রত্যাশিত হিমু বলেছেন: হা হা হা,চায়ের সাথে বিস্কিট@ শুভ ব্লগিং প্রিয়

৩| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো গান শুরু হয় পরে। ভালোই তো গাইছে

৪| ২৭ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৫| ২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: নতুন নিয়মে নতুন গান। খুব ভালো লাগলো। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.