নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নবমিতা তোমাকে হারানোর কষ্ট বুকের পাঁজরে এখনো ছুই ছুই করে। বুকের পাঁজরে অদ্ভুত কেমন একটা অস্থিরতা বিরাজ করে। তুমি চলে যাওয়ার পর পৃথিবীর রং কেমন জানি মলিন হয়ে গেছে। বার বার মনের কোণে শিহরিত হয় তোমার দেওয়া শীতল কষ্ট গুলি। খুব যত্ন করে কাদায় আমাকে। তোমার আত্ন অহমিকায় পরিপূর্ণ তোমার হৃদয়। তোমার আত্ন অহামিকা এতটাই তীব্র যা আগ্নেয়গিরির জলন্ত লাবার মত, প্রথিনিয়ত ক্ষতবিক্ষত করছে আমার হৃদয়। নবমিতা, তোমায় ভালোবাসি বলে, তোমার দেয়া কষ্ট গুলো কে ভালো লাগে। তোমার ভালোবাসি বলে, ভালো লাগে অপেক্ষার প্রহর গুনতে। তোমায় ভালোবাসি বলে, স্বপ্নে বিভোর থাকতে ভালো লাগে, জেনেছি জীবনের অর্থ মানেই তুমি। নবমিতা, কতো শতো কথা বলার ছিলো তার কিছুই বলা হলোনা, সময় যে এখন আর আমার নেই শুধু এতটুকু জেনে রাখো, আজ আমি বড্ড ক্লান্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে, মনের কষ্ট গুলো নিজের মনের মাঝেই রয়ে যায়, কষ্ট গুলো কেউ বুঝতে চায় না। এই ব্যাস্ত শহড় যেমনি আছে তেমনিই থাকে শুধু বদলে যায় কিছু গল্প, কিছু স্মৃতি, ভালো থেকো নবমিতা।
লেখকঃ অপ্রত্যাশিত হিমু
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯
রাজীব নুর বলেছেন: নবমিতা ভালো থাকুক, সবাই ভালো থাকুক।