নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যেন একবার বলেছিল প্রত্যেক লেখকই তার প্রতিটি লেখাকে নিজের সন্তানের মত ভালবাসে ! আসলেই কথাটা একদম সত্যি ! আমি নিজে খুব ভাল লেখক নই ! কিন্তু আমার কাছে আমার লেখা গুলোর কোন অংশে কম না ! প্রতিটি লেখাই আমার কাছে অনেক বেশি প্রিয় !
কয়েকদিন আগে আমার পরিচিত ব্লগার আমাকে আমার লেখা গুলোর একটা সংকল দিতে বলল !
আমার লেখার সংকোলন তো আছেই । সব গুলো একসাথে জমা করা ! একজন বলল না ! ঐটা না ! আপনার প্রিয় গল্প গুলো নিয়ে একটা পোষ্ট দেন ! আসলেই তো !
সবাই দেখতাছি তাদের প্রিয় পোষ্ট গুলো নিয়ে সংলোন পোষ্ট নিয়ে পোষ্ট দিতেছে ! আমিও একটা দেই ! কিন্তু এখানে সব গুলোই আমার লেখা গল্প ! অন্য কারো গল্প নাই ।
আমার লেখা গল্প গুলো থেকেই আমার সব থেকে পছন্দের পোষ্ট ! যদিও এটা বের করা যথেষ্ঠ ঝামেলার ছিল ! কোন টা রেখে কোন টা দিবো !!
শেষে অনেক ঝামেলা করে কিছু প্রিয় লেখা বাদ দিয়ে এই শর্ট তালিকা করা !
আমার পছন্দের গল্প গুলো !
এই গল্পটা আসলেই আমার সব থেকে পছন্দের গল্প ! একটা বৃষ্টি পাগল মেয়ের গল্প !
আমি বৃষ্টি দেখেছি
এক লুল পাবলিকের গল্প ! গল্পের শুরুতেই তার লুলামী ধরা পরে ।
ঐ বিষন্ন মুখে হাসি আমি ফোটাবো
একটা আপুর গল্প পড়ে গল্পটা লিখতে ইচ্ছা হয়েছিল ! যদিও ঐ আপুর লেখার মত এতো সুন্দর হয় নাই তবুও আমার পছন্দের খুব !
একদিন বৃষ্টিতে বিকেলে ..
এই গল্পটার একটা সুখী ভার্শন লিখেছিলাম আগে ! শায়মা আপুর কথায় ঠিক একই গল্প আবার লিখলাম ! দুঃখি ভার্শন !
আমার আর রাশিনের গল্প
এক প্রতারকের গল্প ! যার কাজই হল প্রতারনা করে মেয়েদের কে ফাঁদে ফেলা ! কিন্তু সেই প্রতারকও কিভাবে প্রেমে পড়ে গেল !
কখন যে ভালবেসেছি তোমাকে!!
জীবনে যত গুলো গল্প লিখেছি সব থেকে এই গল্পটা লিখে অনেক আনন্দ পেয়েছি ! বারবার মনে হয়েছে ইস ! এমন যদি আমার জীবনে হত !
ফারিয়ার গল্প
মডেল মুমতাহিনা টয়াকে নিয়ে লেখা গল্প ! এবং একটা মজার ব্যাপার হল টয়া নিজে এই গল্পটা পড়েছে এবং নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করেছে !
মুমতাহিনা তয়া , তোমাকে ভালবাসি!!
এইটা একটু অন্য রকম গল্প !
মেয়েটি একটা কলগার্ল , তাই তাকে আমি ভালবাসতে পারি না
গল্পটার থিম মাথায় এসেছিল সেই বিখ্যাত গানের লাইন থেকে ! তারপর কিভাবে লিখে ফেললাম কে জানে !
জেনো আমি পাশে তোমার একসাথে ভিজছি
এই গল্পটা লিখতেও আমি বেশ মজা পেয়েছি ! গল্পটার থেকে একটা নাটক লিখেছিলাম ! এক ডাইরেক্টকে দিয়েও ছিলাম । ব্যাটা নাটক বানাই নাই !
নীল নয়নের নিশিকে ভালবাসি ......
সেই দিন মন খারাপ ছিল অনেক ! মন খারাপ থেকে এই মন খারাপের গল্প !
আলাদিনের জ্বিন অথবা একটা দুঃস্বপ্নের গল্প !!
একটা মেয়ে সাময়িক বিপদের হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য তার একটু বন্ধুর সাথে বিয়ের নাটক করে । এবং তাকে তার বাবার কাছে নিয়ে যায় ! তারপরই শুরু হয় ঝামেলার !
বিয়ে করে যে বিপদে পড়লাম !!!
ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার গার্লফ্রেন্ড তার বাড়ির সামনে একটা সাইনবোর্ড নিয়ে বসে আছে । আর তার বাবা গম্ভীর মুখে বাড়ির ভিতর বসে আছে !
সাইনবোর্ড !
আর একটা গল্প যেটা আমি প্রায়ই পড়ি ! মন ভাল হয় আবার কেন জানি খারাপও হয় !
বাড়িয়ে দাও তোমার হাত !! আমি আবার তোমার আঙুল ধরতে চাই !!
সব ছেলের জীবনে বউ এবং বিয়ে নিয়ে কিছু ভাবনা থাকে ! তেমনি কিছু ভাবনা নিয়ে এই গল্পটা !
আমার বাসর রাতের গল্প !!
একটা চায়ের টিভি বিজ্ঞাপনকে ভর করে এই গল্পটা লেখা !
একটি টিভি বিজ্ঞাপণ এবং পাশে ফ্ল্যাটের মেয়েটির সাথে আমার সফল প্রেমের গল্প
আহা !! এমন একটা প্রেমিকা যদি আমার থাকতো !!
অশ্রুকন্যা !!
মোটামুটি এই গল্পটা লিখেছি নিজের মন থেকে এবং যত গুলো গল্প লিখেছি তার ভিতর একটার লিখতে সব থেকে পরিশ্রম বেশি হয়েছে !
আমার মৃত্যু বেলার গল্প !
তবুও অনেক গল্প বাদই রয়ে গেল ! এতো গুলো গল্পের ভিতর থেকে বাছাই করা একটু কষ্টকর বটে ! আমার সব লেখা গল্প গুলো ! একসাথে .।
আমার লেখা গল্প যত
আপাতত আজ এই !!
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১১
অপু তানভীর বলেছেন: পিডিএফ ??
দেখা যাক কিছু করা যায় নাকি !!
২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
একজন আরমান বলেছেন:
প্রত্যেক লেখকই তার প্রতিটি লেখাকে নিজের সন্তানের মত ভালবাসে !
কথাটা ব্লগার ঘুড্ডির পাইলট এর।
সময় করে পড়তে হবে।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন: তাই নাকি ?
আমার জানা নাই !!
যাই হোক পড়ে নিও সময় করে !!
৩| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন:
৪| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
ইখতামিন বলেছেন:
পোস্টে +++++++++++++++++++++
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
৫| ১১ ই জুন, ২০১৩ রাত ৯:২৫
তুষার আহাসান বলেছেন: সংগ্রহে রাখার মত পোস্ট।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন:
৬| ১১ ই জুন, ২০১৩ রাত ১০:০৯
রহস্যময়ী কন্যা বলেছেন:
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩
অপু তানভীর বলেছেন:
৭| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৩০
বটবৃক্ষ~ বলেছেন: কি আশ্চর্য ! আমার সবগুলো পড়া হয়নি!! আজি পড়বো!! ভালো কাজ করেছেন!
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
আমি ভালা পুলা ! ভালা কাজই করি !!
৮| ১৪ ই জুন, ২০১৩ দুপুর ২:৩৫
সোহাগ সকাল বলেছেন: সময়ের কন্ঠস্বর বলেছেন: সবগুলো একসাথে পিডিএফ এ পেলে ভালো হতো!
আমিও তাঁর সাথে সহমত।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৬
অপু তানভীর বলেছেন: পিডিএফ ??
দেখি কি করা যায় !
৯| ১৫ ই জুন, ২০১৩ রাত ১২:৫৯
আমি তুমি আমরা বলেছেন: ++++
১৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:২৯
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:২১
সময়ের কন্ঠস্বর বলেছেন: সবগুলো একসাথে পিডিএফ এ পেলে ভালো হতো!