![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শামীম আমার সাথে ফাজলামি করিস না ,প্লিজ ডায়েরিটা দিয়ে দে" কথা গুলো বলে শামীমের দিকে রাগী চোখে তাকিয়ে থাকে তনু । শামীমের হাতে তনুর লাল ডায়েরিটা সূর্যের আলোয় জ্বলজ্বল করছে ।>কিরে হাপিয়ে গেলি ? আয় ধর দেখি আমাকে পারলে হাহাহাহা>শামীম ডায়েরিটা দিয়ে দে প্লিজ । এটা আমার ব্যাক্তিগত । দিয়ে দে না প্লিজ?>তোর আর আমার মাঝে পারসোনাল কি আছেরে গাধী ? ডায়েরিটা আজ আমি নিয়ে যাব। কাল তুই পাবি ।তনু আর জোর করল না । কারণ তনু জানে তার শত চেষ্টাতেও সে আজ আর ডায়েরিটা ফেরত পাবে না । আর উপরে শামীমের উপর রাগ দেখালেও তনুর মনে চঞ্চলতা কাজ করছে । শামীমকে শত চেষ্টা করেও যে কথাটা কখনো বলতে পারেনি তা আজ শামীম জানবে । আচ্ছা ও কি ভাববে আমাকে? খারাপ ভাববে না তো আবার আমাকে? এসব ভাবতে ভাবতে তনু আনমনে হাটছে ।শামীম খুব সাধারণ ঘরের ছেলে । ছোটবেলা থেকে এক খালার কাছে মানুষ হয়েছে সে । কলেজ এর ফার্স্ট ইয়ার থেকে তনুর সাথে পরিচয় । প্রায় সব কিছুই তারা একসাথে করে । এমনকি তনুর সাথে থাকার জন্য শামীম রুয়েট এ চান্স পেয়েও ভর্তি হয়নি । তনুর সাথে ঢাবি তে একই ইউনিট একই সাবজেক্ট এ ভর্তি হয়েছে । সবই হয়তোছেলে মানুষি ছিল ।--------->তনু তোর লেখা কবিতা গুলো অনেক সুন্দর>তুই আমার কবিতা গুলোই পড়েছিস?>হাহাহা ক্যান আর কি পড়ার আছে? মাঝেমাঝে কিছু লেখা ছিল পড়তে বোরিং লাগতে ছিল ,তাই পড়ি নাই ।>ভাল করছিস । আমি বাসায় যাব । তুই কিছু বলবি?>না! যা বাসায় যা । আর তোর মজনুর খবরকি?>মজনু মানে ?>ন্যাকা! ফেসবুক এ যে তোমারে আই ল্যাবু ইউ মেসেজ দেই সেই ফয়সাল ভাইয়ের খবর কি?>শামীম আমি যাই ।>আচ্ছা যা ॥ আন্টির হাতের চা খাই না রে অনেকদিন ।>একসময় আসিস বাসায় । আম্মু আর তন্নি (তনুর ছোট বোন ) তোকে বাসায় যেতে বলছে । আমি যাই রে ।> আচ্ছা যা*তনু একা হাটছে । বুকের ভিতর একটা মৃদু ব্যাথা অনুভব করছে সে । আর ভাবছে সত্যিই কি শামীম ডায়েরির লেখা গুলো পড়ে নি ?শামীম এর ফোন এ রিং হচ্ছে । ওয়াশ রুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে চমকে যায় শামীম ।স্ক্রীনে ভাসছে "তনুস মাম" !যেদিন শামীম শেষ বারের মত তনুর সাথে দেখা করেছিল সেদিনও শামীম কে তনু জিজ্ঞেস করেছিল ডায়েরির লেখাগুলো পড়েছিল কিনা । কিন্তুু বরাবরের মত সে মিথ্যা কথাই বলেছে ।কারন শামীম চায়নি তনু তার জীবনে আসুক । তাই বলে শামীমের মনে তনুর জন্য ভালবাসার কমতি ছিল না । শামীমচায়নি তনু তার অনিশ্চিত জীবনের সাথে জড়াক নিজেকে । তাই তনুর থেকে নিজেকে সরিয়ে নিয়ে পাড়িজমায় চট্টগ্রামে । আজ সে চট্টগ্রামের একটি প্রতিষ্ঠিত মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর । এর মাঝে তনুর সাথে যোগাযোগ করার ইচ্ছে থাকলেও করেনি । শুনেছিল ফয়সাল নামের ছেলেটির সাথে নাকি তনুর বিয়ের কথা চলছে । এসব ভাবতে ভাবতে ফোনটা রিসিভ করল শামীম ।>হ্যালো শামীম কেমন আছ বাবা?>ভাল আছি আন্টি । আপনি কেমন আছেন তন্নি কেমন আছে?>সবাই ভাল আছে বাবা । আগামী শুক্র বার তনুর বিয়ে । তুমি কালকেই চলে আসনা বাবা? তোমার আংকেল একা সব সামলাতে পারছে না ।>আসব আন্টি । কালকেই আসছি আমি । ফোনটা রেখে দেয় শামীম ।একমনে গাড়ি ড্রাইভ করছে শামীম । হালকা মিউজিক এ তনুর প্রিয় গান"বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে " শুনছে ও গাড়ির মিউজিক প্লেয়ার এ । ব্রিজটির উপর গাড়ি ব্রেক করে শামীম । গাড়ি থেকে নেমে ফোনটা বের করে তনুকে পাচঁ বছর পর একটা মেসেজ দেয় শামীম । মেসেজটা সেন্ড হবার পর বুক ভরে নিশ্বাস নেয়শামীম । নিজেকে খুব হালকা মনে হচ্ছে তার ।>হ্যালো! এটাকি ইঞ্জিনিয়ার আব্দুলসাহেবের নাম্বার ?>জ্বী । কে বলছেন?>আমি চট্টগ্রাম হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর বলছি ॥ আমরা একটু আগে মেঘনা ব্রীজের নিচ থেকে শামীম নামের একজন এর লাশ উদ্ধার করেছি । উনার গাড়ির কাগজের সাথে আপনার ভিজিটিং কার্ডটা ছিল । আপনি কি উনার আত্মীয়?>জ্বী ।>লাশটা সদর হাসপাতাল মর্গে আছে । নিয়ে যাবেন । আমাদের ধারণা আত্মহত্যা করেছেন । তাই হাইওয়ে থানায় আসবেন একবার ।>জ্বী আসছি আমি ।------তনুর ফোনটায় মেসেজ এসেছিল অনেক আগে । ব্যাস্ততার জন্য দেখতে পারেনি । শামীমের মেসেজ এর জন্য প্রস্তুত ছিলনা তনু । মেসেজটা পড়তে লাগল তনু "তনু আমি তোর ডায়েরিটার সমস্তটাই সেদিন পড়েছিলাম । সারারাত পড়েছি আমি । তনু আমিও তোকে অনেক ভালবাসতাম । কিন্তুু সেই সময়ে আমার অবস্থান কখনোই তোর পরিবার মেনে নিতে পারত না । ভবঘুরে একটা ছেলেকে কখনোই তোরপরিবার মেনে নিত না । তাই আমি চাইনি আমার অনিশ্চিত জীবনে তুই জড়াস । কিন্তুু তোর প্রতি আমার ভালবাসা কখনোই কমেনি । আজও তেমনি আছে । তোর নতুন জীবন শুরু হতে যাচ্ছে । কিন্তুু বিশ্বাস কর আমার চোখের সামনে তোকে অন্য কারো হতে দেখতে পারব না আমি । যেটা আগেও পারতাম না বলে হিংসুটে বলতি আমাকে । তাই আজ চিরতরে হারিয়ে যাচ্ছি । চোখের সামনে অন্যের হতে দেখতে পারব না আমি । ভাল থাকিস । "
fb.com/assaduzzaman.opu
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
আজীব ০০৭ বলেছেন: আহা...................রে ..........?